ETV Bharat / city

AIDEF Win: কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির নির্বাচনে 30 বছর পর জয়ী বামেরা

30 বছর পর 'কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি' (Cossipore Gun And Shell Factory)-এর শ্রমিক কর্মচারী সংগঠনের নির্বাচনে জয়ী হল বামেরা ৷ 10টির মধ্যে সাতটিতেই জয়ী হয়েছেন AIDEF প্রার্থীরা (All India Defence Employees Federation) ৷

AIDEF Win in Cossipore Gun And Shell Factory Election after 30 Years
AIDEF Win: কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরির নির্বাচনে 30 বছর পর জয়ী বামেরা
author img

By

Published : Jul 16, 2022, 7:43 PM IST

কলকাতা, 16 জুলাই: 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি' (Cossipore Gun And Shell Factory)-এর শ্রমিক কর্মচারী সংগঠনের নির্বাচনে 10টি আসনের মধ্যে সাতটি দখল করল বামেরা ৷ 30 বছর পর ফের এই সংস্থার কর্মচারি সংগঠনের বোর্ড দখল করল তারা (AIDEF Win) ৷ ঘটনায় উচ্ছ্বসিত বামকর্মী ও সমর্থকরা ৷

1992 সাল পর্যন্ত 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি'-এর শ্রমিক কর্মচারী সংগঠনের দখল ছিল বামেদের হাতেই ৷ কিন্তু, পরবর্তী 30 বছর সংগঠনের রাশ থাকে কংগ্রেসের দখলে ৷ 2019 সালের নির্বাচনেও তারা জয়ী হয় ৷ কিন্তু, এবছর বোর্ড হাতছাড়া হল কংগ্রেসের ৷ ক্ষমতায় ফিরল বাম শ্রমিক সংগঠন AIDEF (All India Defence Employees Federation) ৷

আরও পড়ুন: TMC Rally in KMC: কলকাতা পৌরনিগমের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে পথে নামল দলের শ্রমিক সংগঠন

গত 15 জুলাই 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি'-এর 10টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সাতটি আসনে জয়ী হন বাম প্রার্থীরা ৷ বিরোধীরা জেতেন বাকি তিনটি আসনে ৷ জয়ের পর AIDEF-এর পক্ষ থেকে বলা হয়, গত 30 বছর ধরে সংশ্লিষ্ট কর্মচারী সংগঠন কার্যত নিষ্ক্রিয় ফোরামে পরিণত হয়েছিল ৷ কর্তৃপক্ষের অপরিকল্পিত নীতি এবং তৎকালীন ওয়ার্কার্স কমিটির অপদার্থতার জন্যই এই তিন দশক ধরে সাধারণ শ্রমিক ও কর্মচারীরা নানা সমস্যায় পড়েছেন ৷ কিন্তু, নির্বাচিত শ্রমিক নেতারা তাঁদের কোনও সহযোগিতা করেননি ৷

AIDEF নেতৃত্বের অভিযোগ, এত দিন ক্ষমতায় থেকেও সাধারণ কর্মীদের জন্য কোনও কাজ করেনি কংগ্রেস ৷ সেই কারণেই এবার সাংগঠনিক বোর্ড তাদের হাতছাড়া হয়েছে ৷ বদলে বামেদের উপর আস্থা রেখেছেন ভোটাররা ৷ আগামী দিনে জয়ী প্রতিনিধিরা সাধারণ শ্রমিকদের সমস্যা নিয়ে লড়াই করবেন বলেও জানিয়েছেন AIDEF নেতারা ৷

কলকাতা, 16 জুলাই: 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি' (Cossipore Gun And Shell Factory)-এর শ্রমিক কর্মচারী সংগঠনের নির্বাচনে 10টি আসনের মধ্যে সাতটি দখল করল বামেরা ৷ 30 বছর পর ফের এই সংস্থার কর্মচারি সংগঠনের বোর্ড দখল করল তারা (AIDEF Win) ৷ ঘটনায় উচ্ছ্বসিত বামকর্মী ও সমর্থকরা ৷

1992 সাল পর্যন্ত 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি'-এর শ্রমিক কর্মচারী সংগঠনের দখল ছিল বামেদের হাতেই ৷ কিন্তু, পরবর্তী 30 বছর সংগঠনের রাশ থাকে কংগ্রেসের দখলে ৷ 2019 সালের নির্বাচনেও তারা জয়ী হয় ৷ কিন্তু, এবছর বোর্ড হাতছাড়া হল কংগ্রেসের ৷ ক্ষমতায় ফিরল বাম শ্রমিক সংগঠন AIDEF (All India Defence Employees Federation) ৷

আরও পড়ুন: TMC Rally in KMC: কলকাতা পৌরনিগমের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে পথে নামল দলের শ্রমিক সংগঠন

গত 15 জুলাই 'কাশীপুর গান অ্য়ান্ড শেল ফ্যাক্টরি'-এর 10টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সাতটি আসনে জয়ী হন বাম প্রার্থীরা ৷ বিরোধীরা জেতেন বাকি তিনটি আসনে ৷ জয়ের পর AIDEF-এর পক্ষ থেকে বলা হয়, গত 30 বছর ধরে সংশ্লিষ্ট কর্মচারী সংগঠন কার্যত নিষ্ক্রিয় ফোরামে পরিণত হয়েছিল ৷ কর্তৃপক্ষের অপরিকল্পিত নীতি এবং তৎকালীন ওয়ার্কার্স কমিটির অপদার্থতার জন্যই এই তিন দশক ধরে সাধারণ শ্রমিক ও কর্মচারীরা নানা সমস্যায় পড়েছেন ৷ কিন্তু, নির্বাচিত শ্রমিক নেতারা তাঁদের কোনও সহযোগিতা করেননি ৷

AIDEF নেতৃত্বের অভিযোগ, এত দিন ক্ষমতায় থেকেও সাধারণ কর্মীদের জন্য কোনও কাজ করেনি কংগ্রেস ৷ সেই কারণেই এবার সাংগঠনিক বোর্ড তাদের হাতছাড়া হয়েছে ৷ বদলে বামেদের উপর আস্থা রেখেছেন ভোটাররা ৷ আগামী দিনে জয়ী প্রতিনিধিরা সাধারণ শ্রমিকদের সমস্যা নিয়ে লড়াই করবেন বলেও জানিয়েছেন AIDEF নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.