ETV Bharat / city

দিল্লি থেকে মান্নানকে ফোন, প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে তোড়জোড় AICC-র - সোমেন মিত্রের পর প্রদেশ সভাপতি

সোমেন মিত্রের পর প্রদেশ কংগ্রেস সভাপতি কে ? রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছে ফোন আসে AICC-র তরফ থেকে ৷ সূত্রের খবর দিল্লির হাই কমান্ডের কাছে একটি তালিকা দিয়েছেন অধীর চৌধুরিও ৷

aicc calls Abdul mannan
আব্দুল মান্নান ও অধীর চৌধুরি
author img

By

Published : Aug 6, 2020, 6:35 AM IST

কলকাতা, 6 অগাস্ট : প্রদেশ কংগ্রেস সভাপতির তালিকা চেয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বুধবার ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। জানতে চাওয়া হয় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাঁদের মনোনীত প্রার্থীর নাম। কেন্দ্রে BJP এবং রাজ্যে তৃণমূল সরকারকে পরাস্ত করতে বাম কংগ্রেসের জোট অক্ষুণ্ণ রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি বেছে নিতে চায় রাজ্য কংগ্রেস। এমনই মুখের সন্ধান চলছে, যিনি বামফ্রন্টের সঙ্গে সাবলীলভাবে প্রদেশ কংগ্রেসের জোট গড়তে পারবেন ।

এদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছে AICC-র সাধারণ সম্পাদকের ফোন আসছে তখন দিল্লিতে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরি একটি পৃথক নামের তালিকা দিয়েছেন AICC-কে। সূত্রের খবর, বহরমপুরের কংগ্রেস বিধায়ক তথা বিধানসভায় কংগ্রেস দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির তালিকায় রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতর নাম রয়েছে অধীর চৌধুরির তালিকায়। ঘনিষ্ঠ মহলে অধীর চৌধুরি জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার ইচ্ছা তাঁরও রয়েছে।

কিন্তু তাঁর নাম উত্থাপন করবেন কে, সেটাই প্রশ্ন । বেশ কয়েকজন কংগ্রেস নেতারই প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার ইচ্ছে রয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের ইচ্ছেও তেমনই। মালদার আবু নাসের খান চৌধুরিও প্রদেশ সভাপতির সুযোগ ছাড়তে নারাজ। তবে বিরোধী দলনেতা এবং লোকসভার কংগ্রেস দলনেতার তালিকায় যে নামটি 'কমন' তা হল নেপাল মাহাত। AICC-কে দেওয়া তালিকাতে পুরুলিয়ার বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত রাজ্যের নেতাদের তালিকায় অনেকটাই এগিয়ে। চলতি মাসেই আর কয়েকদিন পর নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করতে চায় কংগ্রেস হাইকমান্ড।

কলকাতা, 6 অগাস্ট : প্রদেশ কংগ্রেস সভাপতির তালিকা চেয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বুধবার ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। জানতে চাওয়া হয় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাঁদের মনোনীত প্রার্থীর নাম। কেন্দ্রে BJP এবং রাজ্যে তৃণমূল সরকারকে পরাস্ত করতে বাম কংগ্রেসের জোট অক্ষুণ্ণ রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি বেছে নিতে চায় রাজ্য কংগ্রেস। এমনই মুখের সন্ধান চলছে, যিনি বামফ্রন্টের সঙ্গে সাবলীলভাবে প্রদেশ কংগ্রেসের জোট গড়তে পারবেন ।

এদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছে AICC-র সাধারণ সম্পাদকের ফোন আসছে তখন দিল্লিতে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরি একটি পৃথক নামের তালিকা দিয়েছেন AICC-কে। সূত্রের খবর, বহরমপুরের কংগ্রেস বিধায়ক তথা বিধানসভায় কংগ্রেস দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর নাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির তালিকায় রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতর নাম রয়েছে অধীর চৌধুরির তালিকায়। ঘনিষ্ঠ মহলে অধীর চৌধুরি জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার ইচ্ছা তাঁরও রয়েছে।

কিন্তু তাঁর নাম উত্থাপন করবেন কে, সেটাই প্রশ্ন । বেশ কয়েকজন কংগ্রেস নেতারই প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার ইচ্ছে রয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের ইচ্ছেও তেমনই। মালদার আবু নাসের খান চৌধুরিও প্রদেশ সভাপতির সুযোগ ছাড়তে নারাজ। তবে বিরোধী দলনেতা এবং লোকসভার কংগ্রেস দলনেতার তালিকায় যে নামটি 'কমন' তা হল নেপাল মাহাত। AICC-কে দেওয়া তালিকাতে পুরুলিয়ার বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত রাজ্যের নেতাদের তালিকায় অনেকটাই এগিয়ে। চলতি মাসেই আর কয়েকদিন পর নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করতে চায় কংগ্রেস হাইকমান্ড।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.