কলকাতা , 25 মার্চ : জুন মাসের 30 তারিখ পর্যন্ত বহুবিধ সুবিধা আনছে AIBOC(অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেসন)৷ গ্রাহকদের কথা মাথায় রেখেই তারা ATM ছাড় দিতে চলেছেন । তাতে রয়েছে ইচ্ছামতো যতবার খুশি ATM থেকে টাকা তোলার সুবিধা । এছাড়াও কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম নগদ টাকা না থাকলেও, গ্রাহককে কোনও জরিমানাও দিতে হবে না ৷
কোরোনা সংক্রমণের জন্য ঘরবন্দী গোটা দেশ । ব্যাঙ্ককে যাওয়ার প্রয়োজন হলেও সংক্রমণের ভয়ে অনেকেই তা এড়িয়ে গিয়েছেন । সবদিক মাথায় রেখে AIBOC জানিয়েছে ,যে কোনও ব্যাঙ্কের ATM কার্ড থাকলেই দেশের যে কোনও ATM থেকে যতবার খুশি টাকা তোলা যাবে । এর জন্য অতিরিক্ত কোনও মাশুল দিতে হবে না গ্রাহককে । আরও একটি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা ৷ সুবিধাটি হল , কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম নগদ টাকা না থাকলেও, গ্রাহককে কোনও জরিমানাও দিতে হবে না ৷
প্রসঙ্গত, এছাডা়ও দেশের কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক ক্ষেত্রেও তৈরি হয়েছে সংকট । চরম ক্ষতির মুখে পড়েছেন দেশের ব্যবসায়ীরা । এমন জটিল পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জরুরী ভিত্তিতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৭.২৫ শতাংশ হারে ফিক্সড সুদের ভিত্তিতে এই ঋণ দেওয়া হবে । ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত শাখায় বিজ্ঞপ্তি জারি করেছে । জুন মাসের শেষ দিন পর্যন্ত চলবে এই প্রকল্প ।এই ঋণ নেওয়ার জন্য যদিও রয়েছে কিছু শর্ত । স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশের বিমান ব্যবস্থা, পর্যটন, পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন । তাদের পাশে দাঁড়াতেই এই জরুরী ভিত্তিতে ঋণ প্রকল্প টি আনা হয়েছে । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পে ১২ মাসের জন্য মিলবে ঋণ ।