কলকাতা, 19 সেপ্টেম্বর: উমা বরণে আরমাত্র কয়েকদিনের অপেক্ষা (Durga Puja 2022) ৷ পুজো যত এগিয়ে আসছে ততই শিল্পীদের মধ্যে ব্যস্ততা বাড়ছে ৷ উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে অঘোষিত থিম যুদ্ধ ৷ দর্শকদের সামনে কে কত ভালো থিম তুলে ধরতে পারে তা নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা ৷ যেমন চলতি বছরে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘আকাশবাণী’ ৷
এই থিম বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য হল রেডিয়ো, গ্রামাফোনকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচিতি ঘটানো ৷ মণ্ডপের সামনে বিরাট গ্রামোফোন। দু‘দিকের দেওয়াল জুড়ে কালজয়ী শিল্পীদের ছবি। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, এস ডি বর্মন, কিশোর কুমারের ছবি থাকছে সেখানে। মণ্ডপটি আস্ত একটি রেডিয়োর আদলে তৈরি করা হয়েছে । ভিতরে থাকছে রেকর্ড প্লেয়ার। ভিসিডি, ডিভিডি ব্যবহার হচ্ছে মণ্ডপসজ্জাতে। মণ্ডপে বাজবে কিংবদন্তি শিল্পীদের কালজয়ী সব গান ৷
আরও পড়ুন: শিব মন্দিরের এবারের থিম 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর'
পুজো উদ্যোক্তা সুরজিৎকুমার দে জানান, পুরনো দিনের গান বাজানোর যন্ত্র, শিল্পী ও তাঁদের গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই প্রয়াস। স্মার্টফোনের যুগের ছেলে মেয়েদের কাছে রেডিয়োটাই খুবই অপরিচিত। পাশাপাশি সে যুগের গায়ক-গায়িকাদের ছবি তাদের পরিচিতি ও নানা কালজয়ী গানের মধ্যে তুলে ধরা হবে পুরোনো দিনের মধুর স্মৃতি।