ETV Bharat / city

Durga Puja 2022: আহিরীটোলার চমক এবার ‘আকাশবাণী’, শোনা যাবে কলেরগানের সঙ্গীত - ahiritola sarbojanin durgotsab theme akashvani

আমর আধুনিক হচ্ছি ৷ বাক্স ছেড়ে মুঠো ফোনে বন্দি হয়েছে রেডিও ৷ হারিয়ে যাচ্ছে রেডিও, কলের গানের ঐতিহ্য ৷ হারিয়ে যাওয়া এই ইতিহ্য উঠে এসেছে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবার 83 তম বর্ষে (Durga Puja 2022) ৷

Durga Puja 2022
আহিরীটোলায় আকাশবাণী
author img

By

Published : Sep 19, 2022, 7:48 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: উমা বরণে আরমাত্র কয়েকদিনের অপেক্ষা (Durga Puja 2022) ৷ পুজো যত এগিয়ে আসছে ততই শিল্পীদের মধ্যে ব্যস্ততা বাড়ছে ৷ উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে অঘোষিত থিম যুদ্ধ ৷ দর্শকদের সামনে কে কত ভালো থিম তুলে ধরতে পারে তা নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা ৷ যেমন চলতি বছরে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘আকাশবাণী’ ৷

এই থিম বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য হল রেডিয়ো, গ্রামাফোনকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচিতি ঘটানো ৷ মণ্ডপের সামনে বিরাট গ্রামোফোন। দু‘দিকের দেওয়াল জুড়ে কালজয়ী শিল্পীদের ছবি। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, এস ডি বর্মন, কিশোর কুমারের ছবি থাকছে সেখানে। মণ্ডপটি আস্ত একটি রেডিয়োর আদলে তৈরি করা হয়েছে । ভিতরে থাকছে রেকর্ড প্লেয়ার। ভিসিডি, ডিভিডি ব্যবহার হচ্ছে মণ্ডপসজ্জাতে। মণ্ডপে বাজবে কিংবদন্তি শিল্পীদের কালজয়ী সব গান ৷

Durga Puja 2022
আহিরীটোলায় ‘আকাশবাণী’

আরও পড়ুন: শিব মন্দিরের এবারের থিম 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর'

পুজো উদ্যোক্তা সুরজিৎকুমার দে জানান, পুরনো দিনের গান বাজানোর যন্ত্র, শিল্পী ও তাঁদের গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই প্রয়াস। স্মার্টফোনের যুগের ছেলে মেয়েদের কাছে রেডিয়োটাই খুবই অপরিচিত। পাশাপাশি সে যুগের গায়ক-গায়িকাদের ছবি তাদের পরিচিতি ও নানা কালজয়ী গানের মধ্যে তুলে ধরা হবে পুরোনো দিনের মধুর স্মৃতি।

কলকাতা, 19 সেপ্টেম্বর: উমা বরণে আরমাত্র কয়েকদিনের অপেক্ষা (Durga Puja 2022) ৷ পুজো যত এগিয়ে আসছে ততই শিল্পীদের মধ্যে ব্যস্ততা বাড়ছে ৷ উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে অঘোষিত থিম যুদ্ধ ৷ দর্শকদের সামনে কে কত ভালো থিম তুলে ধরতে পারে তা নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা ৷ যেমন চলতি বছরে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘আকাশবাণী’ ৷

এই থিম বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য হল রেডিয়ো, গ্রামাফোনকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচিতি ঘটানো ৷ মণ্ডপের সামনে বিরাট গ্রামোফোন। দু‘দিকের দেওয়াল জুড়ে কালজয়ী শিল্পীদের ছবি। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, এস ডি বর্মন, কিশোর কুমারের ছবি থাকছে সেখানে। মণ্ডপটি আস্ত একটি রেডিয়োর আদলে তৈরি করা হয়েছে । ভিতরে থাকছে রেকর্ড প্লেয়ার। ভিসিডি, ডিভিডি ব্যবহার হচ্ছে মণ্ডপসজ্জাতে। মণ্ডপে বাজবে কিংবদন্তি শিল্পীদের কালজয়ী সব গান ৷

Durga Puja 2022
আহিরীটোলায় ‘আকাশবাণী’

আরও পড়ুন: শিব মন্দিরের এবারের থিম 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর'

পুজো উদ্যোক্তা সুরজিৎকুমার দে জানান, পুরনো দিনের গান বাজানোর যন্ত্র, শিল্পী ও তাঁদের গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই প্রয়াস। স্মার্টফোনের যুগের ছেলে মেয়েদের কাছে রেডিয়োটাই খুবই অপরিচিত। পাশাপাশি সে যুগের গায়ক-গায়িকাদের ছবি তাদের পরিচিতি ও নানা কালজয়ী গানের মধ্যে তুলে ধরা হবে পুরোনো দিনের মধুর স্মৃতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.