কলকাতা, 28 অগাস্ট : মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বাধা ৷ ঢুকতে দেওয়া হল না নেতা-কর্মীদের ৷ মহাজাতি সদনের পাশেই রাস্তার উপর ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল কংগ্রেস নেতৃত্ব । চলল প্রতিবাদ ও বিক্ষোভ ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বভারতীয়স্তরে পরীক্ষাগুলি পিছিয়ে দিতে হবে বলেও দাবি তোলেন ছাত্র পরিষদের নেতা-কর্মীরা ৷
কয়েকদিন আগেই মহাজাতি সদনের পাশে ছাত্র পরিষদের মঞ্চ খুলে দেওয়া হয় ৷ কংগ্রেসের অভিযোগ, জোড়াসাঁকো থানার পুলিশের তরফে এই কাজ করা হয়েছে । এদিকে আজ মহাজাতি সদনের বাইরে ছাত্র পরিষদের কর্মী ও সদস্যদের উপচে পড়া ভিড় চোখে পড়ে ৷ সব রকম বিধি-নিষেধ উপেক্ষা করে মহাজাতি সদনের বাইরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল আজ ।
আরও পড়ুন : "ঔদ্ধত্যের কারণে কেন্দ্র পিছপা হচ্ছে না", NEET-JEE নিয়ে আক্রমণ অভিষেকের
কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ । রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে মহাজাতি সদনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতৃত্ব ৷ মহাজাতি সদনের বাইরে আজ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়-সহ অন্যরা । ছিলেন প্রদেশ কংগ্রেস নেতারাও ৷ মহাজাতি সদনের বাইরে বিক্ষোভ চলাকালীন, দেশ এবং রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয় ।
আরও পড়ুন : ওয়েব সিরিজে সন্ত্রাসবাদী ক্ষুদিরাম ! প্রতিবাদ SFI-এর