ETV Bharat / city

এখনও প্রকাশিত হয়নি WBCS, মিসলেনিয়াসের-এর বিজ্ঞপ্তি; বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন WBPSC-র চেয়ারম্যান । এই মাসের মধ্যেই WBCS 2021-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

WBPSC
WBPSC-র সামনে বিক্ষোভ প্রার্থীদের একাংশের
author img

By

Published : Dec 15, 2020, 6:58 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : প্রতি বছর সাধারণত নভেম্বর মাসে প্রকাশিত হয়ে থাকে পরবর্তী বছরের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি । জুনে প্রকাশ হয়ে থাকে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি । এই ধরনের বিভিন্ন বড় বড় চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর এখনও প্রকাশিত হয়নি । কোরোনা পরিস্থিতিতে সেগুলি আদৌ কবে প্রকাশিত হবে তাও অজানা । এই পরিস্থিতিতে WBCS, মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টরের মতো অন্য পরীক্ষার দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ব্যানারে আজ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের একাংশ ।

PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "কোরোনার অজুহাতে রাজ্য সরকার নতুন চাকরির নিয়োগের ক্ষেত্রে এক প্রকার লকডাউন ঘোষণা করেছে । প্রায় প্রতিটি ক্ষেত্রেই এক অবস্থা । তাই আজ চাকরিপ্রার্থীদের একাংশ PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ব্যানারে PSC অফিসের সামনে 2021-এর WBCS, মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টর, কৃষি প্রযুক্তি সহায়ক, ফায়ার অপারেটর সহ অন্য পরীক্ষার দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ এবং পেন্ডিং পরীক্ষাগুলোর দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি দাবি তোলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এক বছরের মধ্যে সমস্ত নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । যত দ্রুত সম্ভব ফুড সাব ইন্সপেক্টর, ফায়ার অপারেটর, WBCS 2018-র গ্রুপ-ডি ইন্টারভিউ, WBCS 2019 মেন পরীক্ষার মেধাতালিকা, WBCS 2020 মেন পরীক্ষার তারিখ সহ অন্য সমস্ত বাকি থাকা পরীক্ষার মেধাতালিকা দ্রুত প্রকাশ করতে হবে । তা ছাড়াও ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে ।"

আরও পড়ুন : উত্তরের 3 জেলায় ফের হবে ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা

PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আজকের দাবিদাওয়া নিয়ে WBPSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর হাতে দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেন ইন্দ্রজিৎ ঘােষ-সহ চাকরিপ্রার্থীদের চার সদস্যের প্রতিনিধি দল । চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এসে ইন্দ্রজিৎবাবু বলেন, চেয়ারম্যান তাঁদের দাবিগুলি নিয়ে আশ্বস্ত করেছেন । তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই WBCS 2021-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং মার্চ মাস নাগাদ WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে কমিশন । রাজ্য সরকার মিসলেনিয়াস সার্ভিসের বিষয়ে আপডেট দিলেই 2021-এর নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কলকাতা, 15 ডিসেম্বর : প্রতি বছর সাধারণত নভেম্বর মাসে প্রকাশিত হয়ে থাকে পরবর্তী বছরের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি । জুনে প্রকাশ হয়ে থাকে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি । এই ধরনের বিভিন্ন বড় বড় চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর এখনও প্রকাশিত হয়নি । কোরোনা পরিস্থিতিতে সেগুলি আদৌ কবে প্রকাশিত হবে তাও অজানা । এই পরিস্থিতিতে WBCS, মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টরের মতো অন্য পরীক্ষার দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ব্যানারে আজ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের একাংশ ।

PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "কোরোনার অজুহাতে রাজ্য সরকার নতুন চাকরির নিয়োগের ক্ষেত্রে এক প্রকার লকডাউন ঘোষণা করেছে । প্রায় প্রতিটি ক্ষেত্রেই এক অবস্থা । তাই আজ চাকরিপ্রার্থীদের একাংশ PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ব্যানারে PSC অফিসের সামনে 2021-এর WBCS, মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টর, কৃষি প্রযুক্তি সহায়ক, ফায়ার অপারেটর সহ অন্য পরীক্ষার দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ এবং পেন্ডিং পরীক্ষাগুলোর দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নর দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি দাবি তোলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এক বছরের মধ্যে সমস্ত নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । যত দ্রুত সম্ভব ফুড সাব ইন্সপেক্টর, ফায়ার অপারেটর, WBCS 2018-র গ্রুপ-ডি ইন্টারভিউ, WBCS 2019 মেন পরীক্ষার মেধাতালিকা, WBCS 2020 মেন পরীক্ষার তারিখ সহ অন্য সমস্ত বাকি থাকা পরীক্ষার মেধাতালিকা দ্রুত প্রকাশ করতে হবে । তা ছাড়াও ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে ।"

আরও পড়ুন : উত্তরের 3 জেলায় ফের হবে ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা

PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আজকের দাবিদাওয়া নিয়ে WBPSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর হাতে দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে দেন ইন্দ্রজিৎ ঘােষ-সহ চাকরিপ্রার্থীদের চার সদস্যের প্রতিনিধি দল । চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এসে ইন্দ্রজিৎবাবু বলেন, চেয়ারম্যান তাঁদের দাবিগুলি নিয়ে আশ্বস্ত করেছেন । তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই WBCS 2021-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং মার্চ মাস নাগাদ WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে কমিশন । রাজ্য সরকার মিসলেনিয়াস সার্ভিসের বিষয়ে আপডেট দিলেই 2021-এর নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.