কলকাতা, 7 ফেব্রুয়ারি : চাকরির দাবিতে আজ বিধানসভার উত্তর গেটে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গের যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি । বিধানসভায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি আজ রাজ্যব্যাপী যুবশ্রীরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় ।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালু করে । এবং সেখানে প্রায় 33 লাখ শিক্ষিত বেকারের নাম নথিভুক্ত করা হয়েছে । এরপর 2013 সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী সেই যুবশ্রী প্রকল্প উদ্বোধন করে সেখান থেকে প্রথমে এক লাখ যুবক-যুবতিকে মাসিক 1500 টাকা করে উৎসাহ ভাতা প্রদানের কথা ঘোষণা করেন ।
সেদিনই তিনি ঘোষণা করেছিলেন এই ভাতা প্রাপকদের বছর দুয়েকের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে । দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই যুবশ্রী প্রকল্প থেকে প্রায় কারও কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ যুবশ্রী প্রকল্পের যুবক-যুবতিদের । তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অবহেলার শিকার হয়েছেন তাঁরা । অবিলম্বে সরকারি চাকরির দাবি জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে ।
পাশাপাশি আজ সকালে বিধানসভা অভিযানের আগেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে গিয়ে যুবশ্রী সদস্যরা দাবিপত্র পেশ করতে যান । কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁদের দাবিপত্র গ্রহণ করা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা । তারপরই তাঁরা বিধানসভায় এসে বিক্ষোভ দেখান ।