বহরমপুর, 20 নভেম্বর : নাম না করে ফের AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সাগরদিঘির ধুমাপাহাড়ে এক সভায় মমতা নাম না করে আসাদউদ্দিন ওয়াইসি ও তাঁর দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন ৷ উল্লেখ্য, গত সোমবার মমতা কোচবিহারের এক সভায় নাম না করে আসাদউদ্দিন ও তাঁর দলকে কট্টরপন্থী বলেছিলেন ৷ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আসাদউদ্দিন ভোটের জন্য মমতাকে মুসলিম তোষণ বন্ধ করতে বলেন ৷ আজ ফের আসাদউদ্দিনের বিরুদ্ধে সরব হলেন মমতা ।
ধুমাপাহাড়ের সভায় নাম না করে আসাদউদ্দিনকে কটাক্ষ করে মমতা বলেন, "কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ আমরা কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না ৷ সে হিন্দুই হোক, বা মুসলিমই হোক ৷ কেউ কেউ হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে (পশ্চিমবঙ্গে) এসেছে ৷ মিটিং করে বলছে, তোদের জন্য আমরা লড়ব ৷ কী করে লড়বে ? তোমরা তো BJP-র সবচেয়ে বড় দালাল ৷ তোমরা কোনওদিন লড়তে পারবে না ৷ লড়লে আমরাই লড়ব, যারা বেঁচে আছি, যারা লড়াই করছি ৷"
আরও পড়ুন : "মুসলিম তোষণ বন্ধ করুন", মমতার মন্তব্যে প্রতিক্রিয়া আসাদউদ্দিনের
আজকের সভায় NRC নিয়েও সরব হন মমতা । তিনি বলেন, "কারও রেশন কার্ড আছে, কারও স্কুল সার্টিফিকেট আছে ৷ সবারই কিছু না কিছু আছে ৷ NRC আমরা বাংলায় করতে দেব না ৷ খুড়োর কল উপরে ঝুলবে ৷ বাইরে থেকে আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না ৷ সে হিন্দু হোক বা মুসলিমই হোক ৷ আমরা যাঁরা বাংলার মাটিতে থেকে লড়াই করি, তাঁদের কথা বিশ্বাস করবেন ৷ বাংলায় NRC হবে না ৷ প্রত্যেকেই এদেশের নাগরিক ৷ কাউকে বিতাড়িত হতে দেব না ৷"