ETV Bharat / city

"হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে এসেছে", ফের মমতার নিশানায় আসাদউদ্দিন - Mamata Banerjee on Asaduddin

মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমাপাহাড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আসাদউদ্দিন ওয়াইসির দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন ৷ আসাদউদ্দিনকে কটাক্ষ করে মমতা বলেন, "কেউ কেউ হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে এসেছে ৷ মিটিং করে বলছে, তোদের জন্য আমরা লড়ব ৷ কী করে লড়বে? তোমরা তো BJP-র সবচেয়ে বড় দালাল ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 20, 2019, 6:48 PM IST

Updated : Nov 20, 2019, 7:25 PM IST

বহরমপুর, 20 নভেম্বর : নাম না করে ফের AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সাগরদিঘির ধুমাপাহাড়ে এক সভায় মমতা নাম না করে আসাদউদ্দিন ওয়াইসি ও তাঁর দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন ৷ উল্লেখ্য, গত সোমবার মমতা কোচবিহারের এক সভায় নাম না করে আসাদউদ্দিন ও তাঁর দলকে কট্টরপন্থী বলেছিলেন ৷ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আসাদউদ্দিন ভোটের জন্য মমতাকে মুসলিম তোষণ বন্ধ করতে বলেন ৷ আজ ফের আসাদউদ্দিনের বিরুদ্ধে সরব হলেন মমতা ।

ধুমাপাহাড়ের সভায় নাম না করে আসাদউদ্দিনকে কটাক্ষ করে মমতা বলেন, "কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ আমরা কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না ৷ সে হিন্দুই হোক, বা মুসলিমই হোক ৷ কেউ কেউ হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে (পশ্চিমবঙ্গে) এসেছে ৷ মিটিং করে বলছে, তোদের জন্য আমরা লড়ব ৷ কী করে লড়বে ? তোমরা তো BJP-র সবচেয়ে বড় দালাল ৷ তোমরা কোনওদিন লড়তে পারবে না ৷ লড়লে আমরাই লড়ব, যারা বেঁচে আছি, যারা লড়াই করছি ৷"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : "মুসলিম তোষণ বন্ধ করুন", মমতার মন্তব্যে প্রতিক্রিয়া আসাদউদ্দিনের

আজকের সভায় NRC নিয়েও সরব হন মমতা । তিনি বলেন, "কারও রেশন কার্ড আছে, কারও স্কুল সার্টিফিকেট আছে ৷ সবারই কিছু না কিছু আছে ৷ NRC আমরা বাংলায় করতে দেব না ৷ খুড়োর কল উপরে ঝুলবে ৷ বাইরে থেকে আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না ৷ সে হিন্দু হোক বা মুসলিমই হোক ৷ আমরা যাঁরা বাংলার মাটিতে থেকে লড়াই করি, তাঁদের কথা বিশ্বাস করবেন ৷ বাংলায় NRC হবে না ৷ প্রত্যেকেই এদেশের নাগরিক ৷ কাউকে বিতাড়িত হতে দেব না ৷"

বহরমপুর, 20 নভেম্বর : নাম না করে ফের AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সাগরদিঘির ধুমাপাহাড়ে এক সভায় মমতা নাম না করে আসাদউদ্দিন ওয়াইসি ও তাঁর দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন ৷ উল্লেখ্য, গত সোমবার মমতা কোচবিহারের এক সভায় নাম না করে আসাদউদ্দিন ও তাঁর দলকে কট্টরপন্থী বলেছিলেন ৷ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আসাদউদ্দিন ভোটের জন্য মমতাকে মুসলিম তোষণ বন্ধ করতে বলেন ৷ আজ ফের আসাদউদ্দিনের বিরুদ্ধে সরব হলেন মমতা ।

ধুমাপাহাড়ের সভায় নাম না করে আসাদউদ্দিনকে কটাক্ষ করে মমতা বলেন, "কোনও অপপ্রচারে পা দেবেন না ৷ আমরা কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না ৷ সে হিন্দুই হোক, বা মুসলিমই হোক ৷ কেউ কেউ হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে (পশ্চিমবঙ্গে) এসেছে ৷ মিটিং করে বলছে, তোদের জন্য আমরা লড়ব ৷ কী করে লড়বে ? তোমরা তো BJP-র সবচেয়ে বড় দালাল ৷ তোমরা কোনওদিন লড়তে পারবে না ৷ লড়লে আমরাই লড়ব, যারা বেঁচে আছি, যারা লড়াই করছি ৷"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : "মুসলিম তোষণ বন্ধ করুন", মমতার মন্তব্যে প্রতিক্রিয়া আসাদউদ্দিনের

আজকের সভায় NRC নিয়েও সরব হন মমতা । তিনি বলেন, "কারও রেশন কার্ড আছে, কারও স্কুল সার্টিফিকেট আছে ৷ সবারই কিছু না কিছু আছে ৷ NRC আমরা বাংলায় করতে দেব না ৷ খুড়োর কল উপরে ঝুলবে ৷ বাইরে থেকে আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না ৷ সে হিন্দু হোক বা মুসলিমই হোক ৷ আমরা যাঁরা বাংলার মাটিতে থেকে লড়াই করি, তাঁদের কথা বিশ্বাস করবেন ৷ বাংলায় NRC হবে না ৷ প্রত্যেকেই এদেশের নাগরিক ৷ কাউকে বিতাড়িত হতে দেব না ৷"

Intro:বাংলায় এনআরসি হবে না। হায়দ্রাবাদ থেকে এসে বিজেপির দালালিরা টাকা ছড়াচ্ছে। Body:সাগরদিঘি - হাইদ্রাবাদের সাংসিদ তথা এমআইএম প্রধানের নাম না করে তাঁকে বিজেপির দালাল বলে কটুক্তি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, এই রাজ্যে এনআরসি কোনভাবেই হবেনা। হতে দেব না।
বুধবার সাগরদিঘি ব্লকের ধুমারপাহাড় থেকে মুর্শিদাবাদ জেলায় ১০৫টি প্রকল্পের শিলান্যাস ও ১৪৩টি প্রকল্পের উদ্বোধন। শিলান্যাস খাতে খরচ ৫০৩ কোটি টাকা। অপরদিকে উদ্বোধন খাতে খরচার পরিমান ৪৩২ কোটি। মোট ল্রায় এক হাজার কোটি টাকা এদিন মুর্শিদাবাদের উন্নখাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে খরচ হচ্ছে। সেই সভা থেকে কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এখানে কিছু কিছু লোক NRC র নামে মানুষকে উত্যক্ত করার চেষ্টা করছে। বাইরের আমদানি করা নেতার কথা বিশ্বাস করবেন না। NRC হবে না। চিন্তার কোন কারণ নেই। হতে দেব না। একটা লোক এখান থেকে বিতারিত করতে দেব না। কংগ্রেস সরকারের সময় আসাম চুক্তির একটা পার্ট ছিল এনআরসি। আসামে ১৪ লক্ষ হিন্দু বাঙালুর নাম বাদ গিয়েছে। মুসলমান, পাহাড়, রাজবংশির নামও বাদ গিয়েছে। আগুন লাগলে কেউ বাদ পড়বে না। বাংলায় এসব হয় না। এখানে ওসব হবে না।
পরে তিনি আসাউদ্দিনের নাম উল্লেখ না করে বলেন, সাম্প্রদায়িকতাকে আমরা প্রশ্রয় দেবনা। হাইদ্রাবাদ থেকে টাকার থলি নিয়ে এসে এখানে ছড়াচ্ছে। তোমরাতো বিজেপির দালাল। এখানে ওসব চলতে দেওয়া হবে না।
বেলা দুটোয় ধুমারপাহাড়ের সভা শেষ করে মুখ্যমন্ত্রী কাশ্মিরে জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি মৃত শ্রমিক কামিরুদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে রাস্তায় দেখা করেন জঙ্গি হামলায় আহত জহিরুদ্দিন শেখের সঙ্গে। পরে ধুমারপাহাড় থেকে হেলিকপ্টারে এসে বহরমপুরে প্রশাসনিক সভায় যোগ দেন।Conclusion:এনআরসি হবে না বাংলায়।
Last Updated : Nov 20, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.