ETV Bharat / city

Kolkata Metro: আড়াই বছর পর কলকাতা মেট্রোয় 6 লক্ষ পেরল যাত্রী সংখ্যা - কলকাতা মেট্রোয় 6 লক্ষ পেরল যাত্রী সংখ্যা

আড়াই বছর পর কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা 6 লক্ষ ছাড়াল (Number Passengers Reach More Than Six Lakhs) ৷ সোমবার 6 লক্ষের বেশি যাত্রী হয়েছিল কলকাতা মেট্রোতে (Kolkata Metro) ৷ যে সংখ্যাটা করোনার আগে শেষ হয়েছিল মেট্রোতে ৷

after-two-and-half-years-number-passengers-reach-more-than-six-lakhs-in-kolkata-metro
after-two-and-half-years-number-passengers-reach-more-than-six-lakhs-in-kolkata-metro
author img

By

Published : Sep 20, 2022, 10:13 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: প্রায় আড়াই বছর পর আবারও চেনা ছবি কলকাতা মেট্রোয় ৷ উত্তর-দক্ষিণ করিডর (North South Corridor of Kolkata Metro) অর্থাৎ, দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ রুটে উপচে পড়া ভিড় দেখা গেল ৷ সোমবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) উত্তর-দক্ষিণ করিডরে সারাদিনে যাত্রী সংখ্যা 6 লক্ষ পেরিয়েছে (Number Passengers Reach More Than Six Lakhs) ৷ তাও আড়াই বছর পরে ৷ করোনার সময় দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মেট্রো পরিষেবা ৷ তার পর একাধিক বিধিনিষেধ লাগু করে পরিষেবা শুরু হয় ৷ মাঝে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ এসেছে ৷ কিন্তু, কলকাতা মেট্রোকে সেই চেনা ছন্দে দেখা যায়নি ৷

পুজোর আর হাতে গোনা ক'টা দিন ৷ তার আগে শহর কলকাতার প্রাণ মেট্রোয় দেখা গেল চেনা ছবি ৷ আবারও ফিরে এসেছে কলকাতা মেট্রোর চেনা ছবি ৷ করোনা পরবর্তী সময়ে আবার 6 লক্ষ পেরল কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ৷ এই পরিসংখ্যান 19 সেপ্টেম্বর অর্থাৎ, সোমবারের ৷ কলকাতা মেট্রোর তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 6 লক্ষ 20 হাজার 832 জন ৷

আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠবে নর্থ সাউথ মেট্রো করিডোরের স্মার্ট গেট

সোমবার দমদম স্টেশন থেকে রেকর্ড যাত্রী মেট্রোয় চড়েছেন ৷ সংখ্যাটা ছিল 78 হাজার 197 ৷ এসপ্লানেডে যাত্রী সংখ্যা ছিল 50 হাজার 330 জন ৷ রবীন্দ্র সদনে সংখ্যাটা ছিল 42 হাজার 257 জন ৷ অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সারাদিনে যাত্রী সংখ্যা ছিল 40 হাজার 299 জন ৷ শেষবার কলকাতা মেট্রোয় 6 লক্ষের বেশি যাত্রী হয়েছিল করোনার আগে 2020 সালের মার্চ মাসে ৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, পুজো যত এগিয়ে আসবে, তত যাত্রী সংখ্যা বাড়বে ৷ প্রসঙ্গত, পুজোর সময় ভোর 4টে পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: প্রায় আড়াই বছর পর আবারও চেনা ছবি কলকাতা মেট্রোয় ৷ উত্তর-দক্ষিণ করিডর (North South Corridor of Kolkata Metro) অর্থাৎ, দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ রুটে উপচে পড়া ভিড় দেখা গেল ৷ সোমবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) উত্তর-দক্ষিণ করিডরে সারাদিনে যাত্রী সংখ্যা 6 লক্ষ পেরিয়েছে (Number Passengers Reach More Than Six Lakhs) ৷ তাও আড়াই বছর পরে ৷ করোনার সময় দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মেট্রো পরিষেবা ৷ তার পর একাধিক বিধিনিষেধ লাগু করে পরিষেবা শুরু হয় ৷ মাঝে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ এসেছে ৷ কিন্তু, কলকাতা মেট্রোকে সেই চেনা ছন্দে দেখা যায়নি ৷

পুজোর আর হাতে গোনা ক'টা দিন ৷ তার আগে শহর কলকাতার প্রাণ মেট্রোয় দেখা গেল চেনা ছবি ৷ আবারও ফিরে এসেছে কলকাতা মেট্রোর চেনা ছবি ৷ করোনা পরবর্তী সময়ে আবার 6 লক্ষ পেরল কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ৷ এই পরিসংখ্যান 19 সেপ্টেম্বর অর্থাৎ, সোমবারের ৷ কলকাতা মেট্রোর তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল 6 লক্ষ 20 হাজার 832 জন ৷

আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠবে নর্থ সাউথ মেট্রো করিডোরের স্মার্ট গেট

সোমবার দমদম স্টেশন থেকে রেকর্ড যাত্রী মেট্রোয় চড়েছেন ৷ সংখ্যাটা ছিল 78 হাজার 197 ৷ এসপ্লানেডে যাত্রী সংখ্যা ছিল 50 হাজার 330 জন ৷ রবীন্দ্র সদনে সংখ্যাটা ছিল 42 হাজার 257 জন ৷ অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে সারাদিনে যাত্রী সংখ্যা ছিল 40 হাজার 299 জন ৷ শেষবার কলকাতা মেট্রোয় 6 লক্ষের বেশি যাত্রী হয়েছিল করোনার আগে 2020 সালের মার্চ মাসে ৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, পুজো যত এগিয়ে আসবে, তত যাত্রী সংখ্যা বাড়বে ৷ প্রসঙ্গত, পুজোর সময় ভোর 4টে পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.