ETV Bharat / city

30 বছর পর খুলছে রডন স্কয়্যারের দরজা - kmc

লালমাটির ছোঁয়া লাগা গ্রামীণ প্রকৃতির সাজে সাজানো হয়েছে রডন স্কয়্যার । আরবান ফরেস্ট তৈরি করার জন্য পার্কের অনেক বৃক্ষ রোপণ করা হয়েছে । এছাড়াও পার্কের চারধারে বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে ।

Rawdon Square
Rawdon Square
author img

By

Published : Jan 6, 2021, 10:58 PM IST

কলকাতা, 06 : দীর্ঘ 30 বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে নবরূপে সজ্জিত রডন স্কয়্যার । আগামী শনিবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নবরূপে সজ্জিত রডন স্কোয়ারের উদ্বোধন করবেন ।

12 হাজার বর্গ মিটার আয়তনের রডন স্কয়্যারে একটি বড় জলাশয় রয়েছে । দীর্ঘদিন বন্ধ থাকায় ঝোপ-জঙ্গলে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল রডন স্কয়্যার । জলাশয়টিও আবর্জনায় চাপা পড়ে গিয়েছিল । জলাশয়টি সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে । কলকাতা পৌরনিগম এই রডন স্কয়্যারে তৈরি করেছে আরবান ফরেস্ট ।

লালমাটির ছোঁয়া লাগা গ্রামীণ প্রকৃতির সাজে সাজানো হয়েছে রডন স্কয়্যার । আরবান ফরেস্ট তৈরি করার জন্য পার্কের অনেক বৃক্ষ রোপণ করা হয়েছে । এছাড়াও পার্কের চারধারে বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে । জলাশয়ের পাড় বরাবর লাল মাটির রাস্তা তৈরি করা হয়েছে । আগামী দিনে এই রডন স্কয়্যারে ওপেন জিম করার পরিকল্পনা রয়েছে কলকাতা পৌরনিগমের। একটি সবুজ ঘাসে ঘেরা লন থাকছে । রডন স্কয়্যারের মধ্যেই থাকছে একটি ফুলের বাগানও । জলাশয় ঘিরে গাছগাছালির ও ফুলের গাছ দিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে রডন স্কয়্যার সংস্কারের ঘোষণা করেন । 2020-র 12 সেপ্টেম্বর ফিরহাদ হাকিম রডন স্কয়্যার পরিদর্শনে করতে যান । পরিদর্শনের পর তিনি রডন স্কয়্যারে আরবান ফরেস্ট তৈরি করার কথা বলেন । আগামী শনিবার 9 জানুয়ারি নবরূপে সজ্জিত রডন স্কয়্যার উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম ।

কলকাতা, 06 : দীর্ঘ 30 বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে নবরূপে সজ্জিত রডন স্কয়্যার । আগামী শনিবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নবরূপে সজ্জিত রডন স্কোয়ারের উদ্বোধন করবেন ।

12 হাজার বর্গ মিটার আয়তনের রডন স্কয়্যারে একটি বড় জলাশয় রয়েছে । দীর্ঘদিন বন্ধ থাকায় ঝোপ-জঙ্গলে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল রডন স্কয়্যার । জলাশয়টিও আবর্জনায় চাপা পড়ে গিয়েছিল । জলাশয়টি সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে । কলকাতা পৌরনিগম এই রডন স্কয়্যারে তৈরি করেছে আরবান ফরেস্ট ।

লালমাটির ছোঁয়া লাগা গ্রামীণ প্রকৃতির সাজে সাজানো হয়েছে রডন স্কয়্যার । আরবান ফরেস্ট তৈরি করার জন্য পার্কের অনেক বৃক্ষ রোপণ করা হয়েছে । এছাড়াও পার্কের চারধারে বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে । জলাশয়ের পাড় বরাবর লাল মাটির রাস্তা তৈরি করা হয়েছে । আগামী দিনে এই রডন স্কয়্যারে ওপেন জিম করার পরিকল্পনা রয়েছে কলকাতা পৌরনিগমের। একটি সবুজ ঘাসে ঘেরা লন থাকছে । রডন স্কয়্যারের মধ্যেই থাকছে একটি ফুলের বাগানও । জলাশয় ঘিরে গাছগাছালির ও ফুলের গাছ দিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে রডন স্কয়্যার সংস্কারের ঘোষণা করেন । 2020-র 12 সেপ্টেম্বর ফিরহাদ হাকিম রডন স্কয়্যার পরিদর্শনে করতে যান । পরিদর্শনের পর তিনি রডন স্কয়্যারে আরবান ফরেস্ট তৈরি করার কথা বলেন । আগামী শনিবার 9 জানুয়ারি নবরূপে সজ্জিত রডন স্কয়্যার উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.