কলকাতা, 7 এপ্রিল : রক্ষাকবচ শেষ হতে না হতে ফের দেশের শীর্ষ আদালতে আবেদন ৷ তাতেই 13 এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ বৃদ্ধি পেল কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার । যদিও রক্ষাকবচ বৃদ্ধি পাওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করল সিবিআই । আগামীকাল 8 এপ্রিল নিজাম প্যালেসে গোয়েন্দাদের মুখোমুখি হতে হবে লালাকে ৷
সিবিআই সূত্রের খবর, লালাকে জিজ্ঞাসাবাদে এবার পরিকল্পনা করে বসতে চাইছে সিবিআই ৷ এমনকি এই বিষয়ে সিবিআইয়ের দিল্লির সদর দফতরের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন নিজাম প্যালেসের গোয়েন্দারা ৷ অনুপ মাঝি ওরফে লালাকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, কোন কোন প্রশ্ন করা হবে, সেই বিষয়ে আগে থেকেই তৈরি হতে চান গোয়েন্দারা ৷ প্রভাবশালীদের বিষয়ে কীভাবে ও কোন প্রশ্ন করা হবে, তাও আলোচনা করা হবে দিল্লির সঙ্গে বৈঠকে ৷ যেহেতু লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেও প্রভাবশালী যোগ মেলেনি । সিবিআই গোয়েন্দারা জানাচ্ছেন, লালার বিরুদ্ধে অভিযোগ না আনতে পারলে ধীরে ধীরে তাকে জিজ্ঞাসাবাদের ক্ষমতা খর্ব হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ ফলে, এবার তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই । সেই কারণেই 8 এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হয়েছে ।
আরও পড়ুন: আজ ফের জিজ্ঞাসাবাদ, লালাকে হেফাজতে চায় সিবিআই
এই নিয়ে পঞ্চমবার তলব করা হল অনুপ মাঝি ওরফে লালাকে । কয়লা পাচার কাণ্ডে এছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়ার প্রাক্তন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরগানকে ৷