কলকাতা, 23 ডিসেম্বর : দল বিরোধী মন্তব্য করায় সায়ন্তন বসুর পর এবার অগ্নিমিত্রা পলকে শো-কজ় করল বিজেপি । চিঠিতে লেখা হয়েছে, দলের মত ছাড়া, দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে দলীয় স্বার্থ বিরোধী বিরূপ মন্তব্য করেছেন । দলের অনুমতি ছাড়া কেন তিনি এমন মন্তব্য করেছেন তা 7 দিনের মধ্যে তাঁকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ।
উল্লেখ্য, আসানসোলের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলে দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে ৷ সেই প্রেক্ষিতেই এই কড়া চিঠি ধরানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর ৷ অগ্নিমিত্রাকে শো-কজ় ধরিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ সায়ন্তন বসুকে যেদিন শো-কজ় করা হয়ে সেই একই দিনে (22 ডিসেম্বর) লেখা হয় অগ্নিমিত্রার চিঠিটি ৷ যদিও একদিন পরে চিঠি পান তিনি ৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি নিয়েই যে চিঠি লেখা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে শো-কজ়ে ৷
আরও পড়ুন: সায়ন্তন বসু-কে শোকজ় বিজেপি-র
বিজেপি সূত্রে আরও খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, কোন বিধায়ককে দলে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না, তা দল ঠিক করবে । দলে কারও যোগদান নিয়ে এবং অন্য দল থেকে আসা কোনও বিধায়ক বা সাংসদের বিরুদ্ধে আগ বাড়িয়ে কেউ কোনও মন্তব্য করতে পারবেন না ।
শো-কজ়ের বিষয়ে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "আমি দলের একজন সৈনিক । দল আমাকে এই মন্তব্যের জন্য শো-কজ় করেছে । আজই আমি এই চিঠির উত্তর দেব ৷"