কলকাতা, 16 ফেব্রুয়ারি : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের অনুরোধে অনশন তুলে নিলেন পার্শ্বশিক্ষকরা। আজ, মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের অবস্থান মঞ্চে হাজির হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তাঁর সঙ্গে কথা বলার পরই অনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন পার্শ্বশিক্ষকরা৷
পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে স্থায়ীকরণ ও বেতন কাঠামো প্রদানের দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। আজ তাদের অবস্থান বিক্ষোভের 62 তম দিন এবং অনশনের 12 তম দিন। মুকুল রায়ের অনুরোধে শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে আজ অনশন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা।
তবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে পার্শ্বশিক্ষকরা। আজ পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন বিজেপির সর্বভারতীয় সহ -ভাপতি মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, সমন্বয় বন্দ্যোপাধ্য়ায়।
আরও পড়ুন : প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা
মুকুল রায় সেখানে অনশন তুলে নিতে অনুরোধ করেন৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়েও আন্দোলনকারীদের অংশ নেওয়ার আহ্বান জানান৷ পাশাপাশি তাঁদের পরামর্শ দেন যে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে সমস্যার কথা তুলে ধরার জন্য৷