কলকাতা, 15 জুন: বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট জেনারেল ৷ আজ নতুন করে বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের দাবি পেশ করবেন বিজেপি বিধায়করা (BJP MLA Suspension Case)। তার কী ফলাফল হয়, তা দেখার পর আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে (Advocate General apologises)।
এ দিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থার কাছে ক্ষমা চেয়ে অ্যাডভোকেট জেনারেল বলেন, "আমি ভেবেছিলাম সমস্যার সমাধান হয়ে যাবে । কিন্তু সমাধান হয়নি । ফের মামলার শুনানি করে নির্দেশ দিক আদালত ।" যদিও বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "এজির দিক থেকে কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই । আমরা জানি । গত সোমবার পদ্ধতিগত ত্রুটির কারণে বিধানসভার অধ্যক্ষ বিজেপি বিধায়কদের প্রস্তাব খারিজ করেছিলেন । ফের আজ নতুন করে বিধায়করা প্রস্তাব আনবেন ।"
উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অ্যাডভোকেট জেনারেল (Calcutta High Court news) ও বিজেপি বিধায়কদের তরফের আইনজীবীকে মৌখিক ভাবে প্রস্তাব দিয়েছিলেন যাতে দু-পক্ষ বসে এই বিষয়ে সমস্যা বিধানসভার অন্দরেই মিটিয়ে নেয় ।