ETV Bharat / city

BJP MLA Suspension Case: বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলায় আদালতে ক্ষমা চাইলেন এজি - বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলা

বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলার শুনানিতে আদালতে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট জেনারেল (Advocate General apologises)৷ নতুন করে বিধানসভার অধ্যক্ষের কাছে দাবি পেশ করবেন বিজেপি বিধায়করা (BJP MLA Suspension Case)।

Advocate General apologises in Calcutta High Court in BJP MLA suspension case
বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলায় আদালতে ক্ষমা চাইলেন এজি
author img

By

Published : Jun 15, 2022, 3:17 PM IST

কলকাতা, 15 জুন: বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট জেনারেল ৷ আজ নতুন করে বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের দাবি পেশ করবেন বিজেপি বিধায়করা (BJP MLA Suspension Case)। তার কী ফলাফল হয়, তা দেখার পর আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে (Advocate General apologises)।

এ দিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থার কাছে ক্ষমা চেয়ে অ্যাডভোকেট জেনারেল বলেন, "আমি ভেবেছিলাম সমস্যার সমাধান হয়ে যাবে । কিন্তু সমাধান হয়নি । ফের মামলার শুনানি করে নির্দেশ দিক আদালত ।" যদিও বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "এজির দিক থেকে কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই । আমরা জানি । গত সোমবার পদ্ধতিগত ত্রুটির কারণে বিধানসভার অধ্যক্ষ বিজেপি বিধায়কদের প্রস্তাব খারিজ করেছিলেন । ফের আজ নতুন করে বিধায়করা প্রস্তাব আনবেন ।"

আরও পড়ুন: Biman Banerjee HC Grievance : বিজেপি বিধায়কদের সাসপেনশন, আদালতের নির্দেশে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অ্যাডভোকেট জেনারেল (Calcutta High Court news) ও বিজেপি বিধায়কদের তরফের আইনজীবীকে মৌখিক ভাবে প্রস্তাব দিয়েছিলেন যাতে দু-পক্ষ বসে এই বিষয়ে সমস্যা বিধানসভার অন্দরেই মিটিয়ে নেয় ।

কলকাতা, 15 জুন: বিজেপি বিধায়কদের সাসপেনশন মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন অ্যাডভোকেট জেনারেল ৷ আজ নতুন করে বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের দাবি পেশ করবেন বিজেপি বিধায়করা (BJP MLA Suspension Case)। তার কী ফলাফল হয়, তা দেখার পর আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে (Advocate General apologises)।

এ দিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থার কাছে ক্ষমা চেয়ে অ্যাডভোকেট জেনারেল বলেন, "আমি ভেবেছিলাম সমস্যার সমাধান হয়ে যাবে । কিন্তু সমাধান হয়নি । ফের মামলার শুনানি করে নির্দেশ দিক আদালত ।" যদিও বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "এজির দিক থেকে কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই । আমরা জানি । গত সোমবার পদ্ধতিগত ত্রুটির কারণে বিধানসভার অধ্যক্ষ বিজেপি বিধায়কদের প্রস্তাব খারিজ করেছিলেন । ফের আজ নতুন করে বিধায়করা প্রস্তাব আনবেন ।"

আরও পড়ুন: Biman Banerjee HC Grievance : বিজেপি বিধায়কদের সাসপেনশন, আদালতের নির্দেশে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অ্যাডভোকেট জেনারেল (Calcutta High Court news) ও বিজেপি বিধায়কদের তরফের আইনজীবীকে মৌখিক ভাবে প্রস্তাব দিয়েছিলেন যাতে দু-পক্ষ বসে এই বিষয়ে সমস্যা বিধানসভার অন্দরেই মিটিয়ে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.