ETV Bharat / city

Adhir on KMC Election : মেয়র হবার ক্ষমতা নেই, তাই মেয়র মুখ নেই : অধীর

মেয়র হবার মত তাদের ক্ষমতা নেই তাই এখনই কোন মেয়র মুখ সামনে রেখে লড়াইয়ে নামছে না কংগ্রেস, জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শুক্রবার বিধানভবনে পৌর ভোটের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি (Adhir says congress does not have any face for mayor in KMC election) ৷ একইসঙ্গে এদিন জোট, কেন্দ্রীয় বাহিনী-সহ অন্যান্য প্রসঙ্গেও নিজের মতামত রাখেন তিনি ৷

Adhir on KMC Election
মেয়র হবার ক্ষমতা নেই, তাই মেয়র মুখ নেই বলে জানালেন অধীর
author img

By

Published : Dec 10, 2021, 9:47 PM IST

Updated : Dec 10, 2021, 9:53 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : পৌর ভোটের আবহাওয়া শান্তিতে থাকবে কি না, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির ওপর নির্ভর করবে । শুক্রবার বিধানভবনে পৌর ভোটের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । 121টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস । বাকি 23টি ওয়ার্ডে প্রার্থী না-দেওয়ার কারণ জোটের বাধ্যতা নয়, বরং অপারগতা । যা খোলাখুলি স্বীকার করেন তিনি । এমনকি তিনি এও জানান, মেয়র হবার মত তাদের ক্ষমতা নেই ৷ তাই এখনই কোন মেয়র মুখ সামনে রেখে লড়াইয়ে নামছে না কংগ্রেস (Adhir says congress does not have any face for mayor in KMC election) ৷

তিনি বলেন, "মেয়র হবার মত আমাদের ক্ষমতা নেই, তাই মেয়রের মুখ আমরা করিনি এখনও৷" তবে কংগ্রেসের ভাল ফল নিয়েও তিনি যে আশাবাদী তাও জানাতে ভোলেননি প্রদেশ কংগ্রেস সভাপতি৷ একইসঙ্গে জোট প্রসঙ্গেও শুক্রবার খুল্লামখুল্লা মত রাখলেন অধীর৷ তিনি পরিষ্কার বলেন, "বামফ্রন্ট আমাদের জন্য অপেক্ষা করেনি । তারা সবার আগে ইস্তাহার প্রকাশ করেছে । আমরা আমাদের শক্তি অনুযায়ী 121টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছি । যদি সবকটাতে দেওয়ার ক্ষমতা থাকত তাহলে তাই দিতাম । ওয়ার্ড ছেড়ে জোট সৌজন্য দেখানোর কোনও ইচ্ছে নেই ৷" আগে তিনিই বলেছিলেন পৌর ভোটে এলাকা ভিত্তিক শক্তির ওপর জোট ভাগ্য নির্ভর করবে । এদিন তাঁর এই বক্তব্য আগের বক্তব্যের একেবারে বিপরীত ।

মেয়র হবার ক্ষমতা নেই, তাই মেয়র মুখ নেই জানালেন অধীর

অন্যদিকে, তাঁর কথায় বারবার উঠে এসেছে নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের কথাও । অধীর জানান, এই শহরের উপরতলার মানুষ তথা ফ্ল্যাট বাড়ির মানুষ আসন্ন পৌর ভোট নিয়ে আগ্রহী নয় । বস্তির মানুষ যাঁরা আছেন তাঁদের শাসকদল "প্রকল্পের গাজর" এবং পেশিশক্তির ভয় দেখিয়ে বুথমুখী করবে । তাই শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছেন অধীররঞ্জন চৌধুরী ।

আরও পড়ুন : এখনই বকেয়া পৌর নির্বাচনের নির্ঘণ্ট জানানো সম্ভব নয়, হাইকোর্টে জানাল রাজ্য

একইসঙ্গে কংগ্রেসের প্রার্থীরা হেনস্থার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তিনি জানান, এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে প্রদেশ কংগ্রেস । তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব তিনি । তাই একই সঙ্গে যোগ করেছেন," মীরা পাণ্ডের দৃঢ়তা এই নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করা যায় না । তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে কিছুটা প্রতিরোধ বা শান্তিপূর্ণ ভোট হতে পারে ।" পাশাপাশি তিনি জানান, কলকাতাকে লন্ডন বানানোর ভুয়ো স্বপ্ন দেখানোর পরিবর্তে পুরানো কলকাতা ফিরিয়ে নিয়ে আসার দাবি নিয়েই ভোট চাইবে কংগ্রেস৷

কলকাতা, 10 ডিসেম্বর : পৌর ভোটের আবহাওয়া শান্তিতে থাকবে কি না, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির ওপর নির্ভর করবে । শুক্রবার বিধানভবনে পৌর ভোটের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । 121টি ওয়ার্ডে প্রার্থী দিচ্ছে প্রদেশ কংগ্রেস । বাকি 23টি ওয়ার্ডে প্রার্থী না-দেওয়ার কারণ জোটের বাধ্যতা নয়, বরং অপারগতা । যা খোলাখুলি স্বীকার করেন তিনি । এমনকি তিনি এও জানান, মেয়র হবার মত তাদের ক্ষমতা নেই ৷ তাই এখনই কোন মেয়র মুখ সামনে রেখে লড়াইয়ে নামছে না কংগ্রেস (Adhir says congress does not have any face for mayor in KMC election) ৷

তিনি বলেন, "মেয়র হবার মত আমাদের ক্ষমতা নেই, তাই মেয়রের মুখ আমরা করিনি এখনও৷" তবে কংগ্রেসের ভাল ফল নিয়েও তিনি যে আশাবাদী তাও জানাতে ভোলেননি প্রদেশ কংগ্রেস সভাপতি৷ একইসঙ্গে জোট প্রসঙ্গেও শুক্রবার খুল্লামখুল্লা মত রাখলেন অধীর৷ তিনি পরিষ্কার বলেন, "বামফ্রন্ট আমাদের জন্য অপেক্ষা করেনি । তারা সবার আগে ইস্তাহার প্রকাশ করেছে । আমরা আমাদের শক্তি অনুযায়ী 121টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছি । যদি সবকটাতে দেওয়ার ক্ষমতা থাকত তাহলে তাই দিতাম । ওয়ার্ড ছেড়ে জোট সৌজন্য দেখানোর কোনও ইচ্ছে নেই ৷" আগে তিনিই বলেছিলেন পৌর ভোটে এলাকা ভিত্তিক শক্তির ওপর জোট ভাগ্য নির্ভর করবে । এদিন তাঁর এই বক্তব্য আগের বক্তব্যের একেবারে বিপরীত ।

মেয়র হবার ক্ষমতা নেই, তাই মেয়র মুখ নেই জানালেন অধীর

অন্যদিকে, তাঁর কথায় বারবার উঠে এসেছে নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের কথাও । অধীর জানান, এই শহরের উপরতলার মানুষ তথা ফ্ল্যাট বাড়ির মানুষ আসন্ন পৌর ভোট নিয়ে আগ্রহী নয় । বস্তির মানুষ যাঁরা আছেন তাঁদের শাসকদল "প্রকল্পের গাজর" এবং পেশিশক্তির ভয় দেখিয়ে বুথমুখী করবে । তাই শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছেন অধীররঞ্জন চৌধুরী ।

আরও পড়ুন : এখনই বকেয়া পৌর নির্বাচনের নির্ঘণ্ট জানানো সম্ভব নয়, হাইকোর্টে জানাল রাজ্য

একইসঙ্গে কংগ্রেসের প্রার্থীরা হেনস্থার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তিনি জানান, এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে প্রদেশ কংগ্রেস । তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব তিনি । তাই একই সঙ্গে যোগ করেছেন," মীরা পাণ্ডের দৃঢ়তা এই নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করা যায় না । তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে কিছুটা প্রতিরোধ বা শান্তিপূর্ণ ভোট হতে পারে ।" পাশাপাশি তিনি জানান, কলকাতাকে লন্ডন বানানোর ভুয়ো স্বপ্ন দেখানোর পরিবর্তে পুরানো কলকাতা ফিরিয়ে নিয়ে আসার দাবি নিয়েই ভোট চাইবে কংগ্রেস৷

Last Updated : Dec 10, 2021, 9:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.