ETV Bharat / city

Adhir Ranjan Chowdhury: পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতে মমতাকে চিঠি অধীরের - BJP

কংগ্রেসশাসিত রাজস্থান এবং পঞ্জাবে পেট্রল-ডিজেলের উপর থেকে যুক্তমূল্য কর কমানো হয়েছে । যদিও বাংলার তৃণমূল সরকার এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত দেয়নি । তা নিয়েই আপত্তি তুলেছেন অধীর ।

adhir-ranjan-chowdhury-urges-mamata-banerjee-to-reduce-vat-on-petrol-and-diesel
অধীররঞ্জন চৌধুরী ।
author img

By

Published : Nov 13, 2021, 4:29 PM IST

Updated : Nov 13, 2021, 5:10 PM IST

কলকাতা, 13 নভেম্বর: পঞ্জাব, রাজস্থানে পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কংগ্রেস সরকার । বাংলাকেও সেই পথে হাঁটতে হবে বলে দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এত দিন সরব হলেও, নিজের রাজ্যে মমতা মানুষকে রেহাই দিচ্ছেন না বলে চিঠিতে অভিযোগ করেছেন অধীর ।

শনিবার মমতা পাঠানো চিঠিতে অধীর লেখেন, ‘কংগ্রেসশাসিত রাজ্যগুলি পেট্রোপণ্যের মূল্যহ্রাস করতে উদ্যোগী হয়েছে ৷ যাতে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির ব্রজআঁটুনি থেকে একটু নিস্তার পান সাধারণ মানুষ...প্রকাশ্যে এনিয়ে আপনিও সরব হয়েছিলেন ৷ কিন্তু মূল্য নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেননি আপনি ৷ কংগ্রেসশাসিত রাজ্যগুলি দাম কমালে, বাংলা কেন সেই পথে হাঁটছে না ৷ বাংলার মানুষকে দুর্ভোগ পোহাতে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আপনার কাছে অনুরোধ, পেট্রোপণ্যের দাম নিম্নমুখী করতে পদক্ষেপ করুন ৷’

আরও পড়ুন: Dilip Ghosh : আর ফিল্মস্টার নয়, পৌরভোটে একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী চান দিলীপ

গত এক বছরের বেশি সময় ধরে লাগাতার পেট্রল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৷ তা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমায় কেন্দ্রীয় সরকার ৷ লিটার প্রতি পেট্রলের উপর থেকে 5 টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর থেকে 10 টাকা উৎপাদন শুল্ক কমিয়ে নেয় তারা ৷ দেখাদেখি বিজেপিশাসিত রাজ্যগুলিতেও পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানো হয় ৷

  • West Bengal Congress president Adhir Ranjan Chowdhury writes to CM Mamata Banerjee for the reduction in 'state taxes' on petroleum products in the state pic.twitter.com/O4S9g4ciif

    — ANI (@ANI) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁদের আক্রমণের মুখে পড়েই যে সরকার শুল্ক কমাতে বাধ্য হয়েছে, তা একবাক্যে মেনে নিলেও, 50 টাকা বাড়িয়ে 5 টাকা কমানো অর্থহীন বলে দাবি করেন বিরোধীরা ৷ যদিও কেন্দ্র এবং বিজেপির তরফে বিরোধীশাসিত রাজ্যগুলিতেও দাম কমানোর দাবি তোলা হয় ৷

আরও পড়ুন: Open Manhole Death : খোলা ম্যানহোলে পড়ে অটোচালকের মৃত্যু

তার জেরে সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, 29 জানুয়ারি থেকেই লিটার প্রতি পেট্রলের উপর থেকে 3 টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর থেকে 3 টাকা 80 পয়সা ভ্যাট কম নিচ্ছে তাঁর সরকার ৷ খুব শীঘ্র তা আরও কমানো হবে ৷ পঞ্জাবে আগেই তা কমানো হয়েছিল ৷

তবে বাংলার তৃণমূল সরকার এখনও পর্যন্ত ভ্যাট কমানোর কোনও ইঙ্গিত দেয়নি ৷ বরং দলের মুখপাত্র তথা রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, আগে কেন্দ্র এবং রাজ্যের কর কাঠামো সমান করতে হবে সরকারকে ৷

কলকাতা, 13 নভেম্বর: পঞ্জাব, রাজস্থানে পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কংগ্রেস সরকার । বাংলাকেও সেই পথে হাঁটতে হবে বলে দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এত দিন সরব হলেও, নিজের রাজ্যে মমতা মানুষকে রেহাই দিচ্ছেন না বলে চিঠিতে অভিযোগ করেছেন অধীর ।

শনিবার মমতা পাঠানো চিঠিতে অধীর লেখেন, ‘কংগ্রেসশাসিত রাজ্যগুলি পেট্রোপণ্যের মূল্যহ্রাস করতে উদ্যোগী হয়েছে ৷ যাতে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির ব্রজআঁটুনি থেকে একটু নিস্তার পান সাধারণ মানুষ...প্রকাশ্যে এনিয়ে আপনিও সরব হয়েছিলেন ৷ কিন্তু মূল্য নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেননি আপনি ৷ কংগ্রেসশাসিত রাজ্যগুলি দাম কমালে, বাংলা কেন সেই পথে হাঁটছে না ৷ বাংলার মানুষকে দুর্ভোগ পোহাতে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আপনার কাছে অনুরোধ, পেট্রোপণ্যের দাম নিম্নমুখী করতে পদক্ষেপ করুন ৷’

আরও পড়ুন: Dilip Ghosh : আর ফিল্মস্টার নয়, পৌরভোটে একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী চান দিলীপ

গত এক বছরের বেশি সময় ধরে লাগাতার পেট্রল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৷ তা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক সামান্য কমায় কেন্দ্রীয় সরকার ৷ লিটার প্রতি পেট্রলের উপর থেকে 5 টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর থেকে 10 টাকা উৎপাদন শুল্ক কমিয়ে নেয় তারা ৷ দেখাদেখি বিজেপিশাসিত রাজ্যগুলিতেও পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানো হয় ৷

  • West Bengal Congress president Adhir Ranjan Chowdhury writes to CM Mamata Banerjee for the reduction in 'state taxes' on petroleum products in the state pic.twitter.com/O4S9g4ciif

    — ANI (@ANI) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁদের আক্রমণের মুখে পড়েই যে সরকার শুল্ক কমাতে বাধ্য হয়েছে, তা একবাক্যে মেনে নিলেও, 50 টাকা বাড়িয়ে 5 টাকা কমানো অর্থহীন বলে দাবি করেন বিরোধীরা ৷ যদিও কেন্দ্র এবং বিজেপির তরফে বিরোধীশাসিত রাজ্যগুলিতেও দাম কমানোর দাবি তোলা হয় ৷

আরও পড়ুন: Open Manhole Death : খোলা ম্যানহোলে পড়ে অটোচালকের মৃত্যু

তার জেরে সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, 29 জানুয়ারি থেকেই লিটার প্রতি পেট্রলের উপর থেকে 3 টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর থেকে 3 টাকা 80 পয়সা ভ্যাট কম নিচ্ছে তাঁর সরকার ৷ খুব শীঘ্র তা আরও কমানো হবে ৷ পঞ্জাবে আগেই তা কমানো হয়েছিল ৷

তবে বাংলার তৃণমূল সরকার এখনও পর্যন্ত ভ্যাট কমানোর কোনও ইঙ্গিত দেয়নি ৷ বরং দলের মুখপাত্র তথা রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, আগে কেন্দ্র এবং রাজ্যের কর কাঠামো সমান করতে হবে সরকারকে ৷

Last Updated : Nov 13, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.