কলকাতা, 24 জুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ইডি তলব করতেই কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস (Adhir slams Abhishek)। এমনকী তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে এই ইস্যুতেই কংগ্রেসকে কড়া আক্রমণ করা হয়েছিল । শুক্রবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury slams Abhishek Banerjee)। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি । বলেন, "রাহুল গান্ধিকে ইডি তলব করতেই অনেকে আম আর আমড়া এক করে ফেলছেন । কচু আর কয়লা, এক করবেন না ।"
ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি অভিযোগ মামলায় গত কয়েক দিনে 54 ঘণ্টারও বেশি ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে । সোনিয়া গান্ধিকেও তলব করেছে ইডি (ED interrogation)। এ বিষয়ে অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, রাহুলের ইডি তলবের সঙ্গে পশ্চিমবঙ্গের এক নেতার তুলনা করা হচ্ছে । যা কখনওই কাম্য নয় । কারণ বাংলার মানুষ জানে এখানে কয়লা, গরু সবকিছু পাচার হয়েছে, হয় । লুকোচুরির কোনও বিষয় নেই । আর একটা পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য কংগ্রেস সর্বত ভাবে চেষ্টা করে গিয়েছে । 10 বছরে 100 কিস্তিতে টাকা মিটিয়েছে । সেই বিষয়েই রাহুলকে তলব করেছে ইডি । তাই রাজ্যের এক নেতার দুর্নীতির সঙ্গে এই অভিযোগের ফারাক আছে । কখনওই আম আর আমড়া এক করে ফেলবেন না । কচু আর কয়লা এক করবেন না ।"
এ দিন এখানেই থামেননি অধীর । 2020 সালের আম্ফান দুর্নীতি মামলায় ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশের দাবি করেন তিনি । যাতে রাজ্যর মানুষ জানতে পারেন কতটা দুর্নীতি হয়েছে । অধীর বলেন, "আমার কাছে খবর আছে হাইকোর্টের নির্দেশ মতো খরচের হিসাব জমা পড়েছে নির্দিষ্ট জায়গায় । সেই রিপোর্ট প্রকাশের দাবি জানাচ্ছি ।" রাজ্য সরকার রিপোর্ট বিধানসভায় পেশ না করলে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অধীর ।