ETV Bharat / city

Coal Smuggling Case কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জ্ঞানবন্ত সিংয়ের - কয়লাপাচার মামলা

কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জ্ঞানবন্ত সিংয়ের (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি ৷

ADG STF Gyanwant Singh
ADG STF Gyanwant Singh
author img

By

Published : Aug 22, 2022, 11:09 AM IST

কলকাতা, 22 অগস্ট: কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয় (Gyanwant Singh May Appear Before ED) ৷ এমনকি জ্ঞানবন্ত সিং দিল্লি গিয়েছেন কিনা, তাও জানা যায়নি ৷ এনিয়ে রাজ্যের এই আইপিএস অফিসারকে ফোন করা হলেও, তিনি উত্তর দেননি ৷

তবে, শুধু জ্ঞানবন্ত সিং নন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আরও 7 আইপিএস-কে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কয়লাপাচারের রমরমা চলাকালীন এরা সকলেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ ফলে, তাঁদের নজর এড়িয়ে কীভাবে কোটি কোটি টাকার কয়লাপাচার হল, তা জানতে চাইছে ইডি ৷ ইডির নজরে থাকা 8 আইপিএস আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত ছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন, কোটেশ্বর রাও, রাজীব কুমার এবং সুকেশ জৈন ৷

মূলত যে প্রশ্নগুলি ইডি জানতে চাইছে তা হল, তাঁরা গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন কীভাবে তাঁদের নজর এড়িয়ে কয়লাপাচার হল ? দায়িত্ববান পুলিশ আধিকারিক হয়েও কেন আইনি পদক্ষেপ নেননি তাঁরা ? কয়লাপাচার হচ্ছে, এই খবর তাঁরা কি জানতেন না ? এমন একাধিক প্রশ্ন রাজ্যের 8 আইপিএস আধিকারিকের জন্য তৈরি করে রেখেছে ইডি ৷ যেখানে আজ পালা রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের ৷ তবে, তিনি হাজিরা দিচ্ছেন কিনা, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

প্রসঙ্গত, কয়লাপাচার মামলা ছাড়াও,গরুপাচারকাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক সিবিআই এর নজরে রয়েছেন ৷ এই তালিকায় আইপিএস, প্রশাসনিক আধিকারিক, শুল্ক বিভাগ এবং বিএসএফ এর আধিকারিকরাও রয়েছেন বলে খবর ৷

কলকাতা, 22 অগস্ট: কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয় (Gyanwant Singh May Appear Before ED) ৷ এমনকি জ্ঞানবন্ত সিং দিল্লি গিয়েছেন কিনা, তাও জানা যায়নি ৷ এনিয়ে রাজ্যের এই আইপিএস অফিসারকে ফোন করা হলেও, তিনি উত্তর দেননি ৷

তবে, শুধু জ্ঞানবন্ত সিং নন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আরও 7 আইপিএস-কে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কয়লাপাচারের রমরমা চলাকালীন এরা সকলেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ ফলে, তাঁদের নজর এড়িয়ে কীভাবে কোটি কোটি টাকার কয়লাপাচার হল, তা জানতে চাইছে ইডি ৷ ইডির নজরে থাকা 8 আইপিএস আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত ছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন, কোটেশ্বর রাও, রাজীব কুমার এবং সুকেশ জৈন ৷

মূলত যে প্রশ্নগুলি ইডি জানতে চাইছে তা হল, তাঁরা গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন কীভাবে তাঁদের নজর এড়িয়ে কয়লাপাচার হল ? দায়িত্ববান পুলিশ আধিকারিক হয়েও কেন আইনি পদক্ষেপ নেননি তাঁরা ? কয়লাপাচার হচ্ছে, এই খবর তাঁরা কি জানতেন না ? এমন একাধিক প্রশ্ন রাজ্যের 8 আইপিএস আধিকারিকের জন্য তৈরি করে রেখেছে ইডি ৷ যেখানে আজ পালা রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের ৷ তবে, তিনি হাজিরা দিচ্ছেন কিনা, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

প্রসঙ্গত, কয়লাপাচার মামলা ছাড়াও,গরুপাচারকাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক সিবিআই এর নজরে রয়েছেন ৷ এই তালিকায় আইপিএস, প্রশাসনিক আধিকারিক, শুল্ক বিভাগ এবং বিএসএফ এর আধিকারিকরাও রয়েছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.