ETV Bharat / city

Coal Smuggling Case কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জ্ঞানবন্ত সিংয়ের

কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জ্ঞানবন্ত সিংয়ের (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি ৷

ADG STF Gyanwant Singh
ADG STF Gyanwant Singh
author img

By

Published : Aug 22, 2022, 11:09 AM IST

কলকাতা, 22 অগস্ট: কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয় (Gyanwant Singh May Appear Before ED) ৷ এমনকি জ্ঞানবন্ত সিং দিল্লি গিয়েছেন কিনা, তাও জানা যায়নি ৷ এনিয়ে রাজ্যের এই আইপিএস অফিসারকে ফোন করা হলেও, তিনি উত্তর দেননি ৷

তবে, শুধু জ্ঞানবন্ত সিং নন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আরও 7 আইপিএস-কে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কয়লাপাচারের রমরমা চলাকালীন এরা সকলেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ ফলে, তাঁদের নজর এড়িয়ে কীভাবে কোটি কোটি টাকার কয়লাপাচার হল, তা জানতে চাইছে ইডি ৷ ইডির নজরে থাকা 8 আইপিএস আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত ছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন, কোটেশ্বর রাও, রাজীব কুমার এবং সুকেশ জৈন ৷

মূলত যে প্রশ্নগুলি ইডি জানতে চাইছে তা হল, তাঁরা গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন কীভাবে তাঁদের নজর এড়িয়ে কয়লাপাচার হল ? দায়িত্ববান পুলিশ আধিকারিক হয়েও কেন আইনি পদক্ষেপ নেননি তাঁরা ? কয়লাপাচার হচ্ছে, এই খবর তাঁরা কি জানতেন না ? এমন একাধিক প্রশ্ন রাজ্যের 8 আইপিএস আধিকারিকের জন্য তৈরি করে রেখেছে ইডি ৷ যেখানে আজ পালা রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের ৷ তবে, তিনি হাজিরা দিচ্ছেন কিনা, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

প্রসঙ্গত, কয়লাপাচার মামলা ছাড়াও,গরুপাচারকাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক সিবিআই এর নজরে রয়েছেন ৷ এই তালিকায় আইপিএস, প্রশাসনিক আধিকারিক, শুল্ক বিভাগ এবং বিএসএফ এর আধিকারিকরাও রয়েছেন বলে খবর ৷

কলকাতা, 22 অগস্ট: কয়লাপাচার কাণ্ডে আজ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে তলব করা হয়েছে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে (ADG STF Gyanwant Singh) ৷ তবে, তিনি হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয় (Gyanwant Singh May Appear Before ED) ৷ এমনকি জ্ঞানবন্ত সিং দিল্লি গিয়েছেন কিনা, তাও জানা যায়নি ৷ এনিয়ে রাজ্যের এই আইপিএস অফিসারকে ফোন করা হলেও, তিনি উত্তর দেননি ৷

তবে, শুধু জ্ঞানবন্ত সিং নন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) রাজ্যের আরও 7 আইপিএস-কে দিল্লিতে তলব করেছে ইডি ৷ কয়লাপাচারের রমরমা চলাকালীন এরা সকলেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷ ফলে, তাঁদের নজর এড়িয়ে কীভাবে কোটি কোটি টাকার কয়লাপাচার হল, তা জানতে চাইছে ইডি ৷ ইডির নজরে থাকা 8 আইপিএস আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত ছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিকরা হলেন, কোটেশ্বর রাও, রাজীব কুমার এবং সুকেশ জৈন ৷

মূলত যে প্রশ্নগুলি ইডি জানতে চাইছে তা হল, তাঁরা গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন কীভাবে তাঁদের নজর এড়িয়ে কয়লাপাচার হল ? দায়িত্ববান পুলিশ আধিকারিক হয়েও কেন আইনি পদক্ষেপ নেননি তাঁরা ? কয়লাপাচার হচ্ছে, এই খবর তাঁরা কি জানতেন না ? এমন একাধিক প্রশ্ন রাজ্যের 8 আইপিএস আধিকারিকের জন্য তৈরি করে রেখেছে ইডি ৷ যেখানে আজ পালা রাজ্য পুলিশের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংয়ের ৷ তবে, তিনি হাজিরা দিচ্ছেন কিনা, তা জানা যায়নি ৷

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর

প্রসঙ্গত, কয়লাপাচার মামলা ছাড়াও,গরুপাচারকাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক সিবিআই এর নজরে রয়েছেন ৷ এই তালিকায় আইপিএস, প্রশাসনিক আধিকারিক, শুল্ক বিভাগ এবং বিএসএফ এর আধিকারিকরাও রয়েছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.