ETV Bharat / city

যাত্রী সুবিধার্থে বাড়ল মেট্রোর সংখ্যা, সোমবার থেকে মিলবে পরিষেবা - সোমবার থেকে মিলবে পরিষেবা

26 জুলাই থেকে অতিরিক্তি 12টি মেট্রো চলবে সারাদিনে । মোট 110টি আপ ও 110টি ডাউন মেট্রো চলবে ।

s
s
author img

By

Published : Jul 24, 2021, 6:24 PM IST

কলকাতা, 24 জুলাই : বিধিনিষেধে সংক্রমণ কমেছে ৷ ইতিমধ্যে 50 শতাংশ যাত্রী নিয়ে চালু হয়েছে মেট্রো পরিষেবা । যাত্রী সুবিধার্থে এবার ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আগামী সোমবার অর্থাৎ 26 জুলাই থেকে সারাদিনে 220 টি মেট্রো চলবে । আগে চলছিল 208 টি ৷ অর্থাৎ 26 জুলাই থেকে অতিরিক্তি 12টি মেট্রো চলবে সারাদিনে । এর মধ্যে 110টি আপ ও 110টি ডাউন ।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের ব্যস্ত সময় দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 6 মিনিটের । মোট 220টি ট্রেনের মধ্যে 150টি (75 আপ ও 75 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7 টা বেজে 30 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রোও ছাড়বে সকাল 7 টা বেজে 30 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে 7 টা বেজে 30 মিনিটে । অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে সন্ধে 7 বেজে 48 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 8 টায় । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত 8 টায় ।

আরও পড়ুন: আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, অগস্ট পর্যন্ত বাড়ল স্মার্ট কার্ডের মেয়াদ

শনিবার সারাদিনে চলবে 104টি মেট্রো ৷ এর মধ্যে 52টি আপ ও 52টি ডাউন । ওই দিন স্পেশাল মেট্রোও চলবে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই স্পোশাল পরিষেবা পাবেন । শনিবার সকাল 8 টা থেকে বেলা 11:30 টা পর্যন্ত, বিকেলে বেলা 3:30 টা থেকে সন্ধ্যে 7:30 টা পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো । রবিবার কোনও পরিষেবা থাকছে না । ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সূচির পরিবর্তন হয়নি ।

কলকাতা, 24 জুলাই : বিধিনিষেধে সংক্রমণ কমেছে ৷ ইতিমধ্যে 50 শতাংশ যাত্রী নিয়ে চালু হয়েছে মেট্রো পরিষেবা । যাত্রী সুবিধার্থে এবার ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আগামী সোমবার অর্থাৎ 26 জুলাই থেকে সারাদিনে 220 টি মেট্রো চলবে । আগে চলছিল 208 টি ৷ অর্থাৎ 26 জুলাই থেকে অতিরিক্তি 12টি মেট্রো চলবে সারাদিনে । এর মধ্যে 110টি আপ ও 110টি ডাউন ।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের ব্যস্ত সময় দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 6 মিনিটের । মোট 220টি ট্রেনের মধ্যে 150টি (75 আপ ও 75 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7 টা বেজে 30 মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রোও ছাড়বে সকাল 7 টা বেজে 30 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে 7 টা বেজে 30 মিনিটে । অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে সন্ধে 7 বেজে 48 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 8 টায় । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত 8 টায় ।

আরও পড়ুন: আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, অগস্ট পর্যন্ত বাড়ল স্মার্ট কার্ডের মেয়াদ

শনিবার সারাদিনে চলবে 104টি মেট্রো ৷ এর মধ্যে 52টি আপ ও 52টি ডাউন । ওই দিন স্পেশাল মেট্রোও চলবে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই স্পোশাল পরিষেবা পাবেন । শনিবার সকাল 8 টা থেকে বেলা 11:30 টা পর্যন্ত, বিকেলে বেলা 3:30 টা থেকে সন্ধ্যে 7:30 টা পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো । রবিবার কোনও পরিষেবা থাকছে না । ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সূচির পরিবর্তন হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.