ETV Bharat / city

সপরিবার করোনায় আক্রান্ত ইষ্টি কুটুমের 'বাহা' রনিতা দাস - কোভিড-19

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রনিতা দাস ও তাঁর বাবা-মা ৷ আর এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর মা ৷

Wb_kol_ronita covid_7209964
সপরিবার করোনায় আক্রান্ত অভিনেত্রী রনিতা দাস
author img

By

Published : May 10, 2021, 8:36 PM IST

Updated : May 10, 2021, 8:47 PM IST

কলকাতা, 10 মে : সপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রনিতা দাস ৷ রবিবারই জানা যায়, রনিতা ও তাঁর বাবা মা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে কোভিড পজিটিভ রিপোর্ট আসার পরও রনিতা হাসপাতালে ভর্তি হননি ৷ অবস্থা সঙ্কটজনক না হওয়ায় আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷ কিন্তু তাঁর বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর মা ৷

মূলত বাংলা সিরিয়ালের অভিনেত্রী হিসাবেই পরিচিত রনিতা দাস ৷ ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক তাঁকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় ৷ একেবারে বাঙালির অন্দর মহলে জায়গা করে নেন অভিনেত্রী ৷

পরবর্তীকালে ‘জলনূপুর’ ধারাবাহিকের অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান রনিতা ৷ সূত্রের খবর, রনিতার সপরিবার করোনায় আক্রান্ত হওয়ার পরই সৌপ্তিকের মায়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায় ৷ তবে সৌপ্তিক এখনও পর্যন্ত ভালোই আছেন ৷ তাঁর মায়ের চিকিৎসা শুরু হয়েছে ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল

এই খবরে চিন্তা বেড়েছে রনিতা ও সৌপ্তিকের অনুরাগীদের ৷ তবে তাঁদের আশা, দ্রুত সেরে উঠবেন রনিতা ও তাঁর বাবা-মা ৷ সুস্থ হয়ে উঠবেন সৌপ্তিকের মাও ৷ ভক্তদের সকলেই তাঁদের সুস্থতা প্রার্থনা করছেন ৷

কলকাতা, 10 মে : সপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রনিতা দাস ৷ রবিবারই জানা যায়, রনিতা ও তাঁর বাবা মা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে কোভিড পজিটিভ রিপোর্ট আসার পরও রনিতা হাসপাতালে ভর্তি হননি ৷ অবস্থা সঙ্কটজনক না হওয়ায় আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷ কিন্তু তাঁর বাবা-মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর মা ৷

মূলত বাংলা সিরিয়ালের অভিনেত্রী হিসাবেই পরিচিত রনিতা দাস ৷ ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক তাঁকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় ৷ একেবারে বাঙালির অন্দর মহলে জায়গা করে নেন অভিনেত্রী ৷

পরবর্তীকালে ‘জলনূপুর’ ধারাবাহিকের অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান রনিতা ৷ সূত্রের খবর, রনিতার সপরিবার করোনায় আক্রান্ত হওয়ার পরই সৌপ্তিকের মায়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায় ৷ তবে সৌপ্তিক এখনও পর্যন্ত ভালোই আছেন ৷ তাঁর মায়ের চিকিৎসা শুরু হয়েছে ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়, অবস্থা স্থিতিশীল

এই খবরে চিন্তা বেড়েছে রনিতা ও সৌপ্তিকের অনুরাগীদের ৷ তবে তাঁদের আশা, দ্রুত সেরে উঠবেন রনিতা ও তাঁর বাবা-মা ৷ সুস্থ হয়ে উঠবেন সৌপ্তিকের মাও ৷ ভক্তদের সকলেই তাঁদের সুস্থতা প্রার্থনা করছেন ৷

Last Updated : May 10, 2021, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.