ETV Bharat / city

Rituparna Remembers Tarun Majumdar: ইউ আর দ্য মাস্টার, তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আবেগী ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্ত

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার । সোমবার সকাল 11টা 20 মিনিটের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক (Tarun Majumdar Passes Away) । সুদূর বিদেশে বসে তরুণ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta Remembers Tarun Majumdar)৷ পরিচালকের তৈরি একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

Actor Rituparna Sengupta Remembers Tarun Majumdar
Rituparna Sengupta Remembers Tarun Majumdar
author img

By

Published : Jul 4, 2022, 3:23 PM IST

ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী

তরুণ মজুমদার নেই এই কথাটা ভাবতেও খুব কষ্ট হচ্ছে ৷ কারণ উনি ছিলেন একটা ইন্সটিটিউশন ৷ অনেক বড় মাপের কাজ তিনি দিয়ে গিয়েছেন আমাদের সবাইকে ৷ তাঁর কীর্তিতে, তাঁর সৃষ্টিতে, তাঁর মননে আমরা সমৃদ্ধ ৷ সারা ভারতীয় সিনেমাকে তিনি এক অন্য নিদর্শন দিয়ে গিয়েছেন (Rituparna Sengupta Remembers Tarun Majumdar)৷

সিনেমাকে নতুন ভাবে কীভাবে ডিসকভার করতে হয়, সম্পর্ককে নতুন নিরিখে দেখতে হয়, পারিবারিক গভীরতা কতটা, প্রেমকে কীভাবে স্পর্শ করতে হয় তা তিনি দেখিয়েছেন ৷ আমার মনে হয় ওনার মতো দৃষ্টিভঙ্গি খুব কম মানুষেরই আছে ৷ এক অসম্ভব দৃঢ়চেতার মানুষ এবং আমি অনেক কাছ থেকে ওনাকে দেখতে পেয়েছি ৷ আমি খুব প্রিভিলেজড এবং আমি খুব ব্লেসড যে তাঁর সঙ্গে আমার তিন তিনটে ছবি হয়েছে এবং প্রত্যেকটা ছবিই মানুষের মনের মধ্যে গভীর ছাপ ফেলে গিয়েছে ৷

আলো ছবিটি তো একটা নজির রেখে গিয়েছে বাংলা সিনেমাতে ৷ একটা অদ্ভুত ফুটপ্রিন্ট রেখে গিয়েছে ৷ আলো এক নতুন দিক সৃষ্টি করেছিল বাংলা সিনেমাতে এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ফিল্ম ৷ আজও অনেকে আমায় জিজ্ঞেস করে, আর একটা আলো হয় না ৷ তারপরে অসম্ভব সুন্দর অনেক অনেক শিল্পীদের নিয়ে বানিয়েছিলেন চাঁদের বাড়ি ৷ তার মধ্যে আমিও ছিলাম অন্যতম ৷

পারিবারিক বন্ধন এবং পারিবারিক প্রেম কীভাবে মূল্যায়ন করতে হয় তাঁর থেকে ভালো বোধহয় কেউ জানতেন না ৷ সঙ্গীত এবং সঙ্গীতের ব্যবহার কী অসাধারণ ভাবে তিনি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছেন ৷ রবি ঠাকুরের গানকে তাঁর ছবিগুলিতে যেন অন্য মাত্রা দিয়েছিলেন ৷ তারপরে তাঁর সঙ্গে কাজ করেছিলাম ভালোবাসার বাড়িতে ৷ ভালোবাসায় ভরা একটা সংসার তার ভেতরের গল্প, কী অসাধারণ ৷

তরুণ মজুমদারের স্মৃতিচারণায় ঋতুপর্ণা সেনগুপ্ত

তরুণ মজুমদারের অনেক অনেক ছবি আছে যেইগুলো আমার খুব প্রিয় ৷ যেরকম-দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পলাতক, গণদেবতা এবং অসংখ্য ছবি ৷ তিনি একজন অন্য মাপের পরিচালক ৷ কতরকম বিষয় নিয়ে তিনি কাজ করেছেন, কতরকম বিষয় তিনি সবাইকে দেখিয়েছেন ৷ আমি অন্তর থেকে দুঃখিত, মর্মাহত ৷ আজ অনেক দূরে আছি ৷ বিদেশে আছি তাই ছুটে যেতে পারলাম না ৷ কিন্তু আমার মন ছুটে গিয়েছে তাঁর কাছে ৷ তাঁকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিতে চাই এবং বলতে চাই, তুমি আবার ফিরে এসো, আবার অনেক কিছু সৃষ্টি করো ৷ ইউ আর আওয়ার প্রাইড ৷ ইউ আর দ্য মাস্টার ৷ তোমাকে প্রণাম ৷

আরও পড়ুন: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী

তরুণ মজুমদার নেই এই কথাটা ভাবতেও খুব কষ্ট হচ্ছে ৷ কারণ উনি ছিলেন একটা ইন্সটিটিউশন ৷ অনেক বড় মাপের কাজ তিনি দিয়ে গিয়েছেন আমাদের সবাইকে ৷ তাঁর কীর্তিতে, তাঁর সৃষ্টিতে, তাঁর মননে আমরা সমৃদ্ধ ৷ সারা ভারতীয় সিনেমাকে তিনি এক অন্য নিদর্শন দিয়ে গিয়েছেন (Rituparna Sengupta Remembers Tarun Majumdar)৷

সিনেমাকে নতুন ভাবে কীভাবে ডিসকভার করতে হয়, সম্পর্ককে নতুন নিরিখে দেখতে হয়, পারিবারিক গভীরতা কতটা, প্রেমকে কীভাবে স্পর্শ করতে হয় তা তিনি দেখিয়েছেন ৷ আমার মনে হয় ওনার মতো দৃষ্টিভঙ্গি খুব কম মানুষেরই আছে ৷ এক অসম্ভব দৃঢ়চেতার মানুষ এবং আমি অনেক কাছ থেকে ওনাকে দেখতে পেয়েছি ৷ আমি খুব প্রিভিলেজড এবং আমি খুব ব্লেসড যে তাঁর সঙ্গে আমার তিন তিনটে ছবি হয়েছে এবং প্রত্যেকটা ছবিই মানুষের মনের মধ্যে গভীর ছাপ ফেলে গিয়েছে ৷

আলো ছবিটি তো একটা নজির রেখে গিয়েছে বাংলা সিনেমাতে ৷ একটা অদ্ভুত ফুটপ্রিন্ট রেখে গিয়েছে ৷ আলো এক নতুন দিক সৃষ্টি করেছিল বাংলা সিনেমাতে এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ফিল্ম ৷ আজও অনেকে আমায় জিজ্ঞেস করে, আর একটা আলো হয় না ৷ তারপরে অসম্ভব সুন্দর অনেক অনেক শিল্পীদের নিয়ে বানিয়েছিলেন চাঁদের বাড়ি ৷ তার মধ্যে আমিও ছিলাম অন্যতম ৷

পারিবারিক বন্ধন এবং পারিবারিক প্রেম কীভাবে মূল্যায়ন করতে হয় তাঁর থেকে ভালো বোধহয় কেউ জানতেন না ৷ সঙ্গীত এবং সঙ্গীতের ব্যবহার কী অসাধারণ ভাবে তিনি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছেন ৷ রবি ঠাকুরের গানকে তাঁর ছবিগুলিতে যেন অন্য মাত্রা দিয়েছিলেন ৷ তারপরে তাঁর সঙ্গে কাজ করেছিলাম ভালোবাসার বাড়িতে ৷ ভালোবাসায় ভরা একটা সংসার তার ভেতরের গল্প, কী অসাধারণ ৷

তরুণ মজুমদারের স্মৃতিচারণায় ঋতুপর্ণা সেনগুপ্ত

তরুণ মজুমদারের অনেক অনেক ছবি আছে যেইগুলো আমার খুব প্রিয় ৷ যেরকম-দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, পলাতক, গণদেবতা এবং অসংখ্য ছবি ৷ তিনি একজন অন্য মাপের পরিচালক ৷ কতরকম বিষয় নিয়ে তিনি কাজ করেছেন, কতরকম বিষয় তিনি সবাইকে দেখিয়েছেন ৷ আমি অন্তর থেকে দুঃখিত, মর্মাহত ৷ আজ অনেক দূরে আছি ৷ বিদেশে আছি তাই ছুটে যেতে পারলাম না ৷ কিন্তু আমার মন ছুটে গিয়েছে তাঁর কাছে ৷ তাঁকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিতে চাই এবং বলতে চাই, তুমি আবার ফিরে এসো, আবার অনেক কিছু সৃষ্টি করো ৷ ইউ আর আওয়ার প্রাইড ৷ ইউ আর দ্য মাস্টার ৷ তোমাকে প্রণাম ৷

আরও পড়ুন: আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.