ETV Bharat / city

Web series : সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ' - সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ'

অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) ফের ব্যস্ত হবেন ওয়েব সিরিজ পরিচালনার কাজে ৷ তাঁর আগে ওয়েব সিরিজ 'শব্দজব্দ' সাফল্যের মুখ দেখার পর শুরু হতে চলেছে তাঁর দ্বিতীয় সিরিজ ৷

সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ'
সৌরভের সেকেন্ড ইনিংস, 'সাড়ে সাঁইত্রিশ'
author img

By

Published : Sep 18, 2021, 1:13 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : শুরু হল সৌরভের সেকেন্ড ইনিংস । ফের ওয়েব সিরিজের কাজে হাত দিতে চলেছেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) । বছর দুয়েক আগে মুক্তি পায় সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ 'শব্দজব্দ' । 'ইটি ব্র‍্যান্ড ইকুইটি স্পট অ্যাওয়ার্ডস 2020 (ET Brand Equity SPOTT Awards 2020)-তে 'মোস্ট পপুলার ওয়েব সিরিজ ইন রিজিওনাল ল্যাঙ্গোয়েজ' বিভাগে ব্রোঞ্জ জেতে 'শব্দজব্দ' । প্রশংসিত হয় নানা মহলেও ।

এবার ফের একটি ওয়েব সিরিজ বানাবেন সৌরভ । 'ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্স'-এর তরফে তৈরি হবে 'সাড়ে সাঁইত্রিশ' । পরিচালনায় সৌরভ চক্রবর্তীর পাশাপাশি শিল্প নির্দেশক হিসাবে কাজ করবেন ঈশিতা সরকার ।

গল্প আবর্তিত হয় অরাজকতায় ভরা সমাজকে কেন্দ্রে রেখে । ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এর ভূত-ভবিষ্যৎ উঠে আসবে গল্পে । বাকিটা চমক হিসাবেই থাক । বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহম মজুমদার, সোলাঙ্কি রায়, শতফ ফিগার, সোহিনী সেনগুপ্ত, চিত্রাঙ্গদা চক্রবর্তী, একাবলী খান্না, কিঞ্জল আনন্দ, শিলাজিৎ মজুমদার, কৌশিক কর, শোভন চক্রবর্তী ।

সৌরভ বলেন, "কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন, কেন সিরিজের নাম 'সাড়ে সাঁইত্রিশ' ? এটি আসলে 2037 সালকে নির্দেশ করে । যে বছরটা এখনও আসেনি । কিন্তু সেটা এমন একটা সময়, যা নিয়ে আমরা সবাই আশাবাদী । ব্যাঙ্গাত্মকভাবে আমরা দেখতে পাই, যে জিনিসগুলি নিয়ে যেভাবে আমরা স্বপ্ন দেখেছি তা ঠিকভাবে পরিণত হয়নি । গল্পটি মূলত একটি সামাজিক ব্যঙ্গ হিসাবে ধরতে পারেন' ।" খুব শীঘ্রই শুটিং শুরু হবে এই সিরিজের ।

আরও পড়ুন : Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

কলকাতা, 18 সেপ্টেম্বর : শুরু হল সৌরভের সেকেন্ড ইনিংস । ফের ওয়েব সিরিজের কাজে হাত দিতে চলেছেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) । বছর দুয়েক আগে মুক্তি পায় সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ 'শব্দজব্দ' । 'ইটি ব্র‍্যান্ড ইকুইটি স্পট অ্যাওয়ার্ডস 2020 (ET Brand Equity SPOTT Awards 2020)-তে 'মোস্ট পপুলার ওয়েব সিরিজ ইন রিজিওনাল ল্যাঙ্গোয়েজ' বিভাগে ব্রোঞ্জ জেতে 'শব্দজব্দ' । প্রশংসিত হয় নানা মহলেও ।

এবার ফের একটি ওয়েব সিরিজ বানাবেন সৌরভ । 'ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্স'-এর তরফে তৈরি হবে 'সাড়ে সাঁইত্রিশ' । পরিচালনায় সৌরভ চক্রবর্তীর পাশাপাশি শিল্প নির্দেশক হিসাবে কাজ করবেন ঈশিতা সরকার ।

গল্প আবর্তিত হয় অরাজকতায় ভরা সমাজকে কেন্দ্রে রেখে । ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এর ভূত-ভবিষ্যৎ উঠে আসবে গল্পে । বাকিটা চমক হিসাবেই থাক । বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহম মজুমদার, সোলাঙ্কি রায়, শতফ ফিগার, সোহিনী সেনগুপ্ত, চিত্রাঙ্গদা চক্রবর্তী, একাবলী খান্না, কিঞ্জল আনন্দ, শিলাজিৎ মজুমদার, কৌশিক কর, শোভন চক্রবর্তী ।

সৌরভ বলেন, "কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন, কেন সিরিজের নাম 'সাড়ে সাঁইত্রিশ' ? এটি আসলে 2037 সালকে নির্দেশ করে । যে বছরটা এখনও আসেনি । কিন্তু সেটা এমন একটা সময়, যা নিয়ে আমরা সবাই আশাবাদী । ব্যাঙ্গাত্মকভাবে আমরা দেখতে পাই, যে জিনিসগুলি নিয়ে যেভাবে আমরা স্বপ্ন দেখেছি তা ঠিকভাবে পরিণত হয়নি । গল্পটি মূলত একটি সামাজিক ব্যঙ্গ হিসাবে ধরতে পারেন' ।" খুব শীঘ্রই শুটিং শুরু হবে এই সিরিজের ।

আরও পড়ুন : Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.