ETV Bharat / city

Anirban Bhattacharya : করোনা আক্রান্ত অনির্বাণ, বাড়িতেই আইসোলেশনে আছেন টলিউডের খোকা - বাড়িতেই আইসোলেশনে আছেন টলিউডের খোকা

করোনা আক্রান্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

Anirban Bhattacharya
করোনা আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য
author img

By

Published : Oct 21, 2021, 7:22 PM IST

Updated : Oct 21, 2021, 7:53 PM IST

কলকাতা, 21 অক্টোবর : পুজোর আমেজ মিটতে না মিটতেই করোনা থাবা ফের শক্তিশালী হয়ে উঠেছে । রেহাই পেলেন না অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya) । গত আটদিন নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি ।

গত আটদিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন টলিউডের ব্যস্ত অভিনেতা । এখন অবশ্য অনেকটাই ভাল আছেন তিনি । 10 অক্টোবর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'গোলন্দাজ' । ছবিতে অনির্বাণের চরিত্রের নাম ভার্গব । ছবির প্রিমিয়ারেও গিয়েছিলেন তিনি । তারপরই নাকি অসুস্থ হন অভিনেতা ৷ এরপর কোভিড টেস্ট করালে পরীক্ষার ফল পজিটিভ আসে । শরীরে বিশেষ উপসর্গ নেই অভিনেতার । বাড়ির অন্য সদস্যরা করোনামুক্ত রয়েছেন ।

একাধিক সিনেমা ও সিরিজ আছে অনির্বাণের কাজের ঝুলিতে । ধীরে ধীরে আসবে সেগুলি । 4 নভেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে আসছে ব্যোমকেশ সিরিজের নয়া এপিসোড । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'চোরাবালি' কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে এবারের এপিসোডগুলি ।

ওদিকে মুক্তির অপেক্ষায় 'মন্দার'। বলিউডে পাড়ি দিচ্ছেন রানি মুখোপাধ্যায়ের হাত ধরে । 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে রানির পাশে দেখা যাবে তাঁকে । শেষ হয়েছে সেই ছবির শুটিং । অপেক্ষা মুক্তির ।

আরও পড়ুন : Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

কলকাতা, 21 অক্টোবর : পুজোর আমেজ মিটতে না মিটতেই করোনা থাবা ফের শক্তিশালী হয়ে উঠেছে । রেহাই পেলেন না অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya) । গত আটদিন নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি ।

গত আটদিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন টলিউডের ব্যস্ত অভিনেতা । এখন অবশ্য অনেকটাই ভাল আছেন তিনি । 10 অক্টোবর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'গোলন্দাজ' । ছবিতে অনির্বাণের চরিত্রের নাম ভার্গব । ছবির প্রিমিয়ারেও গিয়েছিলেন তিনি । তারপরই নাকি অসুস্থ হন অভিনেতা ৷ এরপর কোভিড টেস্ট করালে পরীক্ষার ফল পজিটিভ আসে । শরীরে বিশেষ উপসর্গ নেই অভিনেতার । বাড়ির অন্য সদস্যরা করোনামুক্ত রয়েছেন ।

একাধিক সিনেমা ও সিরিজ আছে অনির্বাণের কাজের ঝুলিতে । ধীরে ধীরে আসবে সেগুলি । 4 নভেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে আসছে ব্যোমকেশ সিরিজের নয়া এপিসোড । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'চোরাবালি' কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে এবারের এপিসোডগুলি ।

ওদিকে মুক্তির অপেক্ষায় 'মন্দার'। বলিউডে পাড়ি দিচ্ছেন রানি মুখোপাধ্যায়ের হাত ধরে । 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে রানির পাশে দেখা যাবে তাঁকে । শেষ হয়েছে সেই ছবির শুটিং । অপেক্ষা মুক্তির ।

আরও পড়ুন : Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

Last Updated : Oct 21, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.