ETV Bharat / city

যাদবপুরের বিশেষ সমাবর্তন স্থগিত সিদ্ধান্তে আচার্য 'না'

বিশ্বের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আচার্যের পদকে সম্মান করা হয় ৷ কিন্তু এখানে সেই সম্মান নষ্ট করা হচ্ছে ৷ বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

author img

By

Published : Dec 22, 2019, 6:19 PM IST

Updated : Dec 22, 2019, 7:06 PM IST

special conclave of Jadavpur University
রাজ্যপাল জগদীপ ধনকড়

কলকাতা, ২২ ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর বক্তব্য, "পাঁচটি সমাবর্তন বাতিল করার কারণে আমাকে পদক্ষেপ করতে হয়েছে । যা করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই করা হয়েছে ।"

প্রসঙ্গত, প্রতিবছর 24 ডিসেম্বর অনুষ্ঠিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান । এবছরও এই দিনটিতেই হওয়ার কথা ছিল ৷ কিন্তু আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই অজুহাতে সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে দেয় এক্সিকিউটিভ কাউন্সিল (EC) ।

EC-এর এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করেন আচার্য তথা রাজ্যপাল ৷ আর্চাযের অনুমতি ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিল নিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক চাপে পরে উপাচার্যকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ৷

আজ রাজ্যপাল জানান, বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তে তাঁর সমর্থন নেই ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বিশ্ব বিদ্যালয়ের আইন মেনেই সমাবর্তন অনুষ্ঠান পিছানোর সিদ্ধান্ত বাতিল করা হল । সিদ্ধান্ত উপাচার্যকে জানানো হয়েছে । পাঁচবার সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে । শিক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিলাম ।" অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নতুন বিধি নিয়ে রাজ্যপালের বক্তব্য, "শিক্ষা সচিবের মাধ্যমে আচার্যর সঙ্গে উপাচার্যের যোগাযোগ ব্যবস্থা যুক্তিপূর্ণ নয় ।"

আজ উত্তর 24 পরগনার বনহুগলিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, "অমি সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের কাছে আবেদন করছি, ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়ে নিজেদের কর্তব্য পালন করুন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করবেন না ৷ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ৷ বিশ্বের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আচার্যের পদকে সম্মান করা হয় ৷ কিন্তু এখানে সেই সম্মান নষ্ট করা হচ্ছে ৷"

কলকাতা, ২২ ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁর বক্তব্য, "পাঁচটি সমাবর্তন বাতিল করার কারণে আমাকে পদক্ষেপ করতে হয়েছে । যা করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই করা হয়েছে ।"

প্রসঙ্গত, প্রতিবছর 24 ডিসেম্বর অনুষ্ঠিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান । এবছরও এই দিনটিতেই হওয়ার কথা ছিল ৷ কিন্তু আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই অজুহাতে সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে দেয় এক্সিকিউটিভ কাউন্সিল (EC) ।

EC-এর এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করেন আচার্য তথা রাজ্যপাল ৷ আর্চাযের অনুমতি ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিল নিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক চাপে পরে উপাচার্যকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ৷

আজ রাজ্যপাল জানান, বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তে তাঁর সমর্থন নেই ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বিশ্ব বিদ্যালয়ের আইন মেনেই সমাবর্তন অনুষ্ঠান পিছানোর সিদ্ধান্ত বাতিল করা হল । সিদ্ধান্ত উপাচার্যকে জানানো হয়েছে । পাঁচবার সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে । শিক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিলাম ।" অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নতুন বিধি নিয়ে রাজ্যপালের বক্তব্য, "শিক্ষা সচিবের মাধ্যমে আচার্যর সঙ্গে উপাচার্যের যোগাযোগ ব্যবস্থা যুক্তিপূর্ণ নয় ।"

আজ উত্তর 24 পরগনার বনহুগলিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, "অমি সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের কাছে আবেদন করছি, ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়ে নিজেদের কর্তব্য পালন করুন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করবেন না ৷ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ৷ বিশ্বের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আচার্যের পদকে সম্মান করা হয় ৷ কিন্তু এখানে সেই সম্মান নষ্ট করা হচ্ছে ৷"

Intro:কলকাতা, ২২ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত বাতিল করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । তাঁর বক্তব্য, ৫ টি সমাবর্তন বাতিল করার কারণে আমাকে পদক্ষেপ নিতেই হয়েছে । যা করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই করা হয়েছে ।


Body:আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল সমাবর্তন অনুষ্ঠান । আইনশৃঙ্খলা জনিত কারণ দেখিয়ে অনুষ্ঠান পিছিয়ে দেয় ইসি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি প্রশ্ন তোলেন, কেনও তাঁকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ সমাবর্তন অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত বাতিল করলেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বিশ্ব বিদ্যালয়ের আইন মেনেই সমাবর্তন অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত বাতিল করা হল। সিদ্ধান্ত উপাচার্যকে জানানো হয়েছে । ৫ বার সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে । শিক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিলাম।" অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নতুন বিধি নিয়ে রাজ্যপালের বক্তব্য, "শিক্ষা সচিবের মাধ্যমে আচার্যর সঙ্গে উপাচার্যের যোগাযোগ ব্যবস্থা যুক্তিপূর্ণ নয়।"


Conclusion:
Last Updated : Dec 22, 2019, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.