ETV Bharat / city

অসমের বরপেটায় ধৃত খাগড়াগড় বিস্ফোরণের জঙ্গি - Today news one terrorist of khagragarh blast case arrested from Assam

গতরাতে অসম থেকে গ্রেপ্তার করা হয় খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্তকে ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷ 7 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

ছবি
author img

By

Published : Oct 17, 2019, 10:20 AM IST

Updated : Oct 17, 2019, 5:31 PM IST

কলকাতা, 17 অক্টোবর : এবার অসমে ধৃত পূর্ব বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত JMB (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গি । বরপেটা থেকে তাকে পাকড়াও করেছে অসম পুলিশ ৷

ধৃতের নাম আজ়হারউদ্দিন আহমেদ ওরফে আজ়হারউদ্দিন আলি ৷ গতরাতে তাকে বরপেটার রৌমারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দারা ৷ 2013 সালে সে JMB-তে যোগ দেয় ৷ অসম পুলিশ এবং NIA-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আজ়হারের নাম ছিল ৷ গোপনসূত্রে খবর পাওয়া যায় তেলাঙ্গানা থেকে অসম রওনা দিয়েছে সে ৷ সেই সূত্রেই নজর রাখা হচ্ছিল তার উপর ৷ ভবানীপুর থানার OC যোগাযোগ করেন বরপেটার SP রবীন কুমারের সঙ্গে ৷ রবীন কুমারের নেতৃত্বে আজ়হারকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে অসম পুলিশ ৷

আজ তাকে বাজালিতে বরপেটা ডিস্ট্রিক্ট এবং সেশন কোর্টে তোলা হয় ৷ আদালতে তাকে সাতদিনের পুলিশি হেপাজত দেওয়া হয় ৷

এর আগে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল JMB জঙ্গি শাহিদুর ইসলামকে ৷ সেও রৌমারির বাসিন্দা ছিল ৷ এছাড়াও JMB জঙ্গি কাশিমুদ্দিন ও আক্রম আলিকে এই গ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়েছিল ৷

আজহার আলির কথা প্রথম জানা যায় 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের সময়। গোয়েন্দাদের দাবি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন দেখভালের দায়িত্বে ছিল সে । একটা সময় তার সঙ্গে কওসরের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল। জামাতুল মুজাহিদিন প্রশিক্ষণপ্রাপ্ত সে । বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ আজ়হারউদ্দিনের আছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা । তাকে NIA হেপাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছে বলে খবর ।

কলকাতা, 17 অক্টোবর : এবার অসমে ধৃত পূর্ব বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত JMB (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গি । বরপেটা থেকে তাকে পাকড়াও করেছে অসম পুলিশ ৷

ধৃতের নাম আজ়হারউদ্দিন আহমেদ ওরফে আজ়হারউদ্দিন আলি ৷ গতরাতে তাকে বরপেটার রৌমারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দারা ৷ 2013 সালে সে JMB-তে যোগ দেয় ৷ অসম পুলিশ এবং NIA-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আজ়হারের নাম ছিল ৷ গোপনসূত্রে খবর পাওয়া যায় তেলাঙ্গানা থেকে অসম রওনা দিয়েছে সে ৷ সেই সূত্রেই নজর রাখা হচ্ছিল তার উপর ৷ ভবানীপুর থানার OC যোগাযোগ করেন বরপেটার SP রবীন কুমারের সঙ্গে ৷ রবীন কুমারের নেতৃত্বে আজ়হারকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে অসম পুলিশ ৷

আজ তাকে বাজালিতে বরপেটা ডিস্ট্রিক্ট এবং সেশন কোর্টে তোলা হয় ৷ আদালতে তাকে সাতদিনের পুলিশি হেপাজত দেওয়া হয় ৷

এর আগে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল JMB জঙ্গি শাহিদুর ইসলামকে ৷ সেও রৌমারির বাসিন্দা ছিল ৷ এছাড়াও JMB জঙ্গি কাশিমুদ্দিন ও আক্রম আলিকে এই গ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়েছিল ৷

আজহার আলির কথা প্রথম জানা যায় 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের সময়। গোয়েন্দাদের দাবি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন দেখভালের দায়িত্বে ছিল সে । একটা সময় তার সঙ্গে কওসরের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল। জামাতুল মুজাহিদিন প্রশিক্ষণপ্রাপ্ত সে । বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ আজ়হারউদ্দিনের আছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা । তাকে NIA হেপাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছে বলে খবর ।

Intro:কলকাতা,17 অক্টোবর: এবার অসম থেকে ধরা পরলো খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত। বরপেটা থেকে তাকে পাকড়াও করেছেন এনআইএ। সূত্রের খবর তেমনটাই। গতরাতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। আজ তাকে আদালতে তুলে তানজিদ রিমান্ডে কলকাতায় আনা হবে বলে NIA সূত্রের খবর।Body:বিস্তারিত আসছে...Conclusion:
Last Updated : Oct 17, 2019, 5:31 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.