কলকাতা, 17 অক্টোবর : এবার অসমে ধৃত পূর্ব বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত JMB (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গি । বরপেটা থেকে তাকে পাকড়াও করেছে অসম পুলিশ ৷
ধৃতের নাম আজ়হারউদ্দিন আহমেদ ওরফে আজ়হারউদ্দিন আলি ৷ গতরাতে তাকে বরপেটার রৌমারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দারা ৷ 2013 সালে সে JMB-তে যোগ দেয় ৷ অসম পুলিশ এবং NIA-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আজ়হারের নাম ছিল ৷ গোপনসূত্রে খবর পাওয়া যায় তেলাঙ্গানা থেকে অসম রওনা দিয়েছে সে ৷ সেই সূত্রেই নজর রাখা হচ্ছিল তার উপর ৷ ভবানীপুর থানার OC যোগাযোগ করেন বরপেটার SP রবীন কুমারের সঙ্গে ৷ রবীন কুমারের নেতৃত্বে আজ়হারকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে অসম পুলিশ ৷
আজ তাকে বাজালিতে বরপেটা ডিস্ট্রিক্ট এবং সেশন কোর্টে তোলা হয় ৷ আদালতে তাকে সাতদিনের পুলিশি হেপাজত দেওয়া হয় ৷
এর আগে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল JMB জঙ্গি শাহিদুর ইসলামকে ৷ সেও রৌমারির বাসিন্দা ছিল ৷ এছাড়াও JMB জঙ্গি কাশিমুদ্দিন ও আক্রম আলিকে এই গ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়েছিল ৷
আজহার আলির কথা প্রথম জানা যায় 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের সময়। গোয়েন্দাদের দাবি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন দেখভালের দায়িত্বে ছিল সে । একটা সময় তার সঙ্গে কওসরের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল। জামাতুল মুজাহিদিন প্রশিক্ষণপ্রাপ্ত সে । বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ আজ়হারউদ্দিনের আছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা । তাকে NIA হেপাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছে বলে খবর ।