ETV Bharat / city

Rape Case: মহিলা বাউল শিল্পীকে ধর্ষণে অভিযুক্তের পুলিশি হেফাজত - Rape Case

গত 12 জুলাই কলকাতা স্টেশন সংলগ্ন একটি নির্জন জায়গায় মহিলাকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে দীপু দৌলুই নামে এক ব্যক্তির বিরুদ্ধে(Rape Case) ।

Accused gets police custody in charge of raping Folk Singer
Chitpur Rape Case
author img

By

Published : Jul 16, 2022, 9:53 PM IST

কলকাতা, 16 জুলাই: উল্টোডাঙ্গায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে শনিবার শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ আদালত তাকে 22 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে(Accused gets police custody in charge of raping Folk Singer) । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চান ।

গত 12 জুলাই কলকাতা স্টেশন সংলগ্ন একটি নির্জন জায়গায় মহিলা বাউল শিল্পীকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে দীপু দৌলুই নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এরপরেই ওই মহিলা বাড়িতে সমস্ত বিষয়ে জানায় ৷ 14 জুলাই স্থানীয় উল্টোডাঙ্গা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে এক হাজার টাকা দিয়ে গোটা ঘটনা চেপে যেতে বলে ।

এরপর নির্যাতিতার পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ অভিযোগ উগরে দেওয়া হয় । সেই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে উল্টোডাঙ্গা থানার পুলিশ । পাশাপাশি তদন্ত নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন: হাজার টাকায় মিটমাটের প্রস্তাব, মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার ধর্ষিতা

ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় । নির্যাতিতা ওই বাউল শিল্পীর সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা ৷ ওই নির্যাতিতার সঙ্গে কথা বলে অভিযুক্তের একটি স্কেচ অংকন করেন তদন্তকারীরা । এরপরই গতকাল সন্ধ্যোয় ভিআইপি রোড সংলগ্ন একটি জায়গা থেকে দীপু দৌলুইকে গ্রেফতার করে পুলিশ।

কলকাতা, 16 জুলাই: উল্টোডাঙ্গায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে শনিবার শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ আদালত তাকে 22 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে(Accused gets police custody in charge of raping Folk Singer) । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চান ।

গত 12 জুলাই কলকাতা স্টেশন সংলগ্ন একটি নির্জন জায়গায় মহিলা বাউল শিল্পীকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে দীপু দৌলুই নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এরপরেই ওই মহিলা বাড়িতে সমস্ত বিষয়ে জানায় ৷ 14 জুলাই স্থানীয় উল্টোডাঙ্গা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে এক হাজার টাকা দিয়ে গোটা ঘটনা চেপে যেতে বলে ।

এরপর নির্যাতিতার পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ অভিযোগ উগরে দেওয়া হয় । সেই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে উল্টোডাঙ্গা থানার পুলিশ । পাশাপাশি তদন্ত নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন: হাজার টাকায় মিটমাটের প্রস্তাব, মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার ধর্ষিতা

ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় । নির্যাতিতা ওই বাউল শিল্পীর সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা ৷ ওই নির্যাতিতার সঙ্গে কথা বলে অভিযুক্তের একটি স্কেচ অংকন করেন তদন্তকারীরা । এরপরই গতকাল সন্ধ্যোয় ভিআইপি রোড সংলগ্ন একটি জায়গা থেকে দীপু দৌলুইকে গ্রেফতার করে পুলিশ।

For All Latest Updates

TAGGED:

Rape Case
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.