কলকাতা, 2 জানুয়ারি : খুন নয় ৷ টাল সামলাতে না পেরেই বর্ষবরণের রাতে আবাসনের ছাদ থেকে পড়ে গেছিলেন সুইটি সূত্রধর ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এটাই বলছে ৷ এদিকে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট বলছে, পড়ে যাওয়ার সময় প্রাণে বাঁচতে ছাদের পাঁচিল আঁকড়ে ধরতে চেয়েছিলেন তিনি ৷ আঁচড়ের দাগও পাওয়া গেছে পাঁচিলে ।
পুলিশ সূত্রে খবর, আবাসনের পার্টিতে মদ্যপানের ব্যবস্থা ছিল না ৷ পার্টিতে যাওয়ার আগেই তাঁরা অন্যত্র মদ্যপান করেন ৷ সেখানে পাঁচ পেগ হুইস্কি পান করেছিলেন ৷ আবাসনের পার্টিতে তাঁদের যাওয়ার কথা ছিল না ৷ পরে অন্যরা ডেকে নিয়ে যায় তাদের ৷ মত্ত অবস্থায় পৌঁছান দু'জনে ৷
প্রেম করে বিয়ে করায় সুইটিকে মানতে চাইছিল না কুন্তলের পরিবার ৷ বিয়ে নিয়ে সুইটির পরিবারেও সমস্যা ছিল ৷ ঘটনার দিন সুইটিকে কারও সঙ্গে ফোনে কথা বলতে ও কাঁদতে দেখেছিলেন আবাসিকরা ৷ আর তা দেখেই সুইটি ও কুন্তলকে পার্টিতে ডাকেন তাঁরা ৷ আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, ওই দম্পতি ছাদে পার্টিতেও মদ্যপান করতে চান ৷ কিন্তু পরিবারের সব সদস্যদের নিয়ে পার্টির আয়োজন হওয়ায় সেখানে মদ্যপানের ব্যবস্থা ছিল না । তখন কুন্তল নিজেই ঘর থেকে একটি মদের বোতল নিয়ে ছাদে আসেন । পরে ছাদে বসে মদ পান করেন দু'জনে । ককটেল হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই একেবারে মত্ত হয়ে যান কুন্তল । নেশাগ্রস্ত অবস্থায় প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন । তখন পার্টিতে উপস্থিত অন্যরা কুন্তলকে তাঁর ঘরে দিয়ে আসেন । পরে বন্ধ হয়ে যায় পার্টি । যে যার নিজেদের ঘরে চলে যান । কিন্তু সুইটি ছাদ থেকে নামেননি ৷ তদন্তকারীদের তাঁরা জানিয়েছেন, রাত দু'টোর মধ্যে তাঁরা যে যার বাড়ি চলে যান । রাত আড়াইটে নাগাদ ওই আবাসনের পাশের একটি বহুতলের বাসিন্দারা হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় । তারা ফোন করেন 100 নম্বরে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে ফিরে যায় ।
পরের দিন সকাল 11 টা নাগাদ ঘুম ভাঙে কুন্তলের । স্ত্রীকে দেখতে না পেয়ে তিনি যাদবপুর থানায় খবর দেন । জানান, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না । এরই মধ্যে দু'টি আবাসনের মাঝের সরু গলিতে সুইটির মৃতদেহ কাত হয়ে পড়ে থাকতে দেখা যায় । প্রত্যক্ষদর্শীরা ফোন করে থানায় খবর দেন । লালবাজার সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি দুর্ঘটনায় মৃত্যু । তবে তদন্ত চলছে । ইতিমধ্যেই পোদ্দারনগরে পৌঁছায় গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং ফরেনসিক দল । তারা ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করে ।