ETV Bharat / city

বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত যুবতি - কসবা থানা

ডিভাইডারে তীব্র গতিতে ধাক্কা মারে বাইক ৷ রাস্তায় ছিটকে পড়েন চালক ও আরোহী যুবতি ৷ পুলিশ দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মৃত যুবতি ৷

accident-on-em-bypass
দুর্ঘটনা
author img

By

Published : Jan 28, 2020, 2:51 PM IST

Updated : Jan 28, 2020, 3:30 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবতির। দ্রুতগতিতে আসা বাইকটি ধাক্কা মারে ডিভাইডারে ৷ ছিটকে পড়েন চালক ও আরোহী যুবতি । দু'জনেই গুরুতর আহত হন ৷ পথচলতি মানুষ উদ্ধারের চেষ্টা করলেও ইতিমধ্যে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ আসে । খবর যায় কসবা থানাতেও।

পুলিশ দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা যুবতিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বাইপাসের একটি রেস্তরাঁর কাছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ । বাইক চালাচ্ছিলেন শুভম প্রতাপ সিং (23) । শুভমের বাড়ি সোনারপুরের মিশনপল্লি রোড এলাকায় । মৃতার নাম রোজি ডিক্রুজ (22) । এই বাইক আরোহীর বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের চিকন পাড়ায়।

হাসপাতাল সূত্রে খবর, মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন শুভমপ্রতাপ সিং। তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে পুলিশ খতিয়ে দেখছে, শুভম মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন কি না।

কলকাতা, 28 জানুয়ারি: বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবতির। দ্রুতগতিতে আসা বাইকটি ধাক্কা মারে ডিভাইডারে ৷ ছিটকে পড়েন চালক ও আরোহী যুবতি । দু'জনেই গুরুতর আহত হন ৷ পথচলতি মানুষ উদ্ধারের চেষ্টা করলেও ইতিমধ্যে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ আসে । খবর যায় কসবা থানাতেও।

পুলিশ দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা যুবতিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বাইপাসের একটি রেস্তরাঁর কাছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ । বাইক চালাচ্ছিলেন শুভম প্রতাপ সিং (23) । শুভমের বাড়ি সোনারপুরের মিশনপল্লি রোড এলাকায় । মৃতার নাম রোজি ডিক্রুজ (22) । এই বাইক আরোহীর বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের চিকন পাড়ায়।

হাসপাতাল সূত্রে খবর, মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন শুভমপ্রতাপ সিং। তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে পুলিশ খতিয়ে দেখছে, শুভম মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন কি না।

Intro:কলকাতা, 28 জানুয়ারি: বাইপাসে ফের দুর্ঘটনা। প্রচন্ড গতিতে একটি বাইক ধাক্কা মারলো ডিভাইডারে। ঘটনায় ছিটকে পড়েন বাইক আরোহী এবং চালক। কিছুক্ষণ পরে পথচলতি মানুষ তাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ। খবর যায় কসবা থানায়। ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালককের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে।



Body:পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে চারটে নাগাদ। বাইপাসের আর্সেনাল রেস্টুরেন্টের কাছে ওই বাইক ধাক্কা মারে ডিভাইডারে। বাইকটি চালাচ্ছিলেন শুভম প্রতাপ সিং। তার বয়স 23 বছর। বাড়ি সোনারপুরের মিশন পল্লী রোডের ছায়া আপার্টমেন্টে। ভাইকে আরোহী ছিলেন রোজি ডিক্রুজ। তার বয়স 22 বছর। বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের চিকন পাড়া এলাকায়। তাদের পোষাক আশাক দেখে মনে হচ্ছিল কোন পার্টি সেরে ফিরছিলেন তারা।


Conclusion:হাসপাতাল সূত্রে খবর, মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন শুভম প্রতাপ। তার চিকিৎসা চলছে। পুলিশ খতিয়ে দেখছে, শুভম মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন কিনা।
Last Updated : Jan 28, 2020, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.