ETV Bharat / city

রাতের মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত 1, প্রশ্নে পুলিশের ভুমিকা - ma flyover

মা ফ্লাইওভারে আবার দুর্ঘটনা ৷ রাতের কলকাতায় মা ফ্লাইওভারে বাইক চালানো নিষেধ ৷ ফ্লাইওভারের দুদিকেই থাকে পুলিশের নাকা চেকিং ৷ এই নাকা চেকিং আদৌ ছিল কি-না সেই নিয়ে প্রশ্ন উঠছে ৷

ma flyover
রাতের মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা
author img

By

Published : Sep 5, 2020, 5:40 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: রাতে মা ফ্লাইওভারে বাইক নিয়ে ওঠা নিষিদ্ধ। বিষয়টি নিয়ে নজরদারি চালানোর কথা পুলিশের। কিন্তু সেই নজরদারি আদৌ চালানো হচ্ছে তো? উঠে গেল এমনই প্রশ্ন। কারণ, ভোর রাতে ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক আরোহীর। পুলিশি নজরদারি ঠিকঠাক থাকলে, এই দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করা হচ্ছে।


ঘটনা শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটে। মা ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। বাইকে ছিলেন 23 বছরের অসীম মন্ডল এবং 26 বছরের তারক সর্দার। বাইক চালাচ্ছিলেন কুলতলির বাসিন্দা তারক। তার মাথায় হেলমেট ছিল না। হঠাৎ এই বাইকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়ির। বাইক আরোহী অসীম মণ্ডল ছিটকে পড়েন। অসীমের বাড়ি সোনারপুরে সুভাষ পল্লীতে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তারকের চিকিৎসা চলছে।



কিন্তু রাতের মহানগরে মা ফ্লাইওভারে বাইক উঠল কিভাবে? সাধারণভাবে ফ্লাইওভারের দুদিকেই পুলিশের নাকা চেকিং থাকার কথা। সেই চেকিং আদৌ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। চেকিং থাকলে তাদের নজর এড়িয়ে কিভাবে বাইক আরোহী ফ্লাইওভারে উপারে উঠলো? সেই প্রশ্নও উঠছে। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.