ETV Bharat / city

ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ - Left Union

অভিযোগ, SFI ও অতিবামপন্থী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নাকি ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারধর করে খালে ফেলে দেওয়া হবে ৷

ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ
author img

By

Published : Sep 23, 2019, 1:41 AM IST

Updated : Sep 23, 2019, 2:25 AM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ABVP-এর রাজ্য সহ-সম্পাদক সুরঞ্জন সরকারকে ফেসবুকে হুমকি । অভিযোগ, SFI ও অতিবামপন্থী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নাকি
ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারধর করে খালে ফেলে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, সুরঞ্জন সরকার JU-র ছাত্র ইউনিটের কনভেনর ।

যদিও এই ফেসবুকে হুমকি নিয়ে সুরঞ্জন দাসের ফেসবুক ওয়ালে বিভিন্ন মতামত দেখা গিয়েছে । যাদবপুর ইশুতে কেউ যেমন আক্রমণ করেছেন । কেউ আবার সুরঞ্জনের পাশে দাঁড়িয়েছে । তবে অভিযোগ, একাধিক হুমকি পোস্টে তাঁকে মারধরের কথা বলা হয়েছে ৷

image
ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ

এই বিষয়ে সুরঞ্জন সরকার জানিয়েছেন, "আমি কোনও হুমকিকেই ভয় পাই না । যারা ফেসবুক হুমকি দিচ্ছে । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"

কলকাতা, 23 সেপ্টেম্বর : ABVP-এর রাজ্য সহ-সম্পাদক সুরঞ্জন সরকারকে ফেসবুকে হুমকি । অভিযোগ, SFI ও অতিবামপন্থী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নাকি
ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারধর করে খালে ফেলে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, সুরঞ্জন সরকার JU-র ছাত্র ইউনিটের কনভেনর ।

যদিও এই ফেসবুকে হুমকি নিয়ে সুরঞ্জন দাসের ফেসবুক ওয়ালে বিভিন্ন মতামত দেখা গিয়েছে । যাদবপুর ইশুতে কেউ যেমন আক্রমণ করেছেন । কেউ আবার সুরঞ্জনের পাশে দাঁড়িয়েছে । তবে অভিযোগ, একাধিক হুমকি পোস্টে তাঁকে মারধরের কথা বলা হয়েছে ৷

image
ক্যাম্পাসে এলেই মারধর, বাম সংগঠনের বিরুদ্ধে হুমকির অভিযোগ

এই বিষয়ে সুরঞ্জন সরকার জানিয়েছেন, "আমি কোনও হুমকিকেই ভয় পাই না । যারা ফেসবুক হুমকি দিচ্ছে । তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"

Intro:
23-09-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: ABVP এর রাজ্যের সহ সম্পাদক সুরঞ্জন সরকারকে ফেসবুকে হুমকি। হুমকির অভিযোগ, SFI ও অতিবামপন্থি ছাত্রসংগঠ এর পক্ষ থেকে
ফেসবুক লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই সুরঞ্জন সরকারকে মারে খালে ফেলে দেওয়া হবে
সুরঞ্জন সরকার JU এর ছাত্র ইউনিট এর কনভেনর।


যদিও এই ফেসবুকে হুমকি নিয়ে সুরঞ্জন দাস এর ফেসবুক ওয়ালে বিভিন্ন মতামত দেখা গিয়েছে। যাদবপুর ইশুতে কেউ যেমন আক্রমণ করতে দেখা গিয়েছে। কেউ আবার সুরঞ্জন এর পাশে দাঁড়িয়েছে। তবে তার কাছে বেশী হুমকি পোষ্টই বেশী দেখা গিয়েছে।

এই বিষয়ে সুরঞ্জন সরকার জানিয়েছে, " আমি কোনও হুমকিকেই ভয় পাই না। যারা ফেসবুক হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনের দারস্থ্য হব"Body:কপিConclusion:
Last Updated : Sep 23, 2019, 2:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.