ETV Bharat / city

দলছুট ঠেকাতে মমতার নির্দেশে নিয়মিত তৃণমূল ভবনে সময় দেবেন অভিষেক-শুভেন্দু

দলের কাজে তৃণমূলের মূল কার্যালয়ে এবার থেকে পাওয়া যাবে অভিষেক, শুভেন্দু, রাজীবদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে কার্যালয়ে থাকবেন তাঁরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 1, 2019, 9:25 PM IST

কলকাতা, 1 জুন : এবার থেকে আরও বেশি করে সময় দিতে হবে দলকে । নিয়ম করে বসতে হবে তৃণমূল ভবনে । দেখতে হবে দলের বিভিন্ন বিষয় । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর নির্দেশ মেনে প্রতি শুক্রবার দলের প্রধান কার্যালয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক । সেখানেই প্রতি বুধবার বসবেন শুভেন্দু ও সোমবার করে বসবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

দলের খারাপ ফলের পরেরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডাকেন । কার্যত হারের কথা স্বীকার করে তিনি জানান, তিনি মানুষের জন্য বেশি কাজ করে ফেলেছেন । এবার থেকে দলের জন্য কাজ করবেন । তারপর একাধিক সাংগঠিক রদবদল হয় । কারও দায়িত্ব বাড়ে, কারও কমে । BJP যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন একের পর এক সিদ্ধান্ত নেন মমতা । এটিও তার মধ্যে অন্যতম । দলের জন্য কাজ করতে তাই এবার অভিষেক, শুভেন্দু, রাজীবের উপর ভরসা দেখালেন তিনি । দলের প্রধান কার্যালয় থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও জনসংযোগ তৈরির কাজ চালাবেন তৃণমূলের এই প্রথম সারির নেতারা ।

কলকাতা, 1 জুন : এবার থেকে আরও বেশি করে সময় দিতে হবে দলকে । নিয়ম করে বসতে হবে তৃণমূল ভবনে । দেখতে হবে দলের বিভিন্ন বিষয় । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর নির্দেশ মেনে প্রতি শুক্রবার দলের প্রধান কার্যালয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক । সেখানেই প্রতি বুধবার বসবেন শুভেন্দু ও সোমবার করে বসবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

দলের খারাপ ফলের পরেরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডাকেন । কার্যত হারের কথা স্বীকার করে তিনি জানান, তিনি মানুষের জন্য বেশি কাজ করে ফেলেছেন । এবার থেকে দলের জন্য কাজ করবেন । তারপর একাধিক সাংগঠিক রদবদল হয় । কারও দায়িত্ব বাড়ে, কারও কমে । BJP যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন একের পর এক সিদ্ধান্ত নেন মমতা । এটিও তার মধ্যে অন্যতম । দলের জন্য কাজ করতে তাই এবার অভিষেক, শুভেন্দু, রাজীবের উপর ভরসা দেখালেন তিনি । দলের প্রধান কার্যালয় থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও জনসংযোগ তৈরির কাজ চালাবেন তৃণমূলের এই প্রথম সারির নেতারা ।

Intro:কলকাতা, ১ মে: এবার থেকে আরও বেশি করে সময় দিতে হবে দলকে। নিয়ম মাফিক ভাবে তৃণমূল ভবনে বসেই চালাতে হবে দল । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীদের এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সেই নির্দেশ মেনে প্রতি শুক্রবার দলের প্রধান কার্যালয় তৃণমূল ভবনে বসার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক । শুভেন্দু অধিকারী বসবেন প্রতি বুধবার । এই তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও । রাজীব বসবেন সোমবার।


Body:ভোট বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন এবার থেকে তিনি দলকে সময় দেবেন বেশি। কথা অনুযায়ী চালিয়ে যাচ্ছেন কাজও । ২৩ মে ভোটের ফল ঘোষণার পর মাত্র এই কয়েকদিনে কালীঘাটের বাড়িতে পর পর ২ টো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন তিনি । অবস্থান-বিক্ষোভ করতে নৈহাটি গিয়েছেন তিনি । তবে শুধু একা নয়, দলীয় সংগঠন চালাতে অভিষেক, শুভেন্দু এবং রাজীবদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন মমতা । দলনেত্রীর নির্দেশ মেনে, এবার থেকে দল চালাতে প্রতি শুক্রবার তৃণমূল ভবনে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বুধবার বসবেন শুভেন্দু অধিকারী এবং প্রতি সোমবার ভবনে বসবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের প্রধান কার্যালয় থেকে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং জন সংযোগ তৈরির কাজ চালাবেন তৃণমূলের প্রথম সারির এই সব নেতারা ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.