ETV Bharat / city

Abhishek Banerjee's Assam visit: আপাতত মেঘালয় সফর বাতিল, বদলে 11 মে অসম যাচ্ছেন অভিষেক

আপাতত মেঘালয় সফর বাতিল (Meghalaya visit canceled) করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee's Assam visit)৷ তবে 11 মে অসম সফরে যাচ্ছেন তিনি (Assam TMC)৷

Abhishek Banerjee to visit Assam on 11 May, as of now cancels Meghalaya visit
আপাতত মেঘালয় সফর বাতিল, বদলে 11 মে অসম যাচ্ছেন অভিষেক
author img

By

Published : May 8, 2022, 1:49 PM IST

কলকাতা, 8 মে: বারবারই রাজ্যের শাসক দল অভিযোগ করেছে তাদের দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল । তবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে যে দমিয়ে রাখা যাবে না, সেটাই বুঝিয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এ বার বিজেপি শাসিত অসমে গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরি হচ্ছে তৃণমূল ।

একদিকে যখন কয়লা কাণ্ডে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে সিবিআই, ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগঠনকে শক্তিশালী করতে অসম যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's Assam visit)। সদ্যসমাপ্ত অসমের বিধানসভা নির্বাচনে লড়াই করেনি তৃণমূল কংগ্রেস ৷ তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে হাতে সময় রয়েছে । এই সময়কে কাজে লাগিয়ে সেখানে একদম তৃণমূল স্তর থেকে দলীয় সংগঠন গড়ার পক্ষপাতী ঘাস-ফুল । আর সে কারণেই একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক ।

দলীয় সূত্রে খবর, আপাতত মেঘালয়ে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Meghalaya visit canceled)। তার বদলে 11 মে গুয়াহাটি যাচ্ছেন অভিষেক । তাঁর কর্মসূচি সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে, এক দিনের এই সফরে অসম গিয়ে অসমের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব-দের সঙ্গে বৈঠক করবেন তিনি । ওই রাজ্যে তৃণমূলের সংগঠন শক্তিশালী করার বিষয়ে কী কী করা যায়, মূলত সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে ।

আরও পড়ুন: Rujira Banerjee Warrant : অভিষেকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারির পরোয়ানার নির্দেশ দিল্লি কোর্টের

প্রসঙ্গত শুধু অসম নয়, এই মুহূর্তে গোটা উত্তর-পূর্বে কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি । তাদের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস চাইছে বিরোধীদের জন্য তৈরি হওয়া ভ্যাকুয়াম পূরণ করতে । রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের কথায়, "অসমে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে । আমরা শিগগিরই দলের রাজ্য অফিস খোলার চেষ্টা করছি । বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন । দলে তাঁদের নাম নিয়ে বিবেচনা চলছে । মনে করা হচ্ছে, নতুন রাজ্য অফিস চালু হয়ে যাওয়ার পর একে একে তাঁদের যোগদান করানো হবে ।"

এ দিকে মেঘালয়ে আপাতত যাবতীয় সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মানস ভুঁইয়া । তিনি মুকুল সাংমার সঙ্গে আলোচনা করে দলের সঙ্গে সংযোগ রক্ষায় কাজ করছেন । এই মুহূর্তে সেখানে জোরকদমে সংগঠন বিস্তারের কাজ চলছে । আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় না গেলেও, আগামী দিনে তিনি এবং দলনেত্রী উভয়েই সেখানে যাবেন । আসলে তৃণমূল কংগ্রেস চাইছে এই মুহূর্তে উত্তর পূর্বে কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে নিজেদের জন্য একটি স্থায়ী জায়গা করতে । এখন দেখার আগামীতে এই উদ্যোগ কতটা সফল হয় ।

কলকাতা, 8 মে: বারবারই রাজ্যের শাসক দল অভিযোগ করেছে তাদের দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল । তবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে যে দমিয়ে রাখা যাবে না, সেটাই বুঝিয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । এ বার বিজেপি শাসিত অসমে গেরুয়া শিবিরকে টক্কর দিতে তৈরি হচ্ছে তৃণমূল ।

একদিকে যখন কয়লা কাণ্ডে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে সিবিআই, ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগঠনকে শক্তিশালী করতে অসম যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee's Assam visit)। সদ্যসমাপ্ত অসমের বিধানসভা নির্বাচনে লড়াই করেনি তৃণমূল কংগ্রেস ৷ তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে হাতে সময় রয়েছে । এই সময়কে কাজে লাগিয়ে সেখানে একদম তৃণমূল স্তর থেকে দলীয় সংগঠন গড়ার পক্ষপাতী ঘাস-ফুল । আর সে কারণেই একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক ।

দলীয় সূত্রে খবর, আপাতত মেঘালয়ে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Meghalaya visit canceled)। তার বদলে 11 মে গুয়াহাটি যাচ্ছেন অভিষেক । তাঁর কর্মসূচি সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে, এক দিনের এই সফরে অসম গিয়ে অসমের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব-দের সঙ্গে বৈঠক করবেন তিনি । ওই রাজ্যে তৃণমূলের সংগঠন শক্তিশালী করার বিষয়ে কী কী করা যায়, মূলত সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে ।

আরও পড়ুন: Rujira Banerjee Warrant : অভিষেকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারির পরোয়ানার নির্দেশ দিল্লি কোর্টের

প্রসঙ্গত শুধু অসম নয়, এই মুহূর্তে গোটা উত্তর-পূর্বে কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি । তাদের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস চাইছে বিরোধীদের জন্য তৈরি হওয়া ভ্যাকুয়াম পূরণ করতে । রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের কথায়, "অসমে তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে । আমরা শিগগিরই দলের রাজ্য অফিস খোলার চেষ্টা করছি । বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন । দলে তাঁদের নাম নিয়ে বিবেচনা চলছে । মনে করা হচ্ছে, নতুন রাজ্য অফিস চালু হয়ে যাওয়ার পর একে একে তাঁদের যোগদান করানো হবে ।"

এ দিকে মেঘালয়ে আপাতত যাবতীয় সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনা করছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মানস ভুঁইয়া । তিনি মুকুল সাংমার সঙ্গে আলোচনা করে দলের সঙ্গে সংযোগ রক্ষায় কাজ করছেন । এই মুহূর্তে সেখানে জোরকদমে সংগঠন বিস্তারের কাজ চলছে । আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় না গেলেও, আগামী দিনে তিনি এবং দলনেত্রী উভয়েই সেখানে যাবেন । আসলে তৃণমূল কংগ্রেস চাইছে এই মুহূর্তে উত্তর পূর্বে কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে নিজেদের জন্য একটি স্থায়ী জায়গা করতে । এখন দেখার আগামীতে এই উদ্যোগ কতটা সফল হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.