ETV Bharat / city

আপনি কি শুধু ফোটো তুলতে এখানে এসেছেন, অমিত শাহকে টুইট-কটাক্ষ অভিষেকের - বাগুইহাটি

বাগুইহাটিতে মতুয়া মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ তারপর সেখান থেকে মতুয়া সম্প্রদায়ের এক সদস্য়ের বাড়িতে গিয়ে মধ্য়াহ্নভোজ সারেন৷ তার আগে অবশ্য় কালীঘাটের মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ সেখানে মা ভবতারিণীর আরতি করেন তিনি ৷

abhishek_banerjee_takes_on_amit_shah_on_his_attitude_to_a_matua_family
তফসিলি জাতি, উপজাতিকে অমিত শাহ’র রাজনৈতিক হাতিয়ার : অভিষেক বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Nov 6, 2020, 8:05 PM IST

Updated : Nov 6, 2020, 9:19 PM IST

কলকাতা, 6 নভেম্বর : গতকালের পর আজ আবারও অমিত শাহকে নিশানা করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল যুব-র সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবার BJP কর্মী ও মতুয়া সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে মধ্য়াহ্নভোজে গিয়ে বাড়ির সদস্য়দের সঙ্গে কথা না বলার প্রসঙ্গ তুলে অমিত শাহকে কটাক্ষ করেন অভিষেক ৷

একটি সংবাদ মাধ্য়মে প্রকাশিত ছবি ও তার হেড লাইনের ফোটো নিজের টুইটারে পোস্ট করেন অভিষেক ৷ যার মূল বক্তব্য়, খেতে ব্য়স্ত অমিত শাহ বাড়ির সদস্য়দের সঙ্গে কথা বলার সময় পাননি ৷ যা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, অমিত শাহ জি-র টোকেন মিলের পিছনের আসল সত্য়তা ৷ তিনি তপশিলি জাতি এবং নির্দিষ্ট এই পরিবারটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্য়বহার করছেন ৷ এমনকী তাঁদের সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার প্রয়োজনবোধ করেন না তিনি ৷ এরপরেই অভিষেকের কটাক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়, আপনি কি শুধু ফোটো তুলতে এখানে এসেছেন ?

এদিন বাগুইহাটিতে মতুয়া মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ তারপর সেখান থেকে মতুয়া সম্প্রদায়ের এক সদস্য়ের বাড়িতে গিয়ে মধ্য়াহ্নভোজ সারেন৷ তার আগে অবশ্য় কালীঘাটের মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ সেখানে মা ভবতারিণীর আরতি করেন তিনি ৷ সবশেষে সল্টলেকে দলের রাজ্য় নেতৃত্বের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করেন অমিত শাহ ৷ যেখানে ভোটের সময় দলের সবস্তরের কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি ৷ সূত্রের খবর, সেখানে দলের শীর্ষ নেতৃত্বকে তিনি এও বার্তা দিয়েছেন, BJP-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে ভাবতে হবে না ৷ কিন্তু, ভোটের আগে BJP-র সংগঠনে যেন কোনও ফাঁক না থাকে ৷

কলকাতা, 6 নভেম্বর : গতকালের পর আজ আবারও অমিত শাহকে নিশানা করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল যুব-র সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবার BJP কর্মী ও মতুয়া সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে মধ্য়াহ্নভোজে গিয়ে বাড়ির সদস্য়দের সঙ্গে কথা না বলার প্রসঙ্গ তুলে অমিত শাহকে কটাক্ষ করেন অভিষেক ৷

একটি সংবাদ মাধ্য়মে প্রকাশিত ছবি ও তার হেড লাইনের ফোটো নিজের টুইটারে পোস্ট করেন অভিষেক ৷ যার মূল বক্তব্য়, খেতে ব্য়স্ত অমিত শাহ বাড়ির সদস্য়দের সঙ্গে কথা বলার সময় পাননি ৷ যা নিয়ে কটাক্ষ করে তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, অমিত শাহ জি-র টোকেন মিলের পিছনের আসল সত্য়তা ৷ তিনি তপশিলি জাতি এবং নির্দিষ্ট এই পরিবারটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্য়বহার করছেন ৷ এমনকী তাঁদের সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার প্রয়োজনবোধ করেন না তিনি ৷ এরপরেই অভিষেকের কটাক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়, আপনি কি শুধু ফোটো তুলতে এখানে এসেছেন ?

এদিন বাগুইহাটিতে মতুয়া মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ তারপর সেখান থেকে মতুয়া সম্প্রদায়ের এক সদস্য়ের বাড়িতে গিয়ে মধ্য়াহ্নভোজ সারেন৷ তার আগে অবশ্য় কালীঘাটের মন্দিরে পুজো দেন অমিত শাহ ৷ সেখানে মা ভবতারিণীর আরতি করেন তিনি ৷ সবশেষে সল্টলেকে দলের রাজ্য় নেতৃত্বের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করেন অমিত শাহ ৷ যেখানে ভোটের সময় দলের সবস্তরের কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি ৷ সূত্রের খবর, সেখানে দলের শীর্ষ নেতৃত্বকে তিনি এও বার্তা দিয়েছেন, BJP-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে ভাবতে হবে না ৷ কিন্তু, ভোটের আগে BJP-র সংগঠনে যেন কোনও ফাঁক না থাকে ৷

Last Updated : Nov 6, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.