ETV Bharat / city

"42-এ 42", আশাবাদী অভিষেক ; মোদির বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি - election

"যুব সমাজকে বলব সকলে গিয়ে ভোট দিন । নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ।" ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 19, 2019, 8:36 AM IST

Updated : May 19, 2019, 10:40 AM IST

কলকাতা, 19 মে : "প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ দেওয়া হয়েছে । 36 ঘণ্টার মধ্যে জবাব না পাওয়া গেলে মামলা করব ।" ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর আগে ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি । এর পরিপ্রেক্ষিতে গতকালই আইনি নোটিশ পাঠান অভিষেকের আইনজীবী ।

পরে অভিষেক বলেন, "যুব সমাজকে বলব সকলে গিয়ে ভোট দিন । নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন । পাঁচ বছর ধরে আপনারা খুশি না অখুশি তা ভোট যেন ভোট বাক্সে প্রতিফলিত হয় । সারাবছর আওয়াজ তুললাম আর ভোট দিলাম না তা যেন না হয় । গরম খুব, কষ্ট হবে । কিন্তু তাও বলব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন । ভোটদান প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে ।"

দেখুন ভিডিয়ো

ভোট কেমন হচ্ছে ? উত্তরে তিনি বলেন, "দেখতেই পাচ্ছেন চারিদিকে উৎসবের মেজাজে লোকজন ভোট দিতে আসছে । সুষ্ঠুভাবে লোকজন ভোট দিচ্ছে । আর সবশেষে বলব ? ওই 42-এ 42 ।"

কলকাতা, 19 মে : "প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ দেওয়া হয়েছে । 36 ঘণ্টার মধ্যে জবাব না পাওয়া গেলে মামলা করব ।" ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর আগে ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি । এর পরিপ্রেক্ষিতে গতকালই আইনি নোটিশ পাঠান অভিষেকের আইনজীবী ।

পরে অভিষেক বলেন, "যুব সমাজকে বলব সকলে গিয়ে ভোট দিন । নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন । পাঁচ বছর ধরে আপনারা খুশি না অখুশি তা ভোট যেন ভোট বাক্সে প্রতিফলিত হয় । সারাবছর আওয়াজ তুললাম আর ভোট দিলাম না তা যেন না হয় । গরম খুব, কষ্ট হবে । কিন্তু তাও বলব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন । ভোটদান প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে ।"

দেখুন ভিডিয়ো

ভোট কেমন হচ্ছে ? উত্তরে তিনি বলেন, "দেখতেই পাচ্ছেন চারিদিকে উৎসবের মেজাজে লোকজন ভোট দিতে আসছে । সুষ্ঠুভাবে লোকজন ভোট দিচ্ছে । আর সবশেষে বলব ? ওই 42-এ 42 ।"

Last Updated : May 19, 2019, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.