ETV Bharat / city

Abhishek speaks to Agitating SSC Students: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ বৈঠকে অভিষেক - TMC MP Abhishek Banerjee

টানা 500 দিন ধরে অবস্থান-বিক্ষোভ করছেন এসএসসির চাকরিপ্রার্থীরা (SSC Recruitment Scam) ৷ বৃহস্পতিবার আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বৈঠক করবেন বলে জানা গিয়েছে ৷

abhishek-banerjee-speaks-to-agitating-ssc-students-on-phone
Abhishek speaks to Agitating SSC Students: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা অভিষেকের, শুক্রবার বৈঠকের সম্ভাবনা
author img

By

Published : Jul 28, 2022, 5:24 PM IST

Updated : Jul 29, 2022, 10:10 AM IST

কলকাতা, 28 জুলাই : এসএসসির শিক্ষক নিয়োগের (SSC Recruitment Scam) ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটাতে এ বার উদ্যোগ নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে । নিয়োগ দুর্নীতি মামলায় এ বার হস্তক্ষেপ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । প্রায় 500 দিন হয়ে গিয়েছে যে চাকরিপ্রার্থীরা অনশন করছেন ৷ তাঁদের সঙ্গেই এ বার কথা বললেন অভিষেক ৷

তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আন্দোলনকারী ছাত্রনেতা শহিদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন । এবং আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে খবর ৷

এসএসসির আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান করছেন । শুধু প্রাথমিক নয়, উচ্চ প্রাথমিক, কলেজ সার্ভিস কমিশন নিয়েও নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে । মূলত, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁরা দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন । আন্দোলনকারীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে । ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী দু’টি সংস্থা এই নিয়ে তদন্তও শুরু করেছে ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও চাকরিপ্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে যে তাঁদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে । গোটা বিষয়টা নিয়ে শিক্ষা দফতর কথা বলছে । এরই মধ্যে দলীয়ভাবেও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস দেখছে । আর সে কারণেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই উদ্যোগী হয়ে এই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন । জানা গিয়েছে, এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত যাতে সমস্যা সমাধান হয়, তার জন্য চেষ্টা করবেন ।

আরও পড়ুন : Mamata banerjee on Partha chatterjee: 'আমাদের দল খুব কঠোর', পার্থর অপসারণ নিয়ে প্রতিক্রিয়া মমতার

কলকাতা, 28 জুলাই : এসএসসির শিক্ষক নিয়োগের (SSC Recruitment Scam) ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটাতে এ বার উদ্যোগ নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে । নিয়োগ দুর্নীতি মামলায় এ বার হস্তক্ষেপ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । প্রায় 500 দিন হয়ে গিয়েছে যে চাকরিপ্রার্থীরা অনশন করছেন ৷ তাঁদের সঙ্গেই এ বার কথা বললেন অভিষেক ৷

তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আন্দোলনকারী ছাত্রনেতা শহিদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন । এবং আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে খবর ৷

এসএসসির আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান করছেন । শুধু প্রাথমিক নয়, উচ্চ প্রাথমিক, কলেজ সার্ভিস কমিশন নিয়েও নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে । মূলত, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁরা দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন । আন্দোলনকারীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে । ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী দু’টি সংস্থা এই নিয়ে তদন্তও শুরু করেছে ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও চাকরিপ্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে যে তাঁদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ করা হবে । গোটা বিষয়টা নিয়ে শিক্ষা দফতর কথা বলছে । এরই মধ্যে দলীয়ভাবেও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস দেখছে । আর সে কারণেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই উদ্যোগী হয়ে এই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন । জানা গিয়েছে, এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত যাতে সমস্যা সমাধান হয়, তার জন্য চেষ্টা করবেন ।

আরও পড়ুন : Mamata banerjee on Partha chatterjee: 'আমাদের দল খুব কঠোর', পার্থর অপসারণ নিয়ে প্রতিক্রিয়া মমতার

Last Updated : Jul 29, 2022, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.