ETV Bharat / city

Abhishek-Kalyan: বিধানসভায় পাশাপাশি অভিষেক-কল্যাণ, দূরত্ব কমল কি? - পার্থ চট্টোপাধ্যায়

আজ ছিল রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022) ৷ বিধানসভাতেই ভোট দেন তৃণমূলের বিধায়ক-সাংসদরা ৷ তারই মাঝে বিধানসভায় পাশাপাশি বসে থাকতে দেখা হল তৃণমূলের দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Kalyan Banerjee) ৷ যা দেখে প্রশ্ন উঠছে, তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব মিটল কি ?

Abhishek Banerjee seen seated beside Kalyan Bandopadhyay in Bengal Assembly
Abhishek-Kalyan: বিধানসভায় পাশাপাশি অভিষেক-কল্যাণ, দূরত্ব কমল কি?
author img

By

Published : Jul 18, 2022, 5:12 PM IST

কলকাতা, 18 জুলাই : বিধানসভায় পাশাপাশি দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (TMC MP Abhishek Banerjee) ৷ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) নিজেদের ভোটদান করতেই বিধানসভায় হাজির হয়েছিলেন এই দুই নেতা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের পরিষদীয় পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) ঘরে দলের অন্যান্য সাংসদ-বিধায়কদের মাঝে একই সোফায় পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরের এই দুই নেতাকে ৷

এতটুকু পড়ে মনে হতেই পারে, এর মধ্যে অস্বাভাবিক কি আছে ? সত্যিই তো ! দু’জনেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ ৷ দলের নির্দেশে দু’জনেই হাজির হয়েছেন বিধানসভায় ৷ ফলে তাঁদের যে একই সঙ্গে দেখা যাবে সেটাই স্বাভাবিক ৷

Abhishek Banerjee seen seated beside Kalyan Bandopadhyay in Bengal Assembly
বিধানসভায় পাশাপাশি অভিষেক-কল্যাণ

যদিও বঙ্গ রাজনীতি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁদের কাছে এই ছবির মধ্যে আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষরা বলছেন, এই তাৎপর্য খুঁজতে গেলে চলে যেতে হবে কয়েকমাস আগে ৷ যখন এই দুই নেতা প্রকাশ্যে ভিন্নমেরুতে অবস্থান করছিলেন ৷ যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূলও ৷

এই বিবাদ তৈরি হয়েছিল চলতি বছরের গোড়ায় ৷ সেই সময় করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছিল ৷ তখন করোনা নিয়ন্ত্রণে ‘ডায়মন্ড হারবার মডেল’ সামনে নিয়ে আসা হয় ৷ জেলা প্রশাসনের সঙ্গে সাংসদ হিসেবে বৈঠকের পর বেরিয়ে করোনার সময় পৌরভোট না করা নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ৷ অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন যে এটা তাঁর ব্যক্তিগত মতামত ৷

এর পরই সুর চড়াতে দেখা যায় কল্যাণকে ৷ নাম না করে তিনি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ মমতা ছাড়া অন্য কাউকে তিনি নেতা হিসেবে মানেন না ৷ এর পর তৃণমূলের অনেক নেতাই কল্যাণকে পালটা জবাব দিয়েছিলেন ৷ যদিও অভিষেক কোনও পালটা জবাব দেননি ৷ বরং দিয়েছিলেন কৌশলী জবাব ৷ জানিয়েছিলেন, তিনিও কল্যাণের সঙ্গে একমত ৷ তিনিও মমতা ছাড়া আর কাউকে নেতা মনে করেন না ৷

তার পর সময় এগিয়েছে ৷ কল্যাণ-অভিষেকের মধ্যে সাক্ষাৎও হয়েছে ৷ পুরোটাই দলের অন্যদের সঙ্গে ৷ তবে এভাবে পাশাপাশি বসে থাকতে এই প্রথম দেখা গেল ঘাসফুল শিবিরের এই দুই সাংসদকে ৷

কিন্তু তাঁদের মধ্যে কথা হল কি ? মনোমালিন্য মিটল কি ? সেই প্রশ্নের উত্তর যদিও অধরা ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

কলকাতা, 18 জুলাই : বিধানসভায় পাশাপাশি দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (TMC MP Abhishek Banerjee) ৷ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) নিজেদের ভোটদান করতেই বিধানসভায় হাজির হয়েছিলেন এই দুই নেতা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের পরিষদীয় পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) ঘরে দলের অন্যান্য সাংসদ-বিধায়কদের মাঝে একই সোফায় পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরের এই দুই নেতাকে ৷

এতটুকু পড়ে মনে হতেই পারে, এর মধ্যে অস্বাভাবিক কি আছে ? সত্যিই তো ! দু’জনেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ ৷ দলের নির্দেশে দু’জনেই হাজির হয়েছেন বিধানসভায় ৷ ফলে তাঁদের যে একই সঙ্গে দেখা যাবে সেটাই স্বাভাবিক ৷

Abhishek Banerjee seen seated beside Kalyan Bandopadhyay in Bengal Assembly
বিধানসভায় পাশাপাশি অভিষেক-কল্যাণ

যদিও বঙ্গ রাজনীতি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁদের কাছে এই ছবির মধ্যে আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে ৷ রাজনৈতিক পর্যবেক্ষরা বলছেন, এই তাৎপর্য খুঁজতে গেলে চলে যেতে হবে কয়েকমাস আগে ৷ যখন এই দুই নেতা প্রকাশ্যে ভিন্নমেরুতে অবস্থান করছিলেন ৷ যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূলও ৷

এই বিবাদ তৈরি হয়েছিল চলতি বছরের গোড়ায় ৷ সেই সময় করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছিল ৷ তখন করোনা নিয়ন্ত্রণে ‘ডায়মন্ড হারবার মডেল’ সামনে নিয়ে আসা হয় ৷ জেলা প্রশাসনের সঙ্গে সাংসদ হিসেবে বৈঠকের পর বেরিয়ে করোনার সময় পৌরভোট না করা নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ৷ অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন যে এটা তাঁর ব্যক্তিগত মতামত ৷

এর পরই সুর চড়াতে দেখা যায় কল্যাণকে ৷ নাম না করে তিনি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ মমতা ছাড়া অন্য কাউকে তিনি নেতা হিসেবে মানেন না ৷ এর পর তৃণমূলের অনেক নেতাই কল্যাণকে পালটা জবাব দিয়েছিলেন ৷ যদিও অভিষেক কোনও পালটা জবাব দেননি ৷ বরং দিয়েছিলেন কৌশলী জবাব ৷ জানিয়েছিলেন, তিনিও কল্যাণের সঙ্গে একমত ৷ তিনিও মমতা ছাড়া আর কাউকে নেতা মনে করেন না ৷

তার পর সময় এগিয়েছে ৷ কল্যাণ-অভিষেকের মধ্যে সাক্ষাৎও হয়েছে ৷ পুরোটাই দলের অন্যদের সঙ্গে ৷ তবে এভাবে পাশাপাশি বসে থাকতে এই প্রথম দেখা গেল ঘাসফুল শিবিরের এই দুই সাংসদকে ৷

কিন্তু তাঁদের মধ্যে কথা হল কি ? মনোমালিন্য মিটল কি ? সেই প্রশ্নের উত্তর যদিও অধরা ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.