কলকাতা, 2 জুলাই : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গিয়েছিলেন তুষার মেহতার সরকারি বাসভবনে ৷ যদিও শুভেন্দু অধিকারী ও ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা (Tuhar Mehta) সাক্ষাতের দাবি উড়িয়ে দিয়েছেন ৷ শুভেন্দু তাঁর সঙ্গে দেখা না করেই চলে এসেছেন ৷ এমনটাই দাবি উভয়পক্ষের ৷
এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তিনি তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন ৷ শুক্রবার এই নিয়ে তিনি দু’টি টুইট করেছেন ৷ প্রথমটিতে তুষার মেহতার সরকারি বাসভবনে যতক্ষণ শুভেন্দু অধিকারী ছিলেন, ততক্ষণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি তুলেছেন ৷ তাঁর বক্তব্য, একমাত্র তাহলেই তুষার মেহতার বক্তব্যের মূল্য থাকবে ৷
আরও পড়ুন : Suvendu Tushar Meet: বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের
প্রসঙ্গত, সলিসিটার জেনারেল তুষার মেহতা নারদ মামলায় (Narada Case) সিবিআইয়ের (CBI) হয়ে আইনি লড়াই লড়ছেন ৷ আর শুভেন্দু অধিকারী ওই মামলায় অভিযুক্ত ৷ তাই এই দু’জনের মধ্যে কোনও সাক্ষাৎ হওয়া অনুচিত বলে অনেকে মনে করেন ৷ সেই কারণে এই নিয়ে গতকাল থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷
শুক্রবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তাদের তরফে সলিসিটার জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণ দাবি করা হয়েছে ৷ এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ তিনি প্রশ্ন তুলেছেন, সরকারি বাসভবনে কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুভেন্দু অধিকারী কীভাবে সেখানে প্রবেশের অনুমতি পেলেন ?
আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য়কে তুলোধনা কলকাতা হাইকোর্টের
টুইটে ওই একই প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ একই সঙ্গে শুভেন্দুর সেখানে 30 মিনিট উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক ৷ তিনি জানতে চান যে 30 মিনিট সলিসিটার জেনারেলের বাসভবনে উপস্থিত থাকলেও কোনও বৈঠক হল না ? অভিষেকের আশা, সত্যি নিশ্চয় সামনে আসবে ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলের দিকে সলিসিটার জেনারেল তুষার মেহতার বাসভবনে পৌঁছান শুভেন্দু অধিকারী ৷ প্রায় আধঘণ্টা পর তিনি বেরিয়ে আসেন ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তুষার মেহতা জানান যে শুভেন্দু যখন আসেন, তখন তিনি অন্য বৈঠকে ছিলেন তিনি ৷ পরে তিনি জানান যে তিনি শুভেন্দুর সঙ্গে দেখা করতে পারবেন না ৷
আরও পড়ুন : বিজেপির বাধায় প্রথম দিনই তপ্ত বিধানসভা, 'স্বৈরতান্ত্রিক' সরকারের বিরুদ্ধে সরব শুভেন্দু
শুভেন্দুও শুক্রবার বিধানসভায় সাংবাদিক বৈঠক চলাকালীন একই দাবি করেন ৷ তাঁর দাবি, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন ৷ কিন্তু তাঁর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ হয়নি ৷