ETV Bharat / city

Building Collapsed : গিরিশ পার্কে ভাঙল পুরোনো বাড়ির বারান্দা, আহতদের উদ্ধারে পুলিশ - ভাড়াটিয়াদের উদ্ধার করল পুলিশ

এদিন দমকল ও পৌরসভার কর্মীরা বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই বাড়ির বারান্দার আরও একটি অংশ ভেঙে দেন ৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । গিরিশ পার্কের ঘটনায় প্রশ্ন উঠেছে, পৌরসভার নিয়ম না মেনে কিভাবে বিপজ্জনক পুরোনো বাড়িতে বসবাস চলছে ।

s
s
author img

By

Published : Jul 26, 2021, 4:29 PM IST

কলকাতা, 26 জুলাই : ভাঙল বাড়ি ৷ ভেতরে আটকে পড়লেন ভাড়াটিয়ারা । শেষে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা গেল ভাড়াটিয়াদের । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার বিবেকানন্দ রোডে ।

সোমবার গিরিশ পার্কের একটি পুরোনো বাড়ির বারান্দার একাংশ আচমকা ভেঙে পড়ে । এতেই বাড়ির ভেতরে আটকে পড়েন ওই বাড়ির ভাড়াটিয়া গোলকচন্দ্র দাস, তারকনাথ দাস, শিখারানি দাস ও পাপিয়া দাস । তাঁদের চিৎকারে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন । খবর যায় গিরিশ পার্ক থানায় । থানার তরফে খবর দেওয়া হয় দমকলে । এর পর দীর্ঘক্ষণের চেষ্টায় আটকে পড়া বাসিন্দাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয় । ঘটনায় ভাড়াটিয়া 4 জনই কমবেশি আহত হয়েছেন । তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: সংস্কার না হলে বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলবে পৌরনিগম

এদিন দমকল ও পৌরসভার কর্মীরা বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই বাড়ির বারান্দার আরও একটি অংশ ভেঙে দেন ৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । গিরিশ পার্কের ঘটনায় প্রশ্ন উঠেছে, পৌরসভার নিয়ম না মেনে কিভাবে বিপজ্জনক পুরোনো বাড়িতে বসবাস চলছে । এর আগেও শহরের একাধিক জায়গায় বিপজ্জনক বাড়ি ভেঙে বসবাসকারীদের মৃত্যু হয়েছে ।

কলকাতা, 26 জুলাই : ভাঙল বাড়ি ৷ ভেতরে আটকে পড়লেন ভাড়াটিয়ারা । শেষে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা গেল ভাড়াটিয়াদের । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার বিবেকানন্দ রোডে ।

সোমবার গিরিশ পার্কের একটি পুরোনো বাড়ির বারান্দার একাংশ আচমকা ভেঙে পড়ে । এতেই বাড়ির ভেতরে আটকে পড়েন ওই বাড়ির ভাড়াটিয়া গোলকচন্দ্র দাস, তারকনাথ দাস, শিখারানি দাস ও পাপিয়া দাস । তাঁদের চিৎকারে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন । খবর যায় গিরিশ পার্ক থানায় । থানার তরফে খবর দেওয়া হয় দমকলে । এর পর দীর্ঘক্ষণের চেষ্টায় আটকে পড়া বাসিন্দাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয় । ঘটনায় ভাড়াটিয়া 4 জনই কমবেশি আহত হয়েছেন । তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: সংস্কার না হলে বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলবে পৌরনিগম

এদিন দমকল ও পৌরসভার কর্মীরা বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই বাড়ির বারান্দার আরও একটি অংশ ভেঙে দেন ৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । গিরিশ পার্কের ঘটনায় প্রশ্ন উঠেছে, পৌরসভার নিয়ম না মেনে কিভাবে বিপজ্জনক পুরোনো বাড়িতে বসবাস চলছে । এর আগেও শহরের একাধিক জায়গায় বিপজ্জনক বাড়ি ভেঙে বসবাসকারীদের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.