ETV Bharat / city

ডার্বির আগে আজ নিজেদের দেখে নিতে চায় মোহনবাগান - Mohun Bagan A.C.

আজ মোহনবাগানের খেলা কল্যাণী স্টেডিয়ামে । কলকাতা লিগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ BSS স্পোর্টিং ক্লাব । ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতার পর এবার জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান ৷

মোহনবাগান
author img

By

Published : Aug 28, 2019, 11:03 AM IST

Updated : Aug 28, 2019, 11:16 AM IST

কলকাতা, 28 অগাস্ট : ডার্বির আগে নিজের দল দেখে নেওয়ার সুযোগ মোহনবাগান কোচ কিবু ভিকুনার সামনে । আজ কলকাতা লিগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ BSS স্পোর্টিং ক্লাব । ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতার পর এবার জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান ৷ কলকাতা লিগে কিবু ভিকুনার দলের শুরুটা ভালো ছিল না । প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচ ড্র হয় । জয়ে ফেরার একটা বাড়তি তাগিদ থাকবে বেইটিয়া, দেবজিৎ মজুমদারদের । কারণ 1 সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বি ।

আজ মোহনবাগানের খেলা কল্যাণী স্টেডিয়ামে । অচেনা মাঠেই সারতে হবে ডার্বির প্রস্তুতি । এসব ক্ষেত্রে মোহনবাগান ম্যাচের 24 ঘণ্টা আগে কল্যাণীতে গিয়ে স্টেডিয়ামে অনুশীলন করে থাকে । এবার নিজেদের মাঠে প্রস্তুতি সেরে কল্যাণী স্টেডিয়ামের অচেনা মাঠে খেলবে তারা । মোহনবাগান কোচ ইতিমধ্যে মাঠ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন । একই সঙ্গে তাঁর ভাবনা ফুটবলারদের ক্লান্তি । তিনি বলেছেন,"কল্যাণীর মাঠটা অনেক বড় শুনেছি । কিন্তু বৃষ্টির পরে কাদা ভরা মাঠে অবস্থা কী দাঁড়াবে তা বুঝতে পারছি না । তবে খেলার বাইরের কারণগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই ।" ডার্বি নয়, সবুজ মেরুনের কোচ শুধু BSS ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান । এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনাই তাঁর টার্গেট ৷

কলকাতা লিগে তিন নম্বর ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান সাজঘরে এক চাপা অস্বস্তি । লাল কার্ডের জন্য খেলতে পারবেন না ডিফেন্ডার কিমকিমা । ডার্বির আগে স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটিয়া-কে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে । ডার্বির আগে চুলোভাকে দেখে নিতে পারেন কিবু ভিকুনা । গোলরক্ষক শঙ্কর রায়ের জ্বর । অসুস্থ দিব্যেন্দু সরকারও । ফলে তিন কাঠির নিচে ভরসা দেবজিৎ।

" কিমকিমার না থাকা একটি বড় সমস্যা । এই অবস্থায় গুরজিন্দার, ধনচন্দ্র মোরান্তে এঁদের বাড়তি দায়িত্ব নিতে হবে ", বলছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ । কলকাতা লিগ ও ডুরান্ড মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে মোহনবাগান ৷ দলের ডিফেন্ডার সুখদেব সিং-র চোট নিয়ে অস্বস্তি রয়েছে । পিয়ারলেস ম্যাচে 45 মিনিট খেলে পেশির চোটে মাঠ ছাড়তে হয়েছিল । গত মরশুমে চোটের জন্যে খেলতে পারেননি তিনি । এবারও একই কারণে মাঠের বাইরে । কোচ জানিয়েছেন ফিট হতে সময় দরকার সুখদেবের ।

কলকাতা, 28 অগাস্ট : ডার্বির আগে নিজের দল দেখে নেওয়ার সুযোগ মোহনবাগান কোচ কিবু ভিকুনার সামনে । আজ কলকাতা লিগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ BSS স্পোর্টিং ক্লাব । ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতার পর এবার জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান ৷ কলকাতা লিগে কিবু ভিকুনার দলের শুরুটা ভালো ছিল না । প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচ ড্র হয় । জয়ে ফেরার একটা বাড়তি তাগিদ থাকবে বেইটিয়া, দেবজিৎ মজুমদারদের । কারণ 1 সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বি ।

আজ মোহনবাগানের খেলা কল্যাণী স্টেডিয়ামে । অচেনা মাঠেই সারতে হবে ডার্বির প্রস্তুতি । এসব ক্ষেত্রে মোহনবাগান ম্যাচের 24 ঘণ্টা আগে কল্যাণীতে গিয়ে স্টেডিয়ামে অনুশীলন করে থাকে । এবার নিজেদের মাঠে প্রস্তুতি সেরে কল্যাণী স্টেডিয়ামের অচেনা মাঠে খেলবে তারা । মোহনবাগান কোচ ইতিমধ্যে মাঠ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন । একই সঙ্গে তাঁর ভাবনা ফুটবলারদের ক্লান্তি । তিনি বলেছেন,"কল্যাণীর মাঠটা অনেক বড় শুনেছি । কিন্তু বৃষ্টির পরে কাদা ভরা মাঠে অবস্থা কী দাঁড়াবে তা বুঝতে পারছি না । তবে খেলার বাইরের কারণগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই ।" ডার্বি নয়, সবুজ মেরুনের কোচ শুধু BSS ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান । এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনাই তাঁর টার্গেট ৷

কলকাতা লিগে তিন নম্বর ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান সাজঘরে এক চাপা অস্বস্তি । লাল কার্ডের জন্য খেলতে পারবেন না ডিফেন্ডার কিমকিমা । ডার্বির আগে স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটিয়া-কে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে । ডার্বির আগে চুলোভাকে দেখে নিতে পারেন কিবু ভিকুনা । গোলরক্ষক শঙ্কর রায়ের জ্বর । অসুস্থ দিব্যেন্দু সরকারও । ফলে তিন কাঠির নিচে ভরসা দেবজিৎ।

" কিমকিমার না থাকা একটি বড় সমস্যা । এই অবস্থায় গুরজিন্দার, ধনচন্দ্র মোরান্তে এঁদের বাড়তি দায়িত্ব নিতে হবে ", বলছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ । কলকাতা লিগ ও ডুরান্ড মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে মোহনবাগান ৷ দলের ডিফেন্ডার সুখদেব সিং-র চোট নিয়ে অস্বস্তি রয়েছে । পিয়ারলেস ম্যাচে 45 মিনিট খেলে পেশির চোটে মাঠ ছাড়তে হয়েছিল । গত মরশুমে চোটের জন্যে খেলতে পারেননি তিনি । এবারও একই কারণে মাঠের বাইরে । কোচ জানিয়েছেন ফিট হতে সময় দরকার সুখদেবের ।

Intro:ডার্বির আগে দলকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। বুধবার কলকাতা লিগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতা ভুলে জয়ের ফেরার চেষ্টায় বাগান। কলকাতা লিগে কিবু ভিকুনার দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচে ড্র। ফলে জয়ে ফেরার একটা বাড়তি তাগিদ থাকবে বেইটিয়া, দেবজিৎ মজুমদার দের। কারন পয়লা সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বি। তার আগে একটা জয় মুছরে পড়া সবুজ মেরুন সাজঘরকে আত্মবিশ্বাস যোগাবে।
বুধবার ঘরের মাঠের বদলে মোহনবাগানের খেলা কল্যানী স্টেডিয়ামে। ফলে অচেনা মাঠে ডার্বির প্রস্তুতি সারতে হবে। এসব ক্ষেত্রে মোহনবাগান ম্যাচের 24 ঘণ্টা আগে কল্যানীতে গিয়ে স্টেডিয়ামে অনুশীলন করত। এবার নিজেদের মাঠে প্রস্তুতি সেরে কল্যানী স্টেডিয়ামের অচেনা মাঠে খেলতে নামবে। মোহনবাগান কোচ ইতিমধ্যে মাঠ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।একই সঙ্গে তার ভাবনা ফুটবলারদের ক্লান্তি। তিনি বলেছেন,"কল্যানীর মাঠটা শুনেছি অনেক টা বড়।কিন্তু বৃষ্টির পরে কাদা ভরা মাঠে অবস্থা কি দাড়াবে তা বুঝতে পারছি না। তবে খেলার বাইরের কারনগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই।" বলা হচ্ছে ডার্বির আগে দল দেখে নেওয়ার সুযোগ। সবুজ মেরুন হেডস্যার ডার্বি নয় কেবলমাত্র বিএসএস ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনাই পাখির চোখ।
কলকাতা লিগে তিন নম্বর ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান সাজঘরে অস্বস্তি র কাটা খচখচ করছে। লাল কার্ডের জন্য ডিফেন্ডার কিমকিমা খেলতে পারবেন না। ডার্বির আগে স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটিয়া কে বিশ্রাম দেওয়ার ভাবনা। ডার্বির আগে চুলোভাকে দেখে নিতে পারেন কিবু ভিকুনা। গোলরক্ষক শঙ্কর রায়ের জ্বর। পেটের সমস্যায় কাবু দীব্যেন্দু সরকার। ফলে তিন কাঠির নিচে দেবজিৎ ভরসা।
"কিমকিমার না থাকা বড় সমস্যা। এই অবস্থায় গুরজিন্দার, ধনচন্দ্র মোরান্তে দের বাড়তি দায়িত্ব নিতে হবে," বলছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কলকাতা লিগ ও ডুরান্ড মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে মোহনবাগান। প্রতি ম্যাচে অস্বস্তির নাম সবুজ মেরুন ডিফেন্স। দলের আরেক ডিফেন্ডার সুখদেব সিং এর চোট নিয়ে অস্বস্তি রয়েছে। পিয়ারলেস ম্যাচে 45 মিনিট খেলে পেশির চোটে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তার সুস্থতা ঘিরে বড় প্রশ্ন।গত মরসুমে চোটের জন্যে খেলতে পারেন নি। এবারও একই কারণে বাইরে। কোচ বলছেন ফিট হতে সুখদেবের সময় দরকার।
প্রতিপক্ষ বিএসএস দল হিসেবে শক্তিশালী।অন্তত মোহনবাগান কোচ তা মনে করেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের খেলা দেখেছেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিএসএস এর ম্যাচ দেখতে ডেপুটি রঞ্জন চৌধুরীকে পাঠিয়ে ছিলেন। ফলে রঘু নন্দীর দলের শক্তি দূর্বলতা বাগান কোচের নোটবুকে উঠে পড়েছে। এখন দেখার নিজের দলের সমস্যা সরিয়ে মোহনবাগান লিগে প্রথম জয় ছিনিয়ে নিতে পারে কি না।


Body:লিগ


Conclusion:
Last Updated : Aug 28, 2019, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.