কলকাতা, 28 অগাস্ট : ডার্বির আগে নিজের দল দেখে নেওয়ার সুযোগ মোহনবাগান কোচ কিবু ভিকুনার সামনে । আজ কলকাতা লিগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ BSS স্পোর্টিং ক্লাব । ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতার পর এবার জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান ৷ কলকাতা লিগে কিবু ভিকুনার দলের শুরুটা ভালো ছিল না । প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচ ড্র হয় । জয়ে ফেরার একটা বাড়তি তাগিদ থাকবে বেইটিয়া, দেবজিৎ মজুমদারদের । কারণ 1 সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বি ।
আজ মোহনবাগানের খেলা কল্যাণী স্টেডিয়ামে । অচেনা মাঠেই সারতে হবে ডার্বির প্রস্তুতি । এসব ক্ষেত্রে মোহনবাগান ম্যাচের 24 ঘণ্টা আগে কল্যাণীতে গিয়ে স্টেডিয়ামে অনুশীলন করে থাকে । এবার নিজেদের মাঠে প্রস্তুতি সেরে কল্যাণী স্টেডিয়ামের অচেনা মাঠে খেলবে তারা । মোহনবাগান কোচ ইতিমধ্যে মাঠ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন । একই সঙ্গে তাঁর ভাবনা ফুটবলারদের ক্লান্তি । তিনি বলেছেন,"কল্যাণীর মাঠটা অনেক বড় শুনেছি । কিন্তু বৃষ্টির পরে কাদা ভরা মাঠে অবস্থা কী দাঁড়াবে তা বুঝতে পারছি না । তবে খেলার বাইরের কারণগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই ।" ডার্বি নয়, সবুজ মেরুনের কোচ শুধু BSS ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চান । এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনাই তাঁর টার্গেট ৷
কলকাতা লিগে তিন নম্বর ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান সাজঘরে এক চাপা অস্বস্তি । লাল কার্ডের জন্য খেলতে পারবেন না ডিফেন্ডার কিমকিমা । ডার্বির আগে স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটিয়া-কে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে । ডার্বির আগে চুলোভাকে দেখে নিতে পারেন কিবু ভিকুনা । গোলরক্ষক শঙ্কর রায়ের জ্বর । অসুস্থ দিব্যেন্দু সরকারও । ফলে তিন কাঠির নিচে ভরসা দেবজিৎ।
" কিমকিমার না থাকা একটি বড় সমস্যা । এই অবস্থায় গুরজিন্দার, ধনচন্দ্র মোরান্তে এঁদের বাড়তি দায়িত্ব নিতে হবে ", বলছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ । কলকাতা লিগ ও ডুরান্ড মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছে মোহনবাগান ৷ দলের ডিফেন্ডার সুখদেব সিং-র চোট নিয়ে অস্বস্তি রয়েছে । পিয়ারলেস ম্যাচে 45 মিনিট খেলে পেশির চোটে মাঠ ছাড়তে হয়েছিল । গত মরশুমে চোটের জন্যে খেলতে পারেননি তিনি । এবারও একই কারণে মাঠের বাইরে । কোচ জানিয়েছেন ফিট হতে সময় দরকার সুখদেবের ।