কলকাতা, 19 সেপ্টেম্বর : কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) শত চেষ্টার পরও শহরে জলাশয় ও পুকুর বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ । ফের এমনই অভিযোগ উঠে এল 'টক টু কেএমসি'-তে । 2 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক ফোনে এমনই অভিযোগ জানালেন পৌরনিগমের মুখ্য প্রশাসকের কাছে । উত্তর কলকাতার সাউথ সিথি রোডে অভিযোগকারীর বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে । ওই পুকুরটি আগেও অবৈধভাবে বুজিয়ে ফেলার চেষ্টা করা হয় । মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুকুরটি সংস্কার করা হয় । এরপরও সেই পুকুর থেকে বুজিয়ে ফেলার চেষ্টা চলছে এমনই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি ফোন করেন ।
অভিযোগকারী জানিয়েছেন, স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার এলাকায় পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ করছেন ৷ স্থানীয় থানায় অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি । এই অভিযোগ পাওয়ার পর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, তিনি নিজে অতীন ঘোষের সঙ্গে এই পুকুর পরিদর্শন করতে যাবেন । অক্টোবরের 1 অথবা 2 তারিখ তিনি পরিদর্শনে যাবেন সেখানে ।
এই অভিযোগ পাওয়ার পর ফিরহাদ বলেন, "শহরে জমির দাম হু হু করে বাড়ছে । তাই অনেকে অবৈধভাবে জলাশয় ও পুকুর বন্ধ করে দিয়ে অবৈধ নির্মাণ করার চেষ্টা করছেন । কিন্তু কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই শহরের সমস্ত জলাশয় পুকুরের একটি তালিকা তৈরি করেছে । সেই তালিকা কলকাতা পৌরনিগমের অনলাইন ওয়েবসাইটে রয়েছে । সেই সঙ্গে সেই তালিকা শহরের প্রত্যেকটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।" কলকাতা শহরের জলাভূমি সংরক্ষণের নিয়ে ইতিমধ্যেই মুখ্য প্রশাসক কথা বলেছেন কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে ।
সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, অবৈধ ভাবে শহরের পুকুর বা জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ তৈরি করলে পৌরনিগম বিল্ডিং প্ল্যান অনুমোদন করবে না । যেসব এলাকায় এভাবে পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ তৈরি করা হবে, সেই এলাকায় দায়িত্বে থাকা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে ৷
আরও পড়ুন : KMC : দুয়ারে এসে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আবেদন জানাবেন পৌরকর্মীরা