ETV Bharat / city

Kolkata Police : নগরপাল পরিচয়ে প্রতারণা, তদন্তে কলকাতা পুলিশ

অভিযুক্ত যুবকের নাম-পরিচয় গোপন রেখেছে কলকাতা পুলিশ ৷ তবে ঘটনাটি হেয়ার স্ট্রিট থানা এলাকার বলে জানা গিয়েছে ৷

a case registered against youth who allegedly claim himself as police commissioner of kolkata
Kolkata Police : নগরপাল পরিচয়ে প্রতারণা, তদন্তে কলকাতা পুলিশ
author img

By

Published : Nov 13, 2021, 6:47 PM IST

কলকাতা, 13 নভেম্বর : নিজেকে কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল খাস কলকাতায় । যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

অভিযোগ, হেয়ার স্ট্রিট থানা এলাকায় অভিযুক্ত যুবকের বাড়ি ৷ তিনি নিজের হোয়াটস অ্যাপের ডিপি-তে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের ছবি রেখেছিলেন ৷

আরও পড়ুন : Open Manhole Death : খোলা ম্যানহোলে পড়ে অটোচালকের মৃত্যু

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, এলাকার বেশ কিছু লোকজনকে ফোন করে হুমকি দিতে থাকেন তিনি । পাশাপাশি ফোন করে টাকা চেয়ে প্রতারণাও করার অভিযোগ ওঠে ।

এরপরেই হেয়ার স্ট্রিট থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, গোটা ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তদন্তে নেমেছেন । তদন্তের স্বার্থে এই ঘটনায় যুক্ত থাকা ব্যক্তির নাম এখনই বলতে চাননি তিনি ।

আরও পড়ুন : Kolkata Book Fair: করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র

কলকাতা, 13 নভেম্বর : নিজেকে কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল খাস কলকাতায় । যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।

অভিযোগ, হেয়ার স্ট্রিট থানা এলাকায় অভিযুক্ত যুবকের বাড়ি ৷ তিনি নিজের হোয়াটস অ্যাপের ডিপি-তে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের ছবি রেখেছিলেন ৷

আরও পড়ুন : Open Manhole Death : খোলা ম্যানহোলে পড়ে অটোচালকের মৃত্যু

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, এলাকার বেশ কিছু লোকজনকে ফোন করে হুমকি দিতে থাকেন তিনি । পাশাপাশি ফোন করে টাকা চেয়ে প্রতারণাও করার অভিযোগ ওঠে ।

এরপরেই হেয়ার স্ট্রিট থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, গোটা ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তদন্তে নেমেছেন । তদন্তের স্বার্থে এই ঘটনায় যুক্ত থাকা ব্যক্তির নাম এখনই বলতে চাননি তিনি ।

আরও পড়ুন : Kolkata Book Fair: করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.