ETV Bharat / city

Newtown Body Recovered: নিউটাউনে সরকারি আবাসনের নিচে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - নিউটাউনsর খবর

নিউটাউনে সরকারি আবাসনের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে (A Body of Youth Recovered at Akansha Government Housing in Newtown) ৷ মঙ্গলবার ভোরবেলা নিরাপত্তারক্ষীরা দেহটি দেখতে পান ৷ মৃত যুবক ওই আবাসনের বাসিন্দা নন বলে জানা গিয়েছে ৷

a-body-of-youth-recovered-at-akansha-government-housing-in-newtown
a-body-of-youth-recovered-at-akansha-government-housing-in-newtown
author img

By

Published : Aug 9, 2022, 11:51 AM IST

নিউটাউন, 9 অগস্ট: নিউটাউন সরকারি আবাসনের একটি বিল্ডিংয়ের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ আজ ভোরবেলা নিউটাউনে সরকারি আবাসন আকাঙ্খায় ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী (A Body of Youth Recovered at Akansha Government Housing in Newtown) ৷ তিনিই আবাসনের বাসিন্দাদের খবর দেন ৷ এর পর টেকনো সিটি থানায় খবর দেন সরকারি আবাসনের বাসিন্দারাই ৷ মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া, বয়স 21 বছর ৷

পুলিশ সূত্রে খবর, বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবক আবাসনের কেউ নন ৷ তবে, তিনি এই আবাসনে কী করতে এসেছিলেন ৷ সেখানকার কারও সঙ্গে তাঁর পরিচয় রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি, আত্মহত্যার কারণে মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: গৃহবধূর রহস্য মৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী

তবে, আবাসনের বাসিন্দাদের প্রশ্ন, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ওই যুবক ভিতরে কীভাবে এলেন ? কারণ, তাঁদের মতে মৃত যুবক আবাসনের কেউ নন ৷ ফলে ঈশান নিধারিয়া সরকারি আবাসনে কী করতে ঢুকেছিলেন, তাও তদন্ত করে দেখছে টেকনো সিটি থানার পুলিশ ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷

নিউটাউন, 9 অগস্ট: নিউটাউন সরকারি আবাসনের একটি বিল্ডিংয়ের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ আজ ভোরবেলা নিউটাউনে সরকারি আবাসন আকাঙ্খায় ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী (A Body of Youth Recovered at Akansha Government Housing in Newtown) ৷ তিনিই আবাসনের বাসিন্দাদের খবর দেন ৷ এর পর টেকনো সিটি থানায় খবর দেন সরকারি আবাসনের বাসিন্দারাই ৷ মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া, বয়স 21 বছর ৷

পুলিশ সূত্রে খবর, বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবক আবাসনের কেউ নন ৷ তবে, তিনি এই আবাসনে কী করতে এসেছিলেন ৷ সেখানকার কারও সঙ্গে তাঁর পরিচয় রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি, আত্মহত্যার কারণে মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: গৃহবধূর রহস্য মৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী

তবে, আবাসনের বাসিন্দাদের প্রশ্ন, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ওই যুবক ভিতরে কীভাবে এলেন ? কারণ, তাঁদের মতে মৃত যুবক আবাসনের কেউ নন ৷ ফলে ঈশান নিধারিয়া সরকারি আবাসনে কী করতে ঢুকেছিলেন, তাও তদন্ত করে দেখছে টেকনো সিটি থানার পুলিশ ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.