কলকাতা, 25 জুন : লকডাউনে ক্ষতির মুখে পড়েছে কলকাতা পৌরনিগম। রাজ্য সরকারের রাজস্বের একটি বড় অংশ আসে শহরের বিভিন্ন এলাকায় পৌরনিগমের পার্কিংলটগুলি থেকে সংগৃহীত পার্কিং ফি-র মাধ্যমে। গত তিন মাসে লকডাউনে পার্কিং ফি না নেওয়ায় সাড়ে আট শতাংশ ঘাটতি দেখা দিয়েছে রাজস্বের কোষাগারে।
লকডাউনের জেরে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে টাকা আদায় করা সম্ভব হয়নি। দীর্ঘ তিন মাস পর চলতি মাসের 5 তারিখ থেকে পার্কিং লটগুলি থেকে কর আদায় শুরু করেছে কলকাতা পৌরনিগম। চতুর্থ পর্যায়ের লকডাউনে পার্কিং লটের থেকে আবার রাজস্ব সংগ্রহ শুরু করলেও রাস্তায় গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই পার্কিং লটগুলি থেকে আশানুরূপ আদায় হচ্ছে না কলকাতা পৌরনিগমের। ফলে অর্থ সংকটে পড়েছে কলকাতা পৌরনিগমের কোষাগার।
পরিসংখ্যান অনুযায়ী, 2018-19 সালের তুলনায় 2020- 21 অর্থবর্ষে আয়ের পরিমাণ 8.57 শতাংশ কমেছে । 2017-18 সালে পার্কিং ফি বাবদ কলকাতা পৌর নিগমের আয় হয়েছিল 15 কোটি 53 লাখ 85 হাজার 771 টাকা। পরের বছরে অর্থাৎ 2018-19 সালে এই আয় বেড়ে হয় 17 কোটি 90 লক্ষ 59 হাজার 161 টাকা। তবে 2019-20 সালে সেই টাকার পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় 16 কোটি 45 লক্ষ 42 হাজার 77 টাকায়। কোরোনা ভাইরাসের ফলে লকডাউনে রাস্তাঘাটে যান চলাচল অত্যন্ত সীমিত ছিল, এছাড়া তিন মাস পার্কিং ফি সংগ্রহ বন্ধ থাকার কারণে কলকাতা পৌরনিগমের আর্থিক সংকট তীব্রতর হয়েছে।
কলকাতা পৌর নিগমের অধিকর্তা দেবাশিস কুমার জানান, গত অর্থবর্ষে বেশ কয়েকটি মাসে চরম আর্থিক সমস্যায় পড়তে হয়েছে । লকডাউন পরবর্তী সময়েও সেই সমস্যাগুলি রয়ে গিয়েছে । তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও স্বাভাবিক হবে এবং রাজ্যের কোষাগারের ঘাটতির পরিমাণও কমবে । এখনই পার্কিং ফি-র পরিমাণ বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে বেআইনি পার্কিং গুলির উপর বিশেষ নজরদারি চালানোর কথা জানান তিনি । প্রয়োজনে পার্কিং লটগুলিতে CCTV ব্যবহারের কথাও উল্লেখ করেন দেবাশিস কুমার।
শহরের অনেক জায়গায় পুর নিগমের পার্কিং ফি-র নামে দশ টাকার বদলে কুড়ি টাকা বা তারও বেশি নেওয়া হয় । অবৈধভাবে পার্কিং ফি নেওয়া ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দেবাশিস কুমার। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পুলিশের সঙ্গে বেআইনি পার্কিং নিয়ে কলকাতা পৌরনিগম একটি বৈঠক করে। বৈঠকে 30 থেকে 35টি বেআইনি পার্কিং লটের নাম কলকাতা পুলিশের কাছে দিয়েছে কলকাতা পৌরনিগম। কলকাতা পুলিশকে এই পার্কিং গুলি বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে ।