ETV Bharat / city

কেন্দ্রীয় প্রতিনিধিদের নিরাপত্তার দায়িত্বে থাকা 8 BSF জওয়ান কোরোনা মুক্ত - কলকাতা

সুস্থ হয়ে উঠলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নিরাপত্তার দায়িত্বে থাকা 8 BSF জওয়ান। রাজারহাটের BSF-এর কম্পোজিট হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্য়ে তাঁরা কাজে যোগ দিয়েছেন।

8 BSF jawan corona negative
কলকাতা
author img

By

Published : May 23, 2020, 5:23 PM IST

কলকাতা, 23 মে: কোরোনা মুক্ত হলেন 8 BSF জওয়ান। তাঁরা রাজারহাটের BSF-এর কম্পোজিট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টানা 15 দিন ধরে চিকিৎসার পর তাঁরা কোরোনা মুক্ত হলেন। শুক্রবার BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের IG ওয়াইবি খুরানিয়ার উপস্থিতিতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল 8 জওয়ানকে ।

কিছুদিন আগে রাজ্যে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নিরাপত্তার দায়িত্বে ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। গুরুসদয় দত্ত রোডের BSF-এর সদর দপ্তর থেকে গোটা বিষয়টি দেখভাল করা হচ্ছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দল কোরোনা চিকিৎসাকেন্দ্রগুলি সহ শহর পর্যবেক্ষণে বের হলে BSF-এর তরফেই নিরাপত্তা হচ্ছিল তাঁদের। সেই এসকর্টের একটি গাড়ির চালক এক BSF জওয়ানের গত 30 এপ্রিল জ্বর ধরা পড়ে। BSF সূত্রে খবর, তারপরই তাঁকে ওই কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। এরপরে তাঁর কোরোনা সংক্রমণের অন্যান্য লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। সোয়াবের নমুনা পরীক্ষার করা হল রিপোর্টও পজিটিভ আসে। তবে, বেশ কিছুদিনের চিকিৎসার পর কোরোনা মুক্ত তিনি তিনি। বাঙ্গুর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসকর্ট চালক জওয়ানের সংস্পর্শে আসা 50 জন জওয়ানকে কোয়ারানটিনে রাখে BSF। পরবর্তীকালে তাঁদের সোয়াব পরীক্ষা করা হলে 8 জনের শরীরে কোরোনার জীবাণু ধরা পড়ে। এরপর দ্রুত তাঁদের BSF-এর কম্পোজিট হাসপাতালে ভরতি করা হয়। গত 15 দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন ওই BSF জওয়ানরা। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, ওই 8 জওয়ান ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এমনকী কোরোনা মুক্ত হওয়ার পর তাঁরা নতুন করে কাজেও যোগ দিয়েছেন।

তবে, সম্প্রতি কোরোনা আক্রান্ত BSF-এর ক্যান্টিন কর্মী তথা কনস্টেবল এখনও চিকিৎসাধীন। তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন BSF কর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে।

কলকাতা, 23 মে: কোরোনা মুক্ত হলেন 8 BSF জওয়ান। তাঁরা রাজারহাটের BSF-এর কম্পোজিট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টানা 15 দিন ধরে চিকিৎসার পর তাঁরা কোরোনা মুক্ত হলেন। শুক্রবার BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের IG ওয়াইবি খুরানিয়ার উপস্থিতিতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল 8 জওয়ানকে ।

কিছুদিন আগে রাজ্যে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নিরাপত্তার দায়িত্বে ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। গুরুসদয় দত্ত রোডের BSF-এর সদর দপ্তর থেকে গোটা বিষয়টি দেখভাল করা হচ্ছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দল কোরোনা চিকিৎসাকেন্দ্রগুলি সহ শহর পর্যবেক্ষণে বের হলে BSF-এর তরফেই নিরাপত্তা হচ্ছিল তাঁদের। সেই এসকর্টের একটি গাড়ির চালক এক BSF জওয়ানের গত 30 এপ্রিল জ্বর ধরা পড়ে। BSF সূত্রে খবর, তারপরই তাঁকে ওই কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। এরপরে তাঁর কোরোনা সংক্রমণের অন্যান্য লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। সোয়াবের নমুনা পরীক্ষার করা হল রিপোর্টও পজিটিভ আসে। তবে, বেশ কিছুদিনের চিকিৎসার পর কোরোনা মুক্ত তিনি তিনি। বাঙ্গুর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসকর্ট চালক জওয়ানের সংস্পর্শে আসা 50 জন জওয়ানকে কোয়ারানটিনে রাখে BSF। পরবর্তীকালে তাঁদের সোয়াব পরীক্ষা করা হলে 8 জনের শরীরে কোরোনার জীবাণু ধরা পড়ে। এরপর দ্রুত তাঁদের BSF-এর কম্পোজিট হাসপাতালে ভরতি করা হয়। গত 15 দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন ওই BSF জওয়ানরা। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, ওই 8 জওয়ান ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এমনকী কোরোনা মুক্ত হওয়ার পর তাঁরা নতুন করে কাজেও যোগ দিয়েছেন।

তবে, সম্প্রতি কোরোনা আক্রান্ত BSF-এর ক্যান্টিন কর্মী তথা কনস্টেবল এখনও চিকিৎসাধীন। তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন BSF কর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.