ETV Bharat / city

75 Years of Independence স্বাধীনতার 75 বছরে অজানা ভারতের খোঁজে কালিম্পংয়ের ত্রিবেণী - 75 Years of Independence

ভারতবাসী হয়েও, এমন অনেক জায়গা আছে যার খোঁজ স্বাধীনতার 75 বছর পরেও অনেকেই জানেন না (75 Years of Independence Kalimpong Triveni The Unknown India) ৷ তেমন একটি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের ত্রিবেণী ৷ যার খোঁজ খুব কম বাঙালি জানেন ৷ যেখানে পাহাড়ের কোলে তিস্তা ও রঙ্গিন নদীর মোহনার মিলনস্থলের সৌন্দর্য ভারতবাসী তো দূর অধিকাংশ বাঙালিও চাক্ষুস করেনি ৷

75 Years of Independence Kalimpong Triveni The Unknown India
75 Years of Independence Kalimpong Triveni The Unknown India
author img

By

Published : Aug 12, 2022, 8:59 PM IST

Updated : Aug 12, 2022, 9:50 PM IST

কালিম্পং, 12 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূরণ হচ্ছে (75 Years of Independence) ৷ এই 75 বছরে ভারতের নামী-অনামী অনেক জায়গা আছে, যেখানকার সৌন্দর্য হোক বা ভয়াবহতা ভারতীয়রা তো বটেই, বিদেশি পর্যটকরাও উপভোগ করেছেন ৷ কিন্তু, ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে, যা ভারতীয়রাও খুব একটা জানেন না ৷ যাঁদের ট্রেকিংয়ের নেশা রয়েছে তাঁদের বাদ দিয়ে ৷ তেমনি একটি জায়গা হল, পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ (Kalimpong Triveni The Unknown India) ৷ যেখানে তিস্তা ও রঙ্গিত নদী মোহনায় মিলিত হয়েছে ৷ পাহাড়ের কোল খরস্রোতা তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল ওই মোহনাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’৷

আর এই ‘ত্রিবেণী’র পাড়ে তাঁবু খাটিয়ে প্রকৃতির কোল মাঝে মধ্যেই অবসর সময় কাটাতে চলে আসেন অনেকেই ৷ তবে, সেই অনেকের সংখ্যাটা সমগ্র ভারতের জনসংখ্যার তুলনায় খুবই সামান্য ৷ মূলত, ট্রেকিংয়ের নেশা আছে এমন লোকনজনই ‘ত্রিবেণী’র শোভা উপভোগ করতে মাঝে মধ্যে চলে আসেন ৷ কিন্তু, অধিকাংশ বাঙালি তথা ভারতীয় প্রকৃতির এই মনোরম শোভা উপভোগ করা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন ৷ ‘স্বাধীনতার অমৃত মহোৎসবে’ তাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ রূপের বর্ণনা পাঠকদের সামনে তুলে ধরলাম আমরা ৷

আরও পড়ুন: নোবেলের মঞ্চে ভারতের সোনার সন্তানেরা

এই ‘ত্রিবেণী’ যেতে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট এই জনপদে ৷ এনজেপি থেকে 60 কিলোমিটার দূরত্বে এই ‘ত্রিবেণী’র অবস্থান ৷ পাহাড়ি রাস্তা পেরিয়ে সেখানে পৌঁছতে প্রায় 2 ঘণ্টা সময় লেগে যাবে ৷ যেখানকার সৌন্দর্য খুব বেশি কেউ চাক্ষুস করার সৌভাগ্য পাননি ৷ বর্তমানে স্থানীয় বাসিন্দারাই তিস্তা ও রঙ্গিত নদীর মোহনার পাড়ে বালির উপর তাঁবু তৈরি করে ভাড়া দেন ৷ যা স্থানীয়দের পর্যটনের থেকে আয়ের মাধ্যম হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের

ভারতের 75 বছরের স্বাধীনতার পরেও এমন বেশ কিছু গ্রাম এবং জনপদ রয়েছে, যা অধিকাংশের অগোচরেই থেকে গিয়েছে ৷ তেমনি একটি উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ ৷ শুধু উত্তরবঙ্গ নয় ৷ উত্তর ভারতের উত্তরাখণ্ডে কুমায়ুন পর্বতের কোলে অবস্থিত খাতি গ্রাম, তেমনই একটি ৷ যেখানে পাহাড়ের কোল পাথর দিয়ে তৈরি বাড়িগুলির সৌন্দর্যই আলাদা ৷ দূর থেকে দেখলে মনে হবে কেউ নানান রঙে রাঙিয়ে দিয়েছে ৷ আদতে সেগুলি বাড়ি ৷ যে বাড়িগুলি তৈরি বড় বড় পাথর দিয়ে ৷ আর তার উপরে নানান রঙের প্রোলেপ ৷ সব মিলিয়ে প্রকৃতির কোল, আরও এক অপরূপ সৌন্দর্য, যা অধিকাংশ ভারতবাসীরই অজানা ৷

কালিম্পং, 12 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূরণ হচ্ছে (75 Years of Independence) ৷ এই 75 বছরে ভারতের নামী-অনামী অনেক জায়গা আছে, যেখানকার সৌন্দর্য হোক বা ভয়াবহতা ভারতীয়রা তো বটেই, বিদেশি পর্যটকরাও উপভোগ করেছেন ৷ কিন্তু, ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে, যা ভারতীয়রাও খুব একটা জানেন না ৷ যাঁদের ট্রেকিংয়ের নেশা রয়েছে তাঁদের বাদ দিয়ে ৷ তেমনি একটি জায়গা হল, পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ (Kalimpong Triveni The Unknown India) ৷ যেখানে তিস্তা ও রঙ্গিত নদী মোহনায় মিলিত হয়েছে ৷ পাহাড়ের কোল খরস্রোতা তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল ওই মোহনাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’৷

আর এই ‘ত্রিবেণী’র পাড়ে তাঁবু খাটিয়ে প্রকৃতির কোল মাঝে মধ্যেই অবসর সময় কাটাতে চলে আসেন অনেকেই ৷ তবে, সেই অনেকের সংখ্যাটা সমগ্র ভারতের জনসংখ্যার তুলনায় খুবই সামান্য ৷ মূলত, ট্রেকিংয়ের নেশা আছে এমন লোকনজনই ‘ত্রিবেণী’র শোভা উপভোগ করতে মাঝে মধ্যে চলে আসেন ৷ কিন্তু, অধিকাংশ বাঙালি তথা ভারতীয় প্রকৃতির এই মনোরম শোভা উপভোগ করা থেকে বঞ্চিত থেকে গিয়েছেন ৷ ‘স্বাধীনতার অমৃত মহোৎসবে’ তাই তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ রূপের বর্ণনা পাঠকদের সামনে তুলে ধরলাম আমরা ৷

আরও পড়ুন: নোবেলের মঞ্চে ভারতের সোনার সন্তানেরা

এই ‘ত্রিবেণী’ যেতে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নদী, পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট এই জনপদে ৷ এনজেপি থেকে 60 কিলোমিটার দূরত্বে এই ‘ত্রিবেণী’র অবস্থান ৷ পাহাড়ি রাস্তা পেরিয়ে সেখানে পৌঁছতে প্রায় 2 ঘণ্টা সময় লেগে যাবে ৷ যেখানকার সৌন্দর্য খুব বেশি কেউ চাক্ষুস করার সৌভাগ্য পাননি ৷ বর্তমানে স্থানীয় বাসিন্দারাই তিস্তা ও রঙ্গিত নদীর মোহনার পাড়ে বালির উপর তাঁবু তৈরি করে ভাড়া দেন ৷ যা স্থানীয়দের পর্যটনের থেকে আয়ের মাধ্যম হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের

ভারতের 75 বছরের স্বাধীনতার পরেও এমন বেশ কিছু গ্রাম এবং জনপদ রয়েছে, যা অধিকাংশের অগোচরেই থেকে গিয়েছে ৷ তেমনি একটি উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের ‘ত্রিবেণী’ ৷ শুধু উত্তরবঙ্গ নয় ৷ উত্তর ভারতের উত্তরাখণ্ডে কুমায়ুন পর্বতের কোলে অবস্থিত খাতি গ্রাম, তেমনই একটি ৷ যেখানে পাহাড়ের কোল পাথর দিয়ে তৈরি বাড়িগুলির সৌন্দর্যই আলাদা ৷ দূর থেকে দেখলে মনে হবে কেউ নানান রঙে রাঙিয়ে দিয়েছে ৷ আদতে সেগুলি বাড়ি ৷ যে বাড়িগুলি তৈরি বড় বড় পাথর দিয়ে ৷ আর তার উপরে নানান রঙের প্রোলেপ ৷ সব মিলিয়ে প্রকৃতির কোল, আরও এক অপরূপ সৌন্দর্য, যা অধিকাংশ ভারতবাসীরই অজানা ৷

Last Updated : Aug 12, 2022, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.