ETV Bharat / city

correctional home : করোনা পরিস্থিতিতে সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেবে কারা দফতর - 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি

করোনা পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল কারা দফতর ৷ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং 14 বছরের বেশি জেল খেটে ফেলেছে এমন বন্দিদের মুক্তি দেওয়া হবে ৷ করোনার তৃতীয় ঢেউ এলে যাতে মৃত্যুর হার কমানো যায়, তার জন্যই এই সিদ্ধান্ত ৷

63 Prisoners will release from the correctional home in the Corona situation
করোনা পরিস্থিতিতে সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেবে কারা দফতর
author img

By

Published : Aug 2, 2021, 4:17 PM IST

কলকাতা, 2 অগস্ট : করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবং তৃতীয় ঢেউ আঘাত হানলে, মৃত্যুর সংখ্যায় লাগাম টানতে এবার এক অভিনব সিদ্ধান্ত নিল রাজ্যের কারা দফতর ৷ ষাট বছরের বেশি বয়সী মোট 63 জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ তবে, কেবলমাত্র যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বন্দিদেরই মুক্তি দেওয়া হবে ৷ সেখানেও বন্দিদের সাজার সময় দেখা হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে সংশোধনাগারের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

কারা দফতর সূত্রে খবর, যে 63 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের ছাড়া হবে তাদের মধ্যে 61 জন পুরুষ ৷ বাকি 2 জন মহিলা ৷ এদের সবার 14 বছর বা তার বেশি সাজা কাটানো হয়ে গিয়েছে ৷ নাম প্রকাশে ইচ্ছুক শহরের এক সংশোধনাগারের সুপার জানান, ধীরে ধীরে গোটা প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হবে ৷ আর যে সকল বন্দিদের মুক্তি দেওয়া হবে, তাদের বয়স এবং শারীরিক পরিস্থিতির দিকটিকেও মাথায় রাখা হবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে ৷

63 Prisoners will release from the correctional home in the Corona situation
কারা দফতরের নির্দেশিকা

আরও পড়ুন : বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দিদের টিকাকরণ প্রক্রিয়া চালু

এর আগে করোনা পরিস্থিতিতে জেলগুলিতে বন্দি আসামীদের প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তা সত্ত্বেও করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের জেলগুলিতে আসামীর সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছিল ৷ এমনকি একটা সময় জেলে করোনাবিধি মানা হচ্ছে না বলে কারারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বন্দিরা ৷ যা নিয়ে রাজ্যের বেশ কয়েকটি জেলে কারারক্ষীদের সঙ্গে ধুন্ধুমার বেধে গিয়েছিল বন্দিদের ৷ বেশ কয়েকজন কারারক্ষী জখমও হন বন্দিদের হামলায় ৷ সেই ঘটনার পর করোনার তৃতীয় ঢেউ আসার আগে এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ৷

কলকাতা, 2 অগস্ট : করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবং তৃতীয় ঢেউ আঘাত হানলে, মৃত্যুর সংখ্যায় লাগাম টানতে এবার এক অভিনব সিদ্ধান্ত নিল রাজ্যের কারা দফতর ৷ ষাট বছরের বেশি বয়সী মোট 63 জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ তবে, কেবলমাত্র যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বন্দিদেরই মুক্তি দেওয়া হবে ৷ সেখানেও বন্দিদের সাজার সময় দেখা হয়েছে ৷ করোনা পরিস্থিতিতে সংশোধনাগারের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

কারা দফতর সূত্রে খবর, যে 63 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের ছাড়া হবে তাদের মধ্যে 61 জন পুরুষ ৷ বাকি 2 জন মহিলা ৷ এদের সবার 14 বছর বা তার বেশি সাজা কাটানো হয়ে গিয়েছে ৷ নাম প্রকাশে ইচ্ছুক শহরের এক সংশোধনাগারের সুপার জানান, ধীরে ধীরে গোটা প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হবে ৷ আর যে সকল বন্দিদের মুক্তি দেওয়া হবে, তাদের বয়স এবং শারীরিক পরিস্থিতির দিকটিকেও মাথায় রাখা হবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে ৷

63 Prisoners will release from the correctional home in the Corona situation
কারা দফতরের নির্দেশিকা

আরও পড়ুন : বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দিদের টিকাকরণ প্রক্রিয়া চালু

এর আগে করোনা পরিস্থিতিতে জেলগুলিতে বন্দি আসামীদের প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তা সত্ত্বেও করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের জেলগুলিতে আসামীর সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছিল ৷ এমনকি একটা সময় জেলে করোনাবিধি মানা হচ্ছে না বলে কারারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বন্দিরা ৷ যা নিয়ে রাজ্যের বেশ কয়েকটি জেলে কারারক্ষীদের সঙ্গে ধুন্ধুমার বেধে গিয়েছিল বন্দিদের ৷ বেশ কয়েকজন কারারক্ষী জখমও হন বন্দিদের হামলায় ৷ সেই ঘটনার পর করোনার তৃতীয় ঢেউ আসার আগে এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.