ETV Bharat / city

লকডাউন ভাঙার প্রবণতা অব্যাহত, এবার কলকাতায় গ্রেপ্তার 524 - kolkata corona news

কলকতায় ক্রমাগত বেড়ে চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । এরপরও একশ্রেণির কোনও হুঁশ নেই । লকডাউন ভাঙার প্রবণতা অব্যাহত ।

ছবি
ছবি
author img

By

Published : May 18, 2020, 7:47 AM IST

কলকাতা, 18 মে : কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই মুহূর্তে কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা 673 জন । গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 46 জন । তারপরেও শহরের একশ্রেণির কোনও হুঁশ নেই । তাঁরা অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন । অবশ্য কলকাতা পুলিশ বসে নেই । গতকাল শহরে গ্রেপ্তারের সংখ্যা 524 । যা গত কয়েকদিনের মধ্যে বেশি ।

রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 1311 জন। তার মধ্যে সুস্থ হয়েছেন 478 জন । মৃত্যু হয়েছে 108 জনের । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 6 জনের। অথচ কলকাতাবাসীর একাংশ সেসব মানছেন না । এই যেমন নেতাজি নগর চত্বরে নাকা চেকিংয়ে ডিউটিতে থাকা এক পুলিশকর্মীর অভিজ্ঞতা অদ্ভুত রকমের । এক যুবকের বাইকের হ্যান্ডেলে ঝোলানো ছিল বাজারের ব্যাগ । নাকা চেকিংয়ে তাঁকে দাঁড় করানোয় রেগে যান তিনি । লাইসেন্স খতিয়ে দেখে জানা যায়, ওই যুবকের বাড়ি খিদিরপুর এলাকায় । আর ব্যাগে পাওয়া যায় 1 কেজি পিঁয়াজ । ওই যুবক নাকি খিদিরপুর থেকে নেতাজি নগর এসেছিলেন 1 কেজি পিঁয়াজ কিনতে ! এমন অভিজ্ঞতা উত্তর, দক্ষিণ-পূর্ব, পশ্চিম সবদিকে ডিউটিরত পুলিশকর্মীদেরই হয়েছে । কেউ 20 টাকার মিষ্টির প্যাকেট ঝুলিয়ে ভবানীপুর থেকে চলে আসছেন শোভাবাজার । কেউ সবজির ব্যাগ ঝুলিয়ে মানিকতলা থেকে চলে যাচ্ছেন বেকবাগান । আবার অনেক গাড়িতেও এমনটাই পাওয়া গেছে । শহর থেকে বেরোনো এই মানুষদের নিয়ে বিরক্ত পুলিশ ।

গতকাল শহরে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে 135 জনকে । থুতু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 39 । আর গাড়ি সিজ় করা হয়েছে 39 টি ।

কলকাতা, 18 মে : কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই মুহূর্তে কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা 673 জন । গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 46 জন । তারপরেও শহরের একশ্রেণির কোনও হুঁশ নেই । তাঁরা অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন । অবশ্য কলকাতা পুলিশ বসে নেই । গতকাল শহরে গ্রেপ্তারের সংখ্যা 524 । যা গত কয়েকদিনের মধ্যে বেশি ।

রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, কলকাতায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 1311 জন। তার মধ্যে সুস্থ হয়েছেন 478 জন । মৃত্যু হয়েছে 108 জনের । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 6 জনের। অথচ কলকাতাবাসীর একাংশ সেসব মানছেন না । এই যেমন নেতাজি নগর চত্বরে নাকা চেকিংয়ে ডিউটিতে থাকা এক পুলিশকর্মীর অভিজ্ঞতা অদ্ভুত রকমের । এক যুবকের বাইকের হ্যান্ডেলে ঝোলানো ছিল বাজারের ব্যাগ । নাকা চেকিংয়ে তাঁকে দাঁড় করানোয় রেগে যান তিনি । লাইসেন্স খতিয়ে দেখে জানা যায়, ওই যুবকের বাড়ি খিদিরপুর এলাকায় । আর ব্যাগে পাওয়া যায় 1 কেজি পিঁয়াজ । ওই যুবক নাকি খিদিরপুর থেকে নেতাজি নগর এসেছিলেন 1 কেজি পিঁয়াজ কিনতে ! এমন অভিজ্ঞতা উত্তর, দক্ষিণ-পূর্ব, পশ্চিম সবদিকে ডিউটিরত পুলিশকর্মীদেরই হয়েছে । কেউ 20 টাকার মিষ্টির প্যাকেট ঝুলিয়ে ভবানীপুর থেকে চলে আসছেন শোভাবাজার । কেউ সবজির ব্যাগ ঝুলিয়ে মানিকতলা থেকে চলে যাচ্ছেন বেকবাগান । আবার অনেক গাড়িতেও এমনটাই পাওয়া গেছে । শহর থেকে বেরোনো এই মানুষদের নিয়ে বিরক্ত পুলিশ ।

গতকাল শহরে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে 135 জনকে । থুতু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 39 । আর গাড়ি সিজ় করা হয়েছে 39 টি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.