ETV Bharat / city

"পাঁচ রকেটে থামবে ল্যান্ডার, ভুলের সম্ভাবনা নেই" - Chandrayan-2

এররের কোনও সম্ভবনা নেই । কারণ এখানে কোনও পাইলট নেই যে ল্যান্ডিং করাবে ৷ ফলে এররের সম্ভাবনা নেই ৷ ল্যান্ডিং করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং । ISRO নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে । অটোমেটিকভাবেই প্রোগামগুলি একের পর এক কাজ করবে ৷ তাই হয় ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে নয় তো 100 শতাংশ ব্যর্থ হবে । জানালেন বাঙালি জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী ৷

সন্দীপ চক্রবর্তী
author img

By

Published : Sep 7, 2019, 12:04 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : অপেক্ষার আর কয়েক ঘণ্টা ৷ তারপরই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু আশঙ্কা এই ল্যান্ডিং নিয়েই ৷ কারণ 35 কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম ৷ গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0-তে পৌঁছাতে লাগবে 15 মিনিট ৷ কিন্তু এই 15 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ কারণটা খুবই পরিষ্কার । পরিসংখ্যান বলছে, 1959 থেকে আজ পর্যন্ত যত চন্দ্র অভিযান হয়েছে তারমধ্যে এক তৃতীয়াংশ মাত্র সফল হয়েছে । সাফল্যের হার 37 শতাংশ । বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে ল্যান্ডিংয়ের সময় । এ বছর 11 এপ্রিল ইজ়রায়েলের পাঠানো চন্দ্রযান-এর ল্যান্ডারটি ভেঙে পড়েছিল মাত্র দেড়শ মিটার উঁচুতে । মুহূর্তে শেষ হয়ে গেছিল দীর্ঘদিনের পরিশ্রম আর স্বপ্ন । ল্যান্ডার বিক্রম সফল হবে তো?

ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে হলে জানাচ্ছেন বিশিষ্ট বাঙালি জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী ৷ উড়োজাহাজের উদাহরণ টেনে তিনি বলেন, "এররের কোনও সম্ভবানা নেই । কারণ এখানে কোনও পাইলট নেই যে ল্যান্ডিং করাবে ৷ ফলে এররের সম্ভাবনা নেই ৷ ল্যান্ডিং করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং । ISRO নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে । অটোমেটিকভাবেই প্রোগামগুলি একের পর এক কাজ করবে ৷ তাই হয় ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে নয় তো 100 শতাংশ ব্যর্থ হবে ।"

কিন্তু গতিবেগ 21 হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 0 করিয়ে মাত্র 15 মিনিটে কীভাবে ল্যান্ড করবে বিক্রম?

সন্দীপবাবু বলেন, "সাধারণভাবে উড়োজাহাজের ক্ষেত্রে 10 কিংবা 12 কিলোমিটার ওপর থেকে ধীরে ধীরে ল্যান্ডিং করানো হয় । পাইলটরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ল্যান্ড করান । কিন্তু এক্ষেত্রে কোনও পাইলট নেই । বিপুল গতিবেগ মাত্র 15 মিনিটে শূন্যতে নামাতে ISRO এক্ষেত্রে ব্যবহার করছে পাঁচটি রকেট । এই রকেটগুলি ব্রেকের কাজ করবে ৷ ধীরে ধীরে গতিবেগ কমিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করতে সাহায্য করবে এই পাঁচটি রকেট ৷ রকেটগুলি উলটোদিক থেকে একে একে বিক্রমের গা থেকে বেরিয়ে যাবে । আর সেটাই কমাবে ল্যান্ডারের গতি । ছ'টা ধাপে কমবে এই গতি । প্রথমে 10 মিনিটে এটা 7.4 কিলোমিটার নেমে আসবে ৷ তার পর 5 কিলোমিটার ৷ তারপর 400 মিটার, 100 মিটার, 10 মিটার, তারপর ল্যান্ড করবে ৷ এইভাবে রকেট উলটো দিকে গিয়ে 15 মিনিটের মধ্যে ল্যান্ডারের গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0 কিলোমিটারে নামিয়ে আনবে ৷"

ল্যান্ডার বিক্রম অক্ষতভাবে চাঁদের মাটি ছুঁলে বিজ্ঞানীদের আশা আগামীকাল সকাল ছ'টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান । ছ'চাকার এই যান অনুসন্ধান চালাবে চাঁদের মাটিতে । বিজ্ঞানীদের আশা, পাওয়া যেতে পারে প্রচুর খনিজ । পাওয়া যেতে পারে হিলিয়াম 3 । তাই এখন শুধু প্রতীক্ষা ল্যান্ডারের ল্যান্ডিং-এর ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর : অপেক্ষার আর কয়েক ঘণ্টা ৷ তারপরই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু আশঙ্কা এই ল্যান্ডিং নিয়েই ৷ কারণ 35 কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম ৷ গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0-তে পৌঁছাতে লাগবে 15 মিনিট ৷ কিন্তু এই 15 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ কারণটা খুবই পরিষ্কার । পরিসংখ্যান বলছে, 1959 থেকে আজ পর্যন্ত যত চন্দ্র অভিযান হয়েছে তারমধ্যে এক তৃতীয়াংশ মাত্র সফল হয়েছে । সাফল্যের হার 37 শতাংশ । বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে ল্যান্ডিংয়ের সময় । এ বছর 11 এপ্রিল ইজ়রায়েলের পাঠানো চন্দ্রযান-এর ল্যান্ডারটি ভেঙে পড়েছিল মাত্র দেড়শ মিটার উঁচুতে । মুহূর্তে শেষ হয়ে গেছিল দীর্ঘদিনের পরিশ্রম আর স্বপ্ন । ল্যান্ডার বিক্রম সফল হবে তো?

ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে হলে জানাচ্ছেন বিশিষ্ট বাঙালি জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী ৷ উড়োজাহাজের উদাহরণ টেনে তিনি বলেন, "এররের কোনও সম্ভবানা নেই । কারণ এখানে কোনও পাইলট নেই যে ল্যান্ডিং করাবে ৷ ফলে এররের সম্ভাবনা নেই ৷ ল্যান্ডিং করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং । ISRO নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে । অটোমেটিকভাবেই প্রোগামগুলি একের পর এক কাজ করবে ৷ তাই হয় ল্যান্ডিং 100 শতাংশ সফল হবে নয় তো 100 শতাংশ ব্যর্থ হবে ।"

কিন্তু গতিবেগ 21 হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 0 করিয়ে মাত্র 15 মিনিটে কীভাবে ল্যান্ড করবে বিক্রম?

সন্দীপবাবু বলেন, "সাধারণভাবে উড়োজাহাজের ক্ষেত্রে 10 কিংবা 12 কিলোমিটার ওপর থেকে ধীরে ধীরে ল্যান্ডিং করানো হয় । পাইলটরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ল্যান্ড করান । কিন্তু এক্ষেত্রে কোনও পাইলট নেই । বিপুল গতিবেগ মাত্র 15 মিনিটে শূন্যতে নামাতে ISRO এক্ষেত্রে ব্যবহার করছে পাঁচটি রকেট । এই রকেটগুলি ব্রেকের কাজ করবে ৷ ধীরে ধীরে গতিবেগ কমিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করতে সাহায্য করবে এই পাঁচটি রকেট ৷ রকেটগুলি উলটোদিক থেকে একে একে বিক্রমের গা থেকে বেরিয়ে যাবে । আর সেটাই কমাবে ল্যান্ডারের গতি । ছ'টা ধাপে কমবে এই গতি । প্রথমে 10 মিনিটে এটা 7.4 কিলোমিটার নেমে আসবে ৷ তার পর 5 কিলোমিটার ৷ তারপর 400 মিটার, 100 মিটার, 10 মিটার, তারপর ল্যান্ড করবে ৷ এইভাবে রকেট উলটো দিকে গিয়ে 15 মিনিটের মধ্যে ল্যান্ডারের গতিবেগ ঘণ্টায় 21 হাজার কিলোমিটার থেকে 0 কিলোমিটারে নামিয়ে আনবে ৷"

ল্যান্ডার বিক্রম অক্ষতভাবে চাঁদের মাটি ছুঁলে বিজ্ঞানীদের আশা আগামীকাল সকাল ছ'টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান । ছ'চাকার এই যান অনুসন্ধান চালাবে চাঁদের মাটিতে । বিজ্ঞানীদের আশা, পাওয়া যেতে পারে প্রচুর খনিজ । পাওয়া যেতে পারে হিলিয়াম 3 । তাই এখন শুধু প্রতীক্ষা ল্যান্ডারের ল্যান্ডিং-এর ৷

Intro:কলকাতা, 6 সেপ্টেম্বর: গতি 21 হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। উচ্চতা 35 কিলোমিটার। ওই উচ্চতাকে থেকেই ল্যান্ড করবে ল‍্যাটার বিক্রম। গতিবেগ 21 হাজার কিলোমিটার থেকে শূন‍্যতে পৌঁছবে মাত্র 15 মিনিটে। আর এখানেই আশঙ্কার কালো মেঘ। কারণটা খুবই পরিষ্কার। পরিসংখ্যান বলছে, ১৯৫৯ থেকে আজ পর্যন্ত যত চন্দ্র অভিযান হয়েছে তার মধ্যে এক তৃতীয়াংশ মাত্র সফল হয়েছে। সাফল্যের হার 37 শতাংশ। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে ল্যান্ডিংয়ের সময়। এ বছর 11 এপ্রিল ইজরায়েলের পাঠানো চন্দ্রযান-এর ল‍্যান্ডার ভেঙে পড়ে মাত্র দেড়শ মিটার উঁচুতে। শেষ হয়ে যায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম আর স্বপ্ন। ল‍্যান্ডার বিক্রম সফল হবে তো?


Body:বিশিষ্ট বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলছেন, “এররের কোনো সম্ভবনা নেই। কারণ এখানে কোন মানুষ নেই। কোন পাইলট এটি ল‍্যান্ড করাবে না। করাবে নির্দিষ্ট প্রোগ্রামিং। ইসরো নিখুঁত প্রোগ্রামিং করে পাঠিয়েছে বিক্রমকে। তাই হয় 100% সাফল্য পাওয়া যাবে, নয়তো 100% ব্যর্থতা।"

কিন্তু ওই বিপুল গতিবেগ থেকে মাত্র 15 মিনিটে ল্যান্ড করবে কিভাবে?

সঞ্জীব বাবু বলেন, “ দেখুন সাধারন ভাবে এরোপ্লেন এর ক্ষেত্রে 10 কিনবে 12 কিলোমিটার ওপর থেকে ধীরে ধীরে ল্যান্ডিং করানো হয়। পাইলটরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ল্যান্ড করান। কিন্তু এক্ষেত্রে কোন পাইলট নেই।ইসরো ব্যবহার করছে পাঁচটি রকেট। এই পাঁচটি রকেট 15 মিনিট থেকে উল্টোদিক থেকে একে একে বিক্রমের গা থেকে বেরিয়ে যাবে। আর সেটাই কমাবে ল্যান্ডারের গতি। ছটা ধাপে কমবে এই গতি। প্রথমে এটা নেমে আসবে সাড়ে সাত কিলোমিটারে। তখন আর একটি রকেট বেরিয়ে যাবে উল্টোদিকে। এইভাবে 100 মিটার পর্যন্ত রকেট উল্টো দিকে গিয়ে ল‍্যান্ডারের গতিবেগ 21 হাজার কিলোমিটার থেকে 0 কিলোমিটার প্রতি ঘন্টায় নামিয়ে নিয়ে আসবে।"


Conclusion:বিজ্ঞানীদের আশা আগামীকাল সকাল ছয়টা নাগাল্যান্ডের বিক্রমের থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। এই রোভার অনুসন্ধান চালাবে চাঁদের মাটিতে। বিজ্ঞানীদের আশা এই অংশে পাওয়া যেতে পারে প্রচুর খনিজ। পাওয়া যেতে পারে হিলিয়াম 3। যা ভবিষ্যতে এনার্জির উৎস হিসেবে দেখছে বিজ্ঞানীরা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.