ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরও 5 BSF জওয়ান - 5 BSF জওয়ান আক্রান্ত

রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক BSF জওয়ান আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার আরও পাঁচ জওয়ানের রিপোর্টও পজ়িটিভ এল ।

5 more BSF jawans COVID-19 positive
জওয়ান
author img

By

Published : May 6, 2020, 6:15 PM IST

কলকাতা, 6 মে: কলকাতায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরও পাঁচ BSF জওয়ান কোরোনায় আক্রান্ত হলেন । আজ তাঁদের এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে। এর আগে আরও এক জওয়ানের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছিল। ওই জওয়ানরা কেউ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে ছিল BSF। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বাইরে কোথাও গেলেও BSF-এর তরফেই নিরাপত্তা দেওয়া হচ্ছিল। সেই এসকর্টেরই একটি গাড়ির চালক ছিলেন এক BSF জওয়ান। গত 30 এপ্রিল তাঁর জ্বর হয় । এরপরই তাঁকে বিশ্রামে পাঠানো হয় বলে BSF সূত্রে খবর। পরে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দিতে থাকে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট পজ়িটিভ আসে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 50 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের রিপোর্টও পজ়িটিভ এল। ইতিমধ্যে ওই পাঁচ জওয়ানকে বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই পাঁচ জওয়ানের সংস্পর্শে আসা আরও 70 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

রাজ্যে এসে কয়েকটি কোরোনা চিকিৎসাকেন্দ্র ও কোয়ারানটিন সেন্টার সহ সংক্রমিত এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় দলটি । সেই সূত্রেই এই BSF জওয়ানদের সংক্রমণ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা, 6 মে: কলকাতায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরও পাঁচ BSF জওয়ান কোরোনায় আক্রান্ত হলেন । আজ তাঁদের এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে। এর আগে আরও এক জওয়ানের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছিল। ওই জওয়ানরা কেউ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে ছিল BSF। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বাইরে কোথাও গেলেও BSF-এর তরফেই নিরাপত্তা দেওয়া হচ্ছিল। সেই এসকর্টেরই একটি গাড়ির চালক ছিলেন এক BSF জওয়ান। গত 30 এপ্রিল তাঁর জ্বর হয় । এরপরই তাঁকে বিশ্রামে পাঠানো হয় বলে BSF সূত্রে খবর। পরে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দিতে থাকে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট পজ়িটিভ আসে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 50 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের রিপোর্টও পজ়িটিভ এল। ইতিমধ্যে ওই পাঁচ জওয়ানকে বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই পাঁচ জওয়ানের সংস্পর্শে আসা আরও 70 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

রাজ্যে এসে কয়েকটি কোরোনা চিকিৎসাকেন্দ্র ও কোয়ারানটিন সেন্টার সহ সংক্রমিত এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় দলটি । সেই সূত্রেই এই BSF জওয়ানদের সংক্রমণ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.