নিমতা, 3 জুন : BJP কর্মীদের মারধর করে খুনের চেষ্টা । অভিযোগ উঠেছে তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে । উত্তর দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা । প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ BJP কর্মী-সমর্থকদের ।
উত্তর দমদমের টাউন সভাপতি বিধান বিশ্বাস ও তাঁর দলবলের বিরুদ্ধে 5 জন BJP কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে । এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকি 2 জন উত্তর দমদম পৌরসভা হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, গতকাল রাত সাড়ে 8টা নাগাদ উত্তর দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে 5 জন BJP কর্মী জড়ো হয়েছিলেন । হঠাৎ করেই সেখানে উত্তর দমদমের টাউন সভাপতি বিধান বিশ্বাস তাঁর দলবল নিয়ে এসে ওই BJP কর্মীদের ওপর চড়াও হন । অভিযোগ, কোনও কথা না বলেই তাঁদের মারধর করতে শুরু করেন তাঁরা । বন্দুকের বাঁট দিয়ে 2 BJP কর্মীর মুখ থেঁতলে দেয় তৃণমূল সভাপতির শাগরেদরা । অভিযোগ, BJP কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিধান বিশ্বাস । গুলি লেগে জখম হন একজন । ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় বিধান বিশ্বাস ও তাঁর দলবল ।
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের দাবি, একঘণ্টা পর ঘটনাস্থানে যায় নিমতা থানার পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার না করে উলটে আহতদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে । পরে BJP কর্মীরা তাঁদের থানা থেকে বের করে হাসপাতালে ভরতি করেন । আহতরা হলেন গণেশ দাস, প্রলয় পাল, মিঠুন দাস ও রাজু দাস । অপর এক কর্মীর নাম জানা যায়নি ।
এদিকে অভিযুক্ত বিধান বিশ্বাসকে গ্রেপ্তারের দাবিতে নিমতা থানায় কয়েকশো BJP কর্মী-সমর্থক বিক্ষোভে সামিল হন । বিক্ষোভ সামাল দিতে RAF নামানো হয়েছে । গোটা ঘটনার দায় এড়িয়েছে তৃণমূল নেতৃত্ব ।